Tilgate park এর অপরুপ সৌন্দর্য পার্ট-১, (ফটোগ্রাফি পোস্ট)
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজ আপনাদের সাথে অপরূপ সৌন্দর্যের টিলগেট পার্কের কিছু দৃশ্য শেয়ার করতে যাচ্ছি।পার্কটি এত বেশি সুন্দর যে বারবার শুধু যেতে মন চায়। বিশাল এলাকা নিয়ে জায়গাটি গঠিত।বিশাল বিশাল মাঠ, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ঘন জংগল যার মধ্য দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, রয়েছে খুবই চমৎকার একটি লেক যেখানে হাঁসেদের খেলা দেখলে মন জুড়িয়ে যায়, এছাড়াও রয়েছে বিশাল এলাকাজুড়ে চিড়িয়াখানা।রয়েছে ছোটখাটো নানান ধরনের রেস্টুরেন্ট।আসলে বাংলাদেশ থেকে আমাদের এক আত্মীয় (হাজব্যান্ডের কাজিন ব্রাদার) এসেছে তাই তাকে নিয়ে আমরা আর আমাদের ছোট ভাসুরের ফ্যামিলি গিয়েছিলাম এই টিলগেট পার্কে।সেও খুব মুগ্ধ হয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে।এ ছাড়া বাচ্চাদের স্কুল হলিডেতে ফান ফেয়ার ছাড়া কোথাও যাওয়া হয়নি, তাই এই সুযোগটি কাজে লাগিয়ে দিলাম। বাচ্চারাও যাওয়া যাওয়া করছিল কিন্তু সময় ম্যানেজ করতে পারছিলাম না।যাই হোক যেহেতু বিশাল এলাকা, অনেকগুলো ফটোগ্রাফি, তাই এই ফটোগ্রাফিগুলো কয়েকটি পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেন আপনারা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
গাড়ি পার্ক করার জন্য ছিল বিশাল এলাকা তাই আর পার্ক করতে কোন প্রব্লেম হয়নি।
পার্কে ঢুকার পূর্বে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম।দেখুন আকাশ ও চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য কতইনা মুগ্ধকর।
উপরের ফটোগ্রাফিতে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডগুলো দেখতে পাচ্ছেন।
উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন আকাশ, বিশাল সবুজ মাঠ এবং দূরে চমৎকার একটি লেক।এই লেক ই হচ্ছে এই পার্কের আসল সৌন্দর্য।কাছ থেকে যে কিযে অদ্ভুত লাগে তা বলে বোঝাতে পারবোনা।
সবুজ সুন্দর মাঠ ও লেকের চারপাশে অনেক বড় বড় গাছপালা যেগুলো এই পার্কের সৌন্দর্যগুলোকে আরও বৃদ্ধি করেছে।
আজকে তাহলে এতটুকুই। আগামীতে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হবো।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

বাহ! বেশ সুন্দর পরিবেশ তো, বিশাল সবুজ মাঠ, লেক এবং প্রচুর সবুজ গাছ। চারপাশটা আরো বেশী সুন্দর করে তুলেছে। অনেক ধন্যবাদ।
0.00 SBD,
0.26 STEEM,
0.26 SP
আসলেই ভাই অনেক সুন্দর জায়গা, বারবার যেতে মন চায়।
বাংলাদেশ থেকে মেহমান গিয়েছে আর তাকে নিয়ে আপনারা সবাই ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো আপু। এরকম সুন্দর জায়গা গুলোতে ঘুরতে গেলে সত্যিই অনেক ভালো লাগবে। জায়গাটি সত্যিই অনেক সুন্দর।
0.00 SBD,
0.25 STEEM,
0.25 SP
অনেক ধন্যবাদ আপু তোমাকে।
সত্যি ই খুব চমৎকার জায়গা।বাচ্চাদের হলিডে ছিল তাই আরো একটি জায়গা যাওয়ার সুযোগ হলো। ভাইয়ার কাজিন আসাতে এমন চমৎকার একটি জায়গায় গিয়ে সবাই মিলে সুন্দর সময় কাটাতে পেরেছেন জেনে ভালো লাগলো আপু।আকাশ আর আশে পাশের অপরুপ সৌন্দর্য সত্যি ই দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব কাছ থেকে লেকটির সৌন্দর্য আরো বেশী মনোমুগ্ধকর বললেন।ফটোগ্রাফিতেই তো দারুন লাগছে।খুব কাছ থেকে দেখলে তো মন ভরে যাবে প্রশান্তিতে।অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেয়ার জন্য।
0.00 SBD,
0.25 STEEM,
0.25 SP
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোষ্টের মাধ্যমে এত সুন্দর একটি জায়গা দেখে নিতে পারলাম আপু। জায়গাটা এতটা চমৎকার সত্যিই মুগ্ধ করার মত।এরকম জায়গায় ঘুরলে মনটা আনন্দে ভরে থাকবে সব সময়। ফটোগ্রাফিতে এত সুন্দর লাগছে না জানি কাছ থেকে আরও কত সুন্দর।অনেক ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
কী চমৎকার ওয়েদার। কী সুন্দর প্রকৃতি দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। Tilgate park এর ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। জায়গা টা বেশ সুন্দর । ধন্যবাদ আপু আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
বাহ্! টিলগেট পার্ক তো দেখছি খুবই সুন্দর। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। এসব জায়গায় সময় কাটানোর মজাই আলাদা। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।