প্রশান্তির খোঁজে!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মানুষের জীবন খুবই অদ্ভুত। আমরা সুখের আশায় দুঃখকে আকড়ে ধরি। কয়েকটা দিন ভালো থাকার জন্য পুরো সময় টা কষ্টে অতিবাহিত করি। প্রায় একবছর হলো জব করছি। এই প্রথম এতোটা সময় নিজের গ্রামের বাইরে কোথাও রয়েছি। সুতরাং স্বাভাবিক ভাবেই নিজের এলাকা নিজের বাড়ির প্রতি একটা আলাদা টান এবং ভালোবাসার সৃষ্টি হয়ে গিয়েছে। এখন নিজের গ্রামের জন্য নিজের শহরটার জন্য সবসময় মনটা বেশ পোড়ায়। কিন্তু জীবনের তাগিদে সবকিছু ছেড়ে এখন রয়েছি কয়েকশো কিলোমিটার দূরে। ঈদের ছুটিতে যেদিন বাড়ি গেলাম আমার মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। এটা শুধু আমার না। সবারই এমন হয়ে থাকে। নিজের এলাকায় যখন গেলাম ভেতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল।
বাড়িতে গিয়ে মনটা একেবারে শান্ত হয়ে যায়। চারিদিকে একটা নিস্তব্ধতা ছিল। বাড়িতে গেলাম দুপুর সাড়ে তিনটার দিকে। ঐদিন বেশ গরম ছিল। বাড়ি গিয়েই ফ্রেশ হয়ে নিজের চিরচেনা সেই বিছানায় শরীর টা এলিয়ে দিয়ে শুয়ে পড়ি। বেশ কয়েক ঘন্টা কেটে যায়। প্রথমবারের মতো বাড়িতে সবার সাথে ইফতার করি। ইফতার শেষ করে ছুটে যায় কুমারখালীর দিকে। বাড়িতে গেলে সন্ধ্যার পরের সময় টা ঐদিকেই কাটে। বাজারে যাওয়ার আগে এলাকার টং দোকান যেটা আড্ডা দেওয়ার প্রধান জায়গা। ওখানে বসে গল্প করছিলাম আমার এক বন্ধুর সাথে। তক্ষণাৎ আমার বন্ধু লিখনের ফোন আসলো। বলল ইমন চল একটু কুষ্টিয়া যেতে হবে। কুষ্টিয়া শেষ গেছিলাম সেই ফেব্রুয়ারিতে বাড়ি এসে। অনেক গুলো দিন হয়ে গিয়েছে।
একটা সময় আমার অধিকাংশ সময় কাটত এই কুষ্টিয়া তে। কারণ এখানেই আমার কলেজ ছিল। লিখনের ফোন পেয়ে আর দেরি করিনি। চলে গেলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। কুমারখালী থেকে সিএনজি তে ঐ ২০ মিনিট মতো সময় লাগে। সময় তার ঐ রাত ৮ টা। মনে হচ্ছিল বেশ অনেক গুলো দিন পরে কুষ্টিয়া আসলাম। কুষ্টিয়া গিয়ে আমরা দুজন চলে গেলাম আমাদের এক বন্ধুর সাথে দেখা করতে। তবে এর মাঝেই আমার কলেজের একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেলে। সিজানের সাথে প্রায় একবছরের বেশি সময় পরে দেখা। কুষ্টিয়া আসলে এইরকম দেখা হয়ে যাওয়া একেবারে স্বাভাবিক। সব কাজ শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে।
আমার কলেজের সময়ে এই জায়গাটা ছিল আমার সবচাইতে বেশি পরিচিত। প্রতিদিন এই স্টেশন থেকেই ট্রেন ধরতাম কীনা। পাশাপাশি অনেক টা সময় কেটেছে একসময় এখানে। অসংখ্য স্মৃতি রয়েছে এই জায়াগাটা জুড়ে। এইজন্যই রাতে জায়গাটা দেখে আমি বেশ আবেগ আপ্লুত হয়ে যায় বলতে পারেন। সত্যি বলতে কয়েকটা ঘন্টা যেন একেবারে মূহুর্ত্তের মতো কেটে যায়। কুষ্টিয়া থেকে বাড়ি ফিরেছিলাম বেশ অনেক রাতে। কীভাবে যেন পুরো সময় টা একেবারে কেটে যায়। না তারপর আর কুষ্টিয়া যাওয়া হয়নি। ঈদের বাকি দিনগুলো বাড়ি কুমারখালী বন্ধুবান্ধব এসব করেই কেটে গিয়েছে। কুষ্টিয়া আমাদের জেলা শহর। তবে আমার কাছে প্রশান্তির জায়গা ঐটাই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1909176181737615618?t=LjYjh3XWxpNqWJtXVD1Q4w&s=19
https://x.com/Emon423/status/1909176412692738093?t=WP1r7ernwsdVeFtiMl-iYA&s=19
https://x.com/Emon423/status/1909176561896501406?t=KGCbn5OhOYl5cbc4TkaQBw&s=19
https://x.com/Emon423/status/1909176694231212053?t=_3UM1gxjgWRGxyweOLVLeA&s=19
https://x.com/Emon423/status/1909176862787665980?t=FyBBy0CHjhkgW_gDm2jqrQ&s=19
https://x.com/Emon423/status/1909177070405701959?t=V724yBv_p3uyjPuzrSX8yA&s=19
https://x.com/Emon423/status/1909177216287830307?t=cO6FDKo0wZ2PaugZJ-A4Ig&s=19
https://x.com/Emon423/status/1909177451315699876?t=q38YT6ZGgbi_08Mcfgiy5g&s=19
https://x.com/Emon423/status/1909177613329010711?t=qbzaQlIeWs-e1ZsWsaNifA&s=19
https://x.com/Emon423/status/1909177718064709918?t=hRiOSIboCiSmgdFeSumGHw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.