দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমার মনের অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি। আমার এখনও ব্লগিং করার মত অবস্থা তৈরী হয়নি। কিন্তু আমার বাংলা ব্লগের সাথে এত ঘনিষ্ঠ হয়েছি যে নিজের মনের অবস্থা টা জানাতে ইচ্ছে করল।

gavel-g026b3e87e_1280.jpg

সোর্স pixabay

আপনারা যারা আমার শেষ পোস্ট পড়েছেন তারা জানেন পেস্ট কন্ট্রোল এজেন্সির ভুলের কারণে আমার দুইজন মামাত ভাই একই দিনে না ফেরার দেশে চলে গিয়েছে। একদম কাছের আপনজন চলে গেলে তার স্মৃতি খুব সহজে মুছে যায় না। সেই স্মৃতি গুলো যেন আরো বেশি মনের মধ্যে নাড়া দিয়ে যায়। এত ছোট ছোট ফুটফুটে দুটি বাচ্চা এভাবে লোভী এবং মূর্খ কিছু মানুষের ভুলের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে এটা মানা যায় না। আমি এতদিন মিডিয়াতে এরকম বা ভিন্ন রকম অনেক খবর পড়তাম, কিন্তু কিছুক্ষণের জন্য মন খারাপ করে দোষী মানুষদের প্রতি ঘৃনা দেখিয়ে পরক্ষণেই আবার ভুলে যেতাম। কিন্তু এইবার যখণ আমারই খুব কাছের মানুষের সাথে এরকম ঘটনা ঘটেছে এখন বুঝতে পারছি যে যারা ভুক্তভোগী তারা কতটা কষ্ট পায়।

কয়েক মাস আগে সেজ মামার বড় ছেলেটার (জাহিন) বার্থডে পার্টি এটেন্ড করেছিলাম। অনেক ঘটা করে পার্টি এরেঞ্জ করা হয়েছিল। আমার সাথে বেশ অনেকক্ষণ গল্প করেছে জাহিন। সে তার বার্থডে স্টেজের থিম দিয়েছিল মানি হায়েস্ট টিভি সিরিজের বিভিন্ন অংশ থেকে নিয়ে। আমিও মানি হায়েস্ট খুব পছন্দ করি তাই দুজনে এই নিয়ে বেশ আলোচনা করেছিলাম। আমাকে সে বলেছিল ভাইয়া আরো এক্সসাইটেড টিভি সিরিজ আসলে তোমাকে জানাব। সেই টিভি সিরিজের নাম আর জানা হলো না।

আর ছোট ছেলে (যায়ান) আরো মিশুক ছিল। শেষ যখণ ওদের বাসায় গিয়েছিলাম আমাকে সব ধরনের খেলনা এবং বিভিন্ন কার্টুন ক্যারেকটার দেখিয়েছে এবং প্রতিটি ক্যারেক্টারের মিমিক্রি করেও দেখিয়েছে। তারপর আমাকে বলল ভাইয়া আমার ইউটিউব ব্লগিং সাইট আছে এবং সেটা সাবস্ক্রাইব করবে। তারপর বলল আমি যতগুলো ভিডিও শেয়ার করব সাবস্ক্রাইব করবে। আমি বাসায় এসে সব ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছি। অনেক সুন্দরভাবে সে ব্লগগুলো করত। এখন আর যায়ান ভিডিও ব্লগ করবে না আর আমার সাবস্ক্রাইব করা হবে না।

এখনো খুব ডিটেইলস জানতে পারিনি কিভাবে কি হল তবে যেই পেস্ট কন্ট্রোল এজেন্সি কাজ করেছে তারা স্বীকার করেছে টাকার লোভে তারা এই কাজ করে। মানে হলো গুদামের বিষাক্ত পোকা মারার কীটনাশক এরা বাসায় স্প্রে করেছিল। এই কীটনাশক ব্যবহার করলে পোকামাকড় একদম ধ্বংস হয়ে যায়। এতে করে এদের পরিচিতি বেড়ে যাবে। যদি কেউ বাসায় এই ধরনের কীটনাশক ব্যবহার করে সেক্ষেত্রে বাসায় তিনদিন কেউ ঢুকতে পারে না। কিন্তু এই পেস্ট কন্ট্রোল এজেন্সি কোন ধরনের পূর্বসাবধানতা দেয়নি শুধু বলেছে চার ঘণ্টা পর বাসায় ঢুকতে পারবেন। মামারা ছয় ঘণ্টা পর ঢুকেছে কিন্তু তারা ত জানত না যে বিষাক্ত কিছু স্প্রে করা হয়েছে যা তিনদিন পর্যন্ত বাসার ভেতরেই থাকে। আর এভাবেই ধীরে এই বিষাক্ত কীটনাশক সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে দুটি প্রাণ চলে যায়।

আশা করছি এই ধরনের লোভী মানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মিডিয়াতে যখন কিছু খারাপ খবর দেখি তখন একটু খারাপ লাগলেও সাথে সাথে ঠিক হয়ে যায়।কিন্তু কাছের মানুষের এমন খবর মানা যায় না। আর কিছু লোভী মানুষের জন্য আজ হয়তো তরুণ দুটি বাচ্চা অকালে চলে গেল। আসলে আমাদের সবারই সচেতনতা মেনে চলা উচুিত।আল্লাহ যেন আপনার মামাকে এই শোক সহ্যকরার ক্ষমতা দান করে আমিন।

 2 years ago 

অনেক হৃদয়বিদারক একটি ঘটনা। আল্লাহ আপনাদেরকে এই শোক শক্তি দান করুন। আসলে এই ধরনের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাতে করে ভবিষ্যতে এত সুন্দর ফুটফুটে দুটোই বাচ্চার মত। আর কারো জীবন অকালে ঝরে না পড়ে। সত্যি বলতে আপনাকে সমবেদনা জানানোর মত ভাষা আমার নেই । তবে আশা করি ভালো থাকবে ওপারে আপনার মামাতো ভাইয়েরা।

 2 years ago 

খুবই দুঃখজনক ঘটনা। যেদিন এই নিউজ টা দেখেছি তারপর থেকে কোনভাবেই মনে শান্তি পাচ্ছি না।বার বার মনে হচ্ছিলো এরকম ঘটনা যদি আমাদের সাথে ঘটতো তাহলে কিভাবে মেনে নিতাম আরও কত প্রশ্ন মনে আসে।ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি বাচ্চা দুটো যেনো স্বর্গবাসী হয় এবং ওদের বাবা মা কে এই শোক সহ্য করার ক্ষমতা দেন। আপনজন হারানোর ব্যথা ভোলা খুবই কঠিন তারপরও আপনি খুব তাড়াতাড়ি এই কষ্ট কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই প্রার্থনা করি ভাইয়া।🙏🙏🙏😭

 2 years ago 

এই খবরটা আমার পরিবারের কয়েকজন দেখেছিল। কিন্তু আমি দেখিনি। আপনার পোস্ট পড়ে যখন আমার পরিবারের সাথে শেয়ার করলাম,তখন তারা বললো যে এই নিউজটা তারা দেখেছে এবং খুব মর্মাহত হয়েছে। আসলেই এমন দায়িত্বজ্ঞানহীন মানুষদের জন্য দুটি অকাল প্রাণ ঝরে গেল। অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি কখনো না ঘটে। পোস্টটি পড়ে সত্যিই মর্মাহত হলাম। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।