সাতটি ফুলের একটি অ্যালবাম
19-05-2022
৫ জ্যৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আমাদের এই কমিউনিটিতে অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকে। ফটোগ্রাফিগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। আমি আজকে গিয়েছিলাম বিকালে একটি নার্সারিতে। নার্সারিতে গিয়েছিলাম অবশ্য অ্যালুভেরা গাছ কেনার জন্য। গিয়ে অবশ্য পেয়েছি তবে সেটা নিয়ে একটা পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। যায়হোক, নার্সারিতে এতো ফুল দেখে ভালোই লাগছিল। তাড়াতাড়ি ফোনটা বের করে ক্যামেরাবন্দি করে নেই। আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম । আশা করি আপনারাও ফটোগ্রাফিগুলো উপভোগ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেয়া যাক।
ফটোগ্রাফিঃ০১📸
এই ফুলগুলো সাধারণত বাড়ির গেইটের সামনে বেশি পাওয়া যায়। নার্সারিতেও দেখলাম এই ফুলটি রয়েছে। এই ফুলটি একেক জনের কাছে একেক নামে পরিচিত। অনেকেই এটাকে মধু মালতী ফুল বলে চিনে। আবার গেইট ফুল বলেও। আমি ছোট বেলা থেকে এ ফুলটি আংটি ফুল হিসেবে চিনে এসেছি। কারণ এই ফুল দিয়ে আংটি বানিয়ে আঙুলে দেয়া যেত। তাই আমার কাছে আংটি ফুল নামেই পরিচিত ছিল এটি ফুলটির গন্ধ তেমন নেই। তবে দেখতে অনেক সুন্দর।
ফটোগ্রাফিঃ০২📸
এই ফুলটি মনে হয় আমি আগে কখনো দেখিনি। দেখতে অনেকটা কচুরিপানা ফুলের মতো মনে হচ্ছিল। তবে যতদূর জেনেছি এটাকে ক্যানা ফুল নামে পরিচিত। রঙটা গোলাপী; গন্ধ তেমন নেই। আপনাদের কাছে কি নামে পরিচিত এ ফুল জানাবেন আশা করি।
ফটোগ্রাফিঃ০৩📸
নার্সারিতে টবে অনেক ধরনের উদ্ভিদ গাছ থাকে যেগুলে বাড়ি ঘরের সৌন্দর্যবর্ধনের জন্য। এমনি একটি উদ্ভিদ গাছ দেখতে পেলাম। এটার নাম সঠিক জানিনা। দেখে আমার কাছে ভালোই লেগেছিল।
ফটোগ্রাফিঃ০৪📸
অনেক রকমের গোলাপ ফুল দেখতে পেলাম। ফুলের রানী বলা হয় গোলাপকে। গোলাপ ফুলের গন্ধ একদম মুগ্ধ করার মতো। বয়সের ভারে যেন এই গোলাপ ফুলটি ক্লান্ত। ভিতরের অংশটা শুকিয়ে গেছে। তবু যেন বৃষ্টির কল্যানে বেচেঁ থাকার চেষ্টা করছে। হালকা সাদার মধ্যে গোলাপী রঙের ফুল।
ফটোগ্রাফিঃ০৫📸
সাদা গোলাপ ফুল এটি। এটিও গোলাপের আরেকটি জাত। অনেকের কাছে সাদা গোলাপ পছন্দ। গাছটিতে লক্ষ্য করলাম একটি মাত্র সাদা গোলাপ ফুল ফুটে আছে। দূর থেকে দেখতে সুন্দর লাগছিল। কাছে গিয়ে ছবিটি তুলে নিলাম।
ফটোগ্রাফিঃ০৬📸
এই পিংক কালারের মধ্যে হালকা রঙের গোলাপ ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বৃষ্টির পরে গোলাপটি যেন দেখতেও ভীষণ সুন্দর লাগছিল।
ফটোগ্রাফিঃ০৭📸
এই ফুলটি আমার কাছে একদম নতুন মনে হলে। লালের মধ্যে যেন হলুদের ছোঁয়া। ফুলটির কোনো ঘ্রান নেই। ইন্টারনেট ঘাটাঘাটি করে যতদূর জানতে পেরেছি এটাকে লাল ল্যানটানা ফুল বলে থাকে। আপনারা ফুলটি চিনে থাকলে জানাবেন।

Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | w3w |
Date | 18 May, 2022 |
আশা করি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
10% beneficary for @shyfox

ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
খুবই চমৎকার চমৎকার ফুলে ফটোগ্রাফি করলেন আপনি। আসলে এরকম সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা ভরে যায়। দেখে মনে হচ্ছে যেন সুন্দর একটি ছোট ফুলের রাজ্যে চলে আসলাম। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে সাতটি ফুলের একটি অ্যালবাম তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য
অ্যালুভেরার গাছে ভিন্ন ধরনের উপকারীতা থাকে, আপনার অ্যালুভেরা গাছ নিয়ে পোস্টের অপেক্ষায় থাকলাম, যাই হোক আপনি অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন, ফুল আমাদের সবারই অনেক প্রিয়, ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, সকাল সকাল ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
আপনি যাই বলেন না কেন, আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ লাগে মাধুরীলতা। এবং নিচের ফুলটি দেখতে বেশ দারুন লাগছে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
ফুল আমার কাছে বেশ ভালো লাগে। নার্সারিতে গেলে আমিও ফটোগ্রাফি করতে লেগে যায়। ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। মধু মালতি ফুলটা আগেও দেখেছি তবে নামটা জানতাম না। নামটা যেমন সুন্দর ফুলটা দেখতেও তেমন। অন্যগুলোর ফটোগ্রাফি ভালো হয়েছে।।
ঠিক তাই। নার্সারিতে অনেক ফুলের সমারোহ থাকে। ফটোগ্রাফি করতে ভালোই লাগে
ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
নার্সারিতে গেলে আমার মন এমনিই ভালো হয়ে যায়। চারিদিকে নানা ধরনের সতেজ ফুল আর গাছপালা দেখলে ভিতরে অন্যরকম এক শান্তি কাজ করে। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর সব ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন। নার্সিরিতে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় সেগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়।
ছবিগুলো অসাধারণ সুন্দর আর অনবদ্য 👌
প্রথম ছবিটিতে ফাটিয়ে দিয়েছেন 🤗
অন্যান্য ছবিগুলো অপলক চেয়ে রইলাম।
না লাল হলুদ ঐ ফুলটি আমি চিনতে পারলাম না। তবে এটা বেশ সুন্দর দেখাচ্ছে।
জি ভাইয়া ছবও তু্লতে ভালোই লাগছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য 😍🖤
অ্যালুভেরা গাছ দিয়ে কি করবেন ভাই😉।যাইহোক ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।তবে বিশেষ করে এক নম্বর ফটোগ্রাফির ফুলটি আমার বেশি ভালই লাগে।আর এই ফুলটিকে আমি নয়ন তারা নামেই চিনি।
অ্যালুভেরা গাছ খুব দরকার পরে ভাই বিভিন্ন কাজে এজন্য। এনেছি পরে একটা 😊