শেখ রাসেল পার্কে একটু বেড়ানো, সাথে কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আপনারা অনেকেই হয়তো জানেন আমি এখন বাংলাদেশে। আর আনন্দের বিষয় হচ্ছে আমরা সকল ভাই বোন এখন একসাথে রয়েছি আমাদের বাবার বাড়ি ফরিদপুরে।আসলে ভাইবোন সকলে একত্রিত হওয়ার যে আনন্দ তা বলে বোঝাতে পারবো না।বিয়ে হয়ে যাওয়ার পর যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।এভাবে সকলেই একত্রিত হওয়া খুবই কষ্টের ব্যাপার।আর আমি থাকি ইংল্যান্ডে, ওরা সকলেই একত্রিত হতে পারলেও আমি হতে পারি না।নরমালি আমরা সকলেই ভিডিও কলে একসঙ্গে কথা বলে থাকি, কিন্তু ভিডিও কল আর বাস্তব তো আর এক নয়।সকলে একসাথে বসে গল্পগুজব করা যে কত আনন্দের তা আর বলে বোঝাতে পারবো না।আর আমাদের বাচ্চারও খুব এনজয় করছে কারণ অনেকগুলো বাচ্চা একসাথে হয়েছে।সারাদিন খেলাধুলা, মারামারি, কান্নাকাটি সবকিছুই চলছে এখন।সারাক্ষণ ঘরে থাকতে তাদের ভালো লাগেনা, তাই আমরা সকলে মিলে চলে গেলাম আমাদের ফরিদপুরের একটি পার্কে। পার্কটির নাম হচ্ছে শেখ রাসেল পার্ক।খুবই সুন্দর একটি পার্ক, অটোতে আমাদের বাসা থেকে পাঁচ সাত মিনিট সময় লাগে। প্রতিবার যখন বাংলাদেশে আসি তখন বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে ঘুরতে যাই।যাইহোক চলুন তাহলে ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক, আশা করছি আপনাদের ভালো লাগবে।
অনেকগুলো রাইড রয়েছে এখানে।কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পানির মধ্যে চমৎকার এই রাইডটি।এই রাইডটির চারিপাশ খুব সুন্দর ভাবে সজ্জিত করে রেখেছে দেখলেই মন জুড়িয়ে যায়।আমরা যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছিল তাই আর ভালোভাবে বেশিক্ষণ থাকতে পারেনি সেখানে কারণ সন্ধ্যা লাগলেই তারা বন্ধ করে দেয় এই সাইডটি।এরপর বাচ্চারা তিন-চারটি রাইড এ উঠে খুব উপভোগ করল। রাত হয়ে গিয়েছিল তাই বেশি ফটোগ্রাফি আর নিতে পারিনি।এখানে চিড়িয়াখানাও ছিল। চিড়িয়াখানায় ঢুকতে পারিনি কারণ রাত হয়ে গিয়েছিল। প্রতিবার এসে আমরা চিড়িয়াখানায় বাচ্চাদেরকে নিয়ে বেশ উপভোগ করি।
যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই লোকজনের সমাগম খুবই কম ছিল। অবশেষে ঘোরাঘুরি ও বাচ্চাদের উপভোগ শেষে আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গেলাম। বন্ধুরা আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয়েছে! পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ ক্যামেরায় কীভাবে ফুটে উঠেছে, তা দেখে মুগ্ধ হলাম।আপনার পোস্ট দেখে আমারও পার্কে যেতে ইচ্ছা করছে! এমন সুন্দর জায়গা এবং মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরও ট্রাভেল পোস্ট আশা করছি।
বাংলাদেশে এসে তাহলে বেশ ভালোই সময় কাটছে। সবার সাথে আনন্দের কেটে যাচ্ছে দিনগুলো। আমার কাছেও কেমন জানি আনন্দ আনন্দ ফিল হচ্ছে। দোয়া করি আপু বাংলাদেশে কাটানো আপনার প্রতিটি দিন হোক আনন্দ আর সুখের ।
বাবার বাড়িতে সব ভাই-বোন মিলে সুন্দর সময় কাটাচ্ছেন জানতে পেরে অনেক ভালো লাগলো আপু।দেশের বাইরে থাকলে আর ভাই-বোন একসাথে হওয়া যায় না। যারা দেশে আছেন তারা কোন না কোন ভাবে মিলিত হতে পারেন।ফরিদপুর এতো চমৎকার পার্ক আছে যা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভালো লাগলো আপু।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
সবাই একত্রে হয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আর বেশ ভালো সময় পার করছেন সেটাও বেশ আনন্দের। তবে পার্কটি কিন্তু বেশ গোছানো ও সুন্দর। আর ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর হয়েছে। তবে স্ট্যাচু অব লিবার্টি কেনো পার্কে তাই বুঝতে পারলাম না।