ধৈর্য উত্তেজনার আগুনে শান্তির এক ফোটা জল।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source-https://pixabay.com/photos/thinker-at-a-loss-think-to-play-1294491/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জেনারেল ব্লগ শেয়ার করবো। ধৈর্যধারন উত্তেজনার আগুনে শান্তির এক ফোটা জল।
বিশ্ব আজ এমন এক সময় পার করছে, যেখানে উত্তেজনা, বিভেদ ও প্রতিশোধ পরায়ণতা দিন দিন বেড়েই চলেছে। কোথাও শক্তির মহড়া, কোথাও পাল্টাপাল্টি বক্তব্য, এই শব্দগুলো যেন আমাদের প্রতিদিনের সংবাদে নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অথচ এই অস্থিরতার ভেতরেও এমন একটি গুণ রয়েছে, যা সবকিছুকে ঠান্ডা করতে পারে,শান্তুির বার্তা দিতে পারে। সেই গুণটির নাম ধৈর্য।
ধৈর্য মানেই ছোট কিছু নই, দুর্বলতা নয়। বরং এটি সেই শক্তি, যা হঠকারী সিদ্ধান্ত থেকে আমাদের বিরত রাখার শক্তিশালি অস্ত্র। যা অন্ধ আবেগের রাশ টেনে ধরে যুক্তির পথ দেখায়,শান্তির পথ দেখায়। প্রতিপক্ষ আঘাত করেছে বলেই জবাব দিতে হবে, এই মানসিকতা থেকে বের হয়ে আসার সময় এখনই। কারণ প্রতিশোধের পথ যতটা সহজ, তার ফলাফল ততটাই কঠিন, ততটাই ভয়াবহ।
আমরা ইতিহাস পড়ি, কিন্তু দুঃখের বিষয় আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করি না। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যুদ্ধ কখনও স্থায়ী সমাধান নিয়ে আসে না। যারা যুদ্ধ শুরু করে, তারা নিজেরাও জানে না কবে, কোথায় ও কিভাবে এটি শেষ হবে। একেকটা অহংকারী সিদ্ধান্ত কত শত মানুষের জীবনকে থামিয়ে দেয়, তা বোঝা যায় যুদ্ধ থেমে গেলে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। করার কিছু থাকে না।
আজ যখন আমাদের চারপাশ উত্তেজনায় ভরপুর, তখনই সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য দেখানোর। শক্তি প্রদর্শনের চেয়ে অনেক কঠিন হলো নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি এক ধরনের সাহস, উদার মনের পরিচয়, এক ধরনের বিবেকের জাগরণ, যা আমাদের শিক্ষা দেয় আমরা ভিন্ন চিন্তা করবো, ভিন্ন পথ বেছে নেবো, আমরা ধ্বংস নয়, গড়তে চাই, যুদ্ধ নয়, শান্তি চাই।
ধৈর্য হচ্ছে সেই আলো, যা ঘন অন্ধকারেও পথ দেখায়। যখন উভয় পক্ষই উত্তপ্ত থাকে, তখন ধৈর্যশীল, সংযত একজন মানুষই পারে আলোচনার দ্বার খুলে দিতে। এই গুণটি যদি নেতৃত্ববানদের মাঝে থাকে, তাহলে বড় থেকে বড় সংকটও মোকাবেলা করা সম্ভব। ক্ষতি এড়ানো সম্ভব।
একদিনে কোথাও শান্তি প্রতিষ্ঠা হয় না। এটি ধীরে ধীরে গড়ে তুলতে হয়। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সংলাপ আর সর্বোপরি ধৈর্যের ওপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা হয়। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে এই মূল্যবোধের চর্চা করা। ধৈর্য ধারন করা।
এই মুহূর্তে বিশ্ব যা পার করছে, তা হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু প্রতিক্রিয়া কেমন হবে সেটা আমাদের হাতে আছে, আমরা বুঝতে পারি। আমরা কি উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিবো, নাকি একটু ধৈর্যের মাধ্যমে শান্তির জল ছিটিয়ে পরিস্থিতিকে ঠান্ডা করবো। সেটা আমাদের নিজেদের বেছে নিতে হবে।
আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে শিশুরা যুদ্ধের ভয় নয়, শান্তির স্বপ্ন নিয়ে ঘুমাবে। কান্না নয় হাঁসি দিয়ে চোখের পাতা খুলবে। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, গর্জে ওঠা বারুদ কামানের মাধ্যমে নয়। আমরা চাই এমন একটি ইতিহাস লিখতে, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে পড়বে, আমরা উত্তেজনার মধ্যে থেকেও ধৈর্যধারন করেছিলাম। আমরা শান্তির পথ বেছে নিয়েছিল।
সর্বশেষ কথা হলো, আমরা যেন ভুলে না যাই, ধৈর্য হেরে যায় না বরং ধৈর্যই জয় এনে দেয়, শান্তি এনে দেয়,সুখ এনে দেয়। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
Image Source- https://pixabay.com/photos/stone-tower-balance-meditation-4519285/
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/RamimHa74448648/status/1920138814158455132?t=Yj7eHejQW9pBvVSskbBUAg&s=19
https://x.com/RamimHa74448648/status/1920139060640940428?t=NscXiFW4E55O0ppq0ND0sQ&s=19