কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। তবে ব্যস্ততার জন্য তেমন বাইরে যেতে পারি না। তবে চেষ্টা করলে আমরা ঘরে বসেও ফটোগ্রাফি করতে পারি।তাই তো কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি। নতুন নতুন খাবার তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো নিজের তৈরি খাবারের কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এটি হচ্ছে আলু দিয়ে শোল মাছ ভুনা রেসিপি। আসলে শোলমাছ এভাবে রান্না করে খেতে আমার শাশুড়ি অনেক পছন্দ করে। তাই কয়েক দিন আগে দুটি শোল মাছ এনেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে এভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। তাই গতকাল রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন।

এগুলো হচ্ছে হাঁসের ডিম ভুনা রেসিপি। আসলে হাঁসের ডিম এভাবে ভুনা করে খেতে অনেক ভালো লাগে আর এগুলো অনেক সহজে তৈরি করা যায়। আসলে তৈরি সহজ কিন্তু খেতে অনেক মজা।আর যদিও নিজের হাতের জিনিস হয় তাহলে তো কথায় নেই। কয়েক দিন আগে রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিলাম।

1000024756.jpg

এগুলো হচ্ছে লাউশাক রান্নার রেসিপি। লাউশাক আমার অনেক পছন্দ। আর এগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো লাউ গাছ। আসলে লাউগাছ অনেক ভালো হয়েছে। তবে গাছভর্তি শাক হয়েছে কিন্তু লাউ ধরেনি। যদি ও কয়েকটি লাউ এর জালি এসেছিল কিন্তু পঁচে গিয়েছে। তাই রাগ করে শাক তুলে এনে রান্না করেছি। সত্যি এমন তাজা শাক রান্না করে খেতে অনেক ভালো লাগে। সবাই গরম ভাত দিয়ে অনেক মজা করে খেয়েছে।

1000024755.jpg

এগুলো হচ্ছে ছোট মাছের চচ্চড়ি।আসলে এই মাছগুলো আমি সব সময় আলু বেগুন দিয়ে চচ্চড়ি করি।কিন্তু আমার ননদ দেখলাম কয়েক ধরনের সবজি দিয়ে তৈরি করেছে।প্রথমে ভেবেছিলাম খাব না তারপর খেয়ে দেখি অনেক মজা। তাই এই চচ্চড়ি দিয়ে অনেক ভাত খেয়েছি। আর ফটোগ্রাফি করে নিয়েছি। একদিন অবশ্যই এভাবে রান্না করব।

1000024753.jpg

এগুলো হচ্ছে সোনালী মুরগির মাংস রান্না রেসিপি। আসলে বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতেই চাই। তাই কয়েক দিন একবারে অনেক গুলো সোনালী মুরগি এনেছিল। তাই রান্না করেছি সবাই মিলে খেয়েছি। আসলে বাচ্চাদের জন্য সব সময় মাংসের দরকার। তারা মাংস ছাড়া আর কিছুই খেতে চাই না। তবে এমন ভুনা মাংস খেতে অনেক ভালো লাগে।

1000024754.jpg

এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আসলে পাঙ্গাস মাছ ভুনা খেতে অনেক ভালো লাগে। তবে আমাদের বাড়ির লোকজনের পাঙ্গাস মাছ পছন্দ নয়। তাই নিজের পছন্দ হলেও খেতে পারি না। যাইহোক কয়েকটি দিন আগে চারকেজি একটা পাঙ্গাস এনেছিল তাই এভাবে ভুনা করেছি খেতে অনেক মজা হয়েছিল।তারপর সবাই অনেক মজা করে খেয়েছে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

1000024763.jpg

 4 months ago 

আপনি খুব সুস্বাদু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। খাবার গুলো দেখেই লোভনীয় লাগছে। সব গুলো খাবারের কালারটা বেশ দারুন এসেছে। লাউ শাক আমারও অনেক পছন্দ। সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

এরকম চমৎকার খাবারের ফটোগ্রাফি গুলি দেখেই তো মনে যেনো তৃপ্তি চলে আসলো। প্রত্যেকটা রেসিপি এ সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে ডিমের ভুনা রেসিপি এবং শোল মাছের ভূনা রেসিপি এই দুটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 4 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আজকে আপনি মজার কিছু খাবার ফটোগ্রাফি করেছেন। তবে খাবারের ফটোগ্রাফি দেখলে এমনিতে জিভে জল এসে যায়। আপনার কিন্তু খাবারের ফটোগ্রাফি গুলো এক একটা অসাধারণ হয়েছে। এবং খাবারের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। যেভাবে আপনি এখানে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে এগুলো যেন এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে এখানে এই রেসিপিগুলো ফটোগ্রাফি যেভাবে আপনি এখানে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ ভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷