ছাদবাগানের কিছু ফোটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

আজ রোজ বৃহস্পতিবার

২৪ই অগাস্ট ২০২৩ ।


এখন ষড়ঋতুর শরৎ কাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

কয়েকটি ফোটোগ্রাফি এক সাথে ।

368514222_843174850469034_373085200032629784_n.jpg

Device- Galaxy A13

মনটা বেশ খারাপ এই সপ্তাহে কনটেস্টে অংশগ্রহণ করতে পারি নি। আসলে হঠাৎ এতটা অসুস্থ বুজতে পারি নি। সবাই কি সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছে আমারও বেশ ইচ্ছে ছিল রং বেরঙের কাগজ দিয়ে ফুল তৈরী করার। আমি কনটেস্টে অংশগ্রহণের জন্য বোনের ছেলেকে দিয়ে রঙিন কাগজ দিয়ে এনে রেখে দিয়েছিলাম। কিন্তু পারলাম না ,দুই দিনের পেট খারাপে বেশ খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি ছাদ বাগানের কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে ছাদ বাগান করতে আমার বেশ ভালো লাগে ,যদিও এখন তেমন একটা সময় দিতে পারি না ,তার উপর বানরের অত্যাচারে কোন কিছু লাগিয়ে শান্তি নেই। বানর এসে ফুল এবং ফল সব নষ্ট করে দিয়ে যায়। বেশ কিছু দিন যাবৎ তাদের সংখ্যা ও বেড়েছে সাথে তাদের উৎপাত ও বেড়ে গিয়াছে। যাই হোক চলেন দেখে আসি মূল পর্ব।

368287548_2955565244580703_8839946378929804523_n.jpg

অনেকদিন আগে বাসা কাছেই একটি নার্সারি থেকে এই বেলি গাছটা কিনেছিলাম। আমার বেশ পছন্দের ফুল বেলি। যখন প্রথম কলি এসেছে তখন ছবিটা তুলেছিলাম।

369054987_6624141697622828_2239723664924853435_n.jpg

অনেকদিন আগে অনলাইনে একজনের সাথে পরিচয় হয়ে এই মিশরীয় ডুমুর গাছটা কিনে এনেছিলাম। বেশ ভালোই ফল দিয়েছিলো। কিন্তু এখন বানরের জন্য ফল গুলো রাখতে পারি না ,ছোট ছোট অবস্থায় নষ্ট করে দিয়ে যায়।

368334748_251477187786728_4841207870746029342_n.jpg
এইটা হচ্ছে পেঁয়াজ ফুল। বিচ থেকে এই গাছটা হয়েছে। পেঁয়াজ ফুল বেশ সুন্দর। আর আগে আমি কখনও দেখিনি এই প্রথম দেখেছি।

368516094_831612742015629_1138926194076089824_n.jpg

এই গাছটা মনে পরছে না কি গাছ ,আমি নিজে এইটা আনিনি তাই বলতে পারি নি।

368214676_109438288914693_7924010288349975721_n.jpg

বেলি গাছের সাথে এই জবা গাছটা কিনেছিলাম। তখন ফুল ছিল না,হঠাৎ দেখি একদিন এই রঙের জবা ফুল ফুটেছে। আমার কাছে কালার টা বেশ ভালো লেগেছে।

368519469_985718295988586_8919309366689206460_n.jpg
এই হচ্ছে আখ গাছ। কোন এক মেলাতে অদল বদল করে গাছটা পেয়েছিলাম। তারপর ছাদে লাগাতে এত বড় হয়েছে।

369814507_3539284709679113_1478733733607728557_n.jpg
ছাদ বাগানে জালি কুমড়া। একটাই ধরেছিলো ,বেশ চিন্তায় ছিলাম বানর থেকে রক্ষা পাবে কিনা।

368675480_983187406218126_146613855378004166_n.jpg

ছাদ বাগানের বেগুন গাছ।

369415150_145489315226079_5889217836218536501_n.jpg
ঢেঁড়সের বিচ থেকে ঢেঁড়স গাছ হয়েছে।

368620970_1350669209220717_4082187664217899374_n.jpg
নয়নতারা গাছ।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy travel
linksource

Sort:  
 2 years ago 

ছাদ বাগানে অপরূপ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। আসলে ছাদ বাগানে এই সৌন্দর্য দৃশ্য গুলো দেখে ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করে আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

সুন্দর কিনা জানি না তবে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করছি। আপনিও বেশ ভালো ফটোগ্রাফি করেন।ভালোই লাগে আমার। ধন্যবাদ

 2 years ago 

বাহ বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আপনি খুবই দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন । বিশেষ করে আমার কাছে জবা ফুল খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমারও বেশ ভালো লাগে,আর যদি ফুলের হয় তাহলে তো কোন কথা নেই। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার মতো আমিও অসুস্থ ছিলাম বলে কনটেস্টে জয়েন হতে পারিনি তারজন্য আমার কাছেও অনেক খারাপ লেগেছিল। যাই হোক আপনার ছাদ বাগানে খুব সুন্দর গাছ হয়েছে। বেশি ফুল, পেঁয়াজ ফুল আর জবা ফুল দেখতে খুবই ভালো লেগেছে। ছাদে গাছ থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। ছাদ বাগানের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু কনটেস্টে অংশগ্রহণ করতে না পারলে বেশ খারাপ লাগে।আমি সহজে কনটেস্টে মিস দেই না তবে এবার হয়ে গেলো।ধন্যবাদ

 2 years ago 

সমস্যা নেই আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি তাতে কি হয়েছে আবার খুব শীঘ্রই নতুন একটি প্রতিযোগিতা আসবে তখন আবার অংশগ্রহণ করবেন। যাই হোক আপনি ছাদবাগানের ফটোগ্রাফি শেয়ার করেছেন বাসার ছাদে ফুলের সৌন্দর্যটাই বেশি ভালো লেগেছে তাছাড়া প্রতিটা ছবি একদম পরিষ্কার ছিল যার কারণে আমার অনেক পছন্দ হয়েছে।

 2 years ago 

আসলে রঙিন কাগজ এনেও অংশ গ্রহন করতে পারলাম না,সামনের কনটেস্টের অপেক্ষায় আছি।ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। তবে বানর এসে এগুলোকে নষ্ট করে ফেলে শুনে বেশ খারাপ লাগলো। তবে যাই হোক, আপনি ছাদ বাগানটা খুব সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরিয়ে তুলেছেন। আমার কাছে বেলি ফুল গাছ ও জবা ফুলের ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হুম ভাইয়া বানরের উৎপাত ইদানিং অনেক বেড়ে গিয়েছে যার জন্য কোন গাছপালা ঠিক করতে পারছি না।

 2 years ago 

খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার এই ছাদ বাগানের ফটোগ্রাফিগুলো দেখে অনেকটাই ভালো লাগলো৷ আমাদের মধ্যে অনেকে আছে যারা বিভিন্ন ধরনের বাগান করতে পছন্দ করে৷ তেমনি আপনিও ছাদের মধ্যে অনেকগুলো ফুল লাগিয়েছেন এবং এর ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এর মধ্যে জবা ফুলটিকে আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 2 years ago 

ছাদ বাগান আমার বেশ ভালোই লাগে,তবে এখন বানরের ভয়ে আর অসুস্থ্যতার জন্য তেমন সময় দিতে পারছি না।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ছাদবাগানের কিছু ফোটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে নিজের বাসার ছাদে যদি এমন কিছু সবজি এবং ফুল গাছ থাকে দেখতে বেশ ভালোই লাগে। কুমড়া যদি ভাজি করে খাওয়া যায় বেশ ভালো লাগবে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কুমড়ো টা যে কিভাবে খেয়ে ছিলাম তা মনে নেই অনেক আগের তো তাই।আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

এই প্রতিযোগিতায় নাম অংশগ্রহণ করলে কি হয়েছে আপু, পরবর্তী প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আসলে অসুস্থ হলে কোন কাজ করা যায় না। আপনার ছাদ বাগানের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর করে করেছেন যেগুলো খুব ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ছাদের উপর এরকম বাগান করলে আসলেই দেখতে খুব ভালো লাগে।

 2 years ago 

আসলে কাগজ নেই বসার মত তেমন সুস্থ ছিলাম না তবে বেশ ইচ্ছে ছিলো।যাই হোক ছাদ বাগানের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ