Tilgate park এর অপরুপ সৌন্দর্য || শেষ পর্ব (ফটোগ্রাফি পোস্ট)
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যের টিলগেট পার্কের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আগেই বলেছিলাম বিশাল এলাকা নিয়ে জায়গাটি গঠিত।বিশাল বিশাল মাঠ, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ঘন জংগল যার মধ্য দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, রয়েছে খুবই চমৎকার একটি লেক যেখানে হাঁসেদের খেলা দেখলে মন জুড়িয়ে যায়, এছাড়াও রয়েছে বিশাল এলাকাজুড়ে চিড়িয়াখানা।রয়েছে ছোটখাটো নানান ধরনের রেস্টুরেন্ট।আর রাস্তার চারিপাশে বিশাল বিশাল গাছ, রয়েছে বড় বড় ফুলের গাছ।ইতিমধ্যেই বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার রাইড, জঙ্গলের মধ্যে চমৎকার রাস্তা ও অপরূপ সৌন্দর্যের ফুলের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আপনাদের সাথে লেকের মধ্যে হাঁসের চমৎকার খেলাধুলার ফটোগ্রাফিগুলো শেয়ার করতে যাচ্ছি।আসলে এই পার্কের সবচেয়ে চমৎকার ও আনন্দের পার্ট হচ্ছে এই লেক।খুবই চমৎকার ও স্বচ্ছ পানি। আর এই পানিতে ঝাঁকে ঝাঁকে খেলা করছে হাঁস গুলো।এছাড়াও পানিতে উড়ে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে পাখি।কি অপরূপ সৌন্দর্য যা দেখতে বারবার মন টানে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।
দেখুন পানিতে কত হাঁস সাঁতার কাটছে।
দেখুন কিছু হাঁস আবার উপরে উঠে এসেছে। একটি লোক আবার মজা করে তাদেরকে খাবার খাওয়াচ্ছে।
এখানে দেখুন হাঁসের সাথে তাদের বাচ্চাও রয়েছে, কত কিউট লাগছে দেখতে।
এই হাঁসগুলোও উপরে উঠে এসেছে।
দূরে দেখুন হাঁসের মতো দেখতে সাদা সাদা, এগুলো কিন্তু পাখি। পাখিরাও পানির মধ্যে ডুব দিচ্ছে আবার উঠে যাচ্ছে।
উপরের এই হাঁস দুটি দেখুন জুম করে ছবি নিয়েছি, কত সুন্দর লাগছে।
স্বাধীনভাবে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো।
কত চমৎকার লাগছে লেক দেখতে, তাই না?
এই লেকে কিন্তু বোট ও ভাঁড়া পাওয়া যায়।এর আগে আমরা সকলে মিলে বোট ভাঁড়া করে দারুণ ইনজয় করেছিলাম। মন ভাল করার দারুণ একটি জায়গা। হ্যাঁ বন্ধুরা একে একে শেষ হয়ে গেল আমার টিলগেট পার্কের পর্বগুলো।আশা করি আপনাদের ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

বাহ্ দারুণ তো,পানিতে কতগুলো হাঁস সাঁতার কাটছে। তাছাড়া বাকি হাঁসের ফটোগ্রাফি দেখেও খুব ভালো লাগলো। টিলগেট পার্ক আসলেই খুব সুন্দর। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু সত্যি ই দারুন জায়গা।আমার তো ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।এমন পরিবেশে যেতে পারলে মনটা সত্যি সত্যি ই ভালো হয়ে যায়। লেকের টলটলে পানি,সুন্দর আকাশ আর হাঁসগুলোর খেলা দেখে এমনিতেই দিন কেটে যাবে খুব চমৎকার। ফটোগ্রাফি গুলো শেয়ার করে চমৎকার একটি পরিবেশের চিত্র আমাদের মাঝে শেয়ার করে নিলেন আপু এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Tilgate park এর আগের দুইটা পর্বের ফটোগ্রাফি দেখেছিলাম। বেশ অসাধারণ লেগেছিল। আজকের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল আপু। সত্যি এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হতেই হয়। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।