পেন্সিল আর্ট//একটি সিম্পল আর্ট।
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। ব্যস্তময় জীবনে যেন সময় অতি সংকুলান হয়ে উঠেছে অনেকদিন ধরে আর্ট করা হয় না তাই আজকে আবারো আপনাদের মাঝে একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন বন্ধুরা শুরু করা যাক।
•একটি আর্ট পেপার
•পেন্সিল, স্কেল
•রাবার
•টিস্যু পেপার,পেন্সিলের গুঁড়ো
আর্ট পেপারের মধ্যে প্রথম একটি জারের চিত্র আর্ট করে নিব। জারটির মুখে এবং নিচে ভালোভাবে গাঢ় করে খালি করে নিব।
জার টির মাঝ বরাবর অব্দি একটু জল ছাপের মত করে একে নিব দেখতে যেন পানির মত দেখায় এবং জারটির ভিতরে একটি ডাটার চিত্র আর্ট করব।
জার এর ভেতরে আর্ট করা ডাটা টি হতে কিছু পাতার ছবি এঁকে নিব তারপর কিছু ফুলের ছবি এঁকে নিবো।
পুনরায় আগের আর্ট করা ফুল টি হতে সামনে আরো একটি ফুল আর্ট করে নিব সাথে পাতাও আর্ট করে নিব। সম্পূর্ণ ফুল এবং পাতার মধ্যে গাঢ় করে কালি করে নিব এবং ফুল গুলোর ভিতরে জল ছাপের মতো করে আরো একটু গাঢ় করে কালি করে নিব। তারপর ফুল এবং জারের যে জায়গাগুলো বেশি পরিমাণে গাঢ় করা দরকার সেখানে করে পেন্সিলের গুড়ো দিয়ে টিস্যু পেপার দিয়ে একটু ঘষে দিব।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
খুবই সুন্দর এবং চমৎকার একটি পেন্সিল স্কেস প্রস্তুত করেছেন এর সৌন্দর্য সত্যিই অসাধারণ।
তবে চিত্রটি যদি কালার করতেন দেখতে তাহলে আরো বেশি সুন্দর দেখাতো।
সুন্দর উপস্থাপনা করেছেন । শুভেচ্ছা রইল আপনার জন্য।
সময়ের অভাবে কালার করতে পাচ্চিনা।তবে পেন্সিল আর্ট গুলাই আমার কাছে বেশ লাগে ভাইয়া।তবে ভালো একটি উপদেশ দেওয়ার জন্যে ধন্যবাদ ভাইয়া।
আপনার করা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে আর্টটি করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার করা আর্টটি আমার অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ফুলের অসাধারন পেন্সিল আর্ট করছেন আপনি। আপনার আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম । বিশেষ করে ফুল গুলো আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট করার দক্ষতা সত্যি বেশ দারুন। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার করা পেন্সিল আর টি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা। পেন্সিল আর্ট বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে পেন্সিলের সাহায্যে সিম্পল একটা আর্ট অঙ্কন করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি, আপনি যদি আপনার এই অংকনের মধ্যে একটু রং ব্যবহার করতেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাতো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সময় এবং ব্যস্ততার কারণে ক্ষমা করা আর্টগুলোতে রং করতে পারছিনা ভাইয়া। তবে আপনার উপদৃষ্টি বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। মন্তব্য করে করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি পেন্সিল আর্টের মধ্য দিয়ে আজকে আপনি আমাদের মাঝে ফুলের দৃশ্য দেখেছেন। আপনার এই অসাধারণ একটি ফুল অংকন করা ভালো লাগলো আমার। এভাবেই নিজের প্রতিভা বিকশিত করা যায়। ব্যবসা করব অনেক সুন্দর সুন্দর পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করতে থাকবেন।
আর্ট নিয়ে ব্যবসা করব এরকম চিন্তাধারা নেই ভাইয়া। মনের খুশিতে যখন ভালো লাগে না তখনই শুধু আর্ট করি। যাই হোক অনেক উৎসাহ পেলাম আপনার কমেন্ট থেকে।
আপনি আজকে অনেক সুন্দর একটা পেন্সিল আর্ট করেছেন। সিম্পল হলেও এটাকে দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছে। বিশেষ করে ফুলের একটা পেন্সিল আর্ট হওয়ার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে আপনার অংকন করা এই আর্ট দেখতে। জারটির ভেতরে অর্ধেক জল ছিল। আর তার মধ্যে এই ফুলের ঢালটা ছিল। যার মধ্যে অনেক সুন্দর কিছু ফুল ফুটেছিল। সব মিলিয়ে পুরোটা দেখে আমি সত্যি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। খুবই নিখুঁতভাবে এবং অনেক সুন্দর করে পুরোটা অঙ্কন করেছেন আপনি। আপনার এত সুন্দর দক্ষতা মূলক কাজটার প্রশংসা করতে হচ্ছে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
এটা কিন্তু যতটা সিম্পল মনে হচ্ছে ততটাও সিম্পল না। সিম্পল এর উপর গর্জিয়াস একটা পেন্সিল আর্ট ছিল। যেটার ফুল গুলো অনেক সুন্দর করে আপনি ফুটিয়ে তুলেছেন। যা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এর আগেও আপনার এরকম সুন্দর সুন্দর আর্ট দেখেছি। দুইটা ফুল অঙ্কন করেছেন আপনি এবং অনেক সুন্দর করে পাতাগুলো অঙ্কন করেছেন। পেন্সিল আর্ট হওয়ার কারণে দেখতে দারুন লাগছিল। জার টিও সুন্দর করে এঁকেছেন দেখে ভালো লাগলো আমার কাছে দেখতে।
আমার করা আর্ট টি যে আপনাকে ভালো লেগেছে এটা শুনে আমার অনেক ভালো লাগলো ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
আপনার সিম্পল আর্টটি আসলেই অনেক অসাধারণ হয়েছে ।রং না ব্যবহার করে শুধুমাত্র পেন্সিল দিয়ে এমন চমৎকার আর্ট নিখুঁতভাবে সম্পন্ন করেছেন ।ধন্যবাদ এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন। পেন্সিল আর্টগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। পেন্সিল আর্টগুলো করা অনেক সুবিধা জনক। কারণ, এতে কম উপকরণ প্রয়োজন হয় এবং আর্ট গুলো দেখতে সুন্দর লাগে। আপনার অঙ্কন করা ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে উৎসাহমূলক মন্তব্য করার জন্য।