ডাই প্রজেক্টঃকাগজের ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।আপনারা জানেন আমি গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছি। ট্রেনের টিকেট না পাওয়া এখনও বাড়িতে অবস্থান করছি।আগামি ২ মের টিকেট পেয়েছি। গ্রামে নেটওয়ার্ক ও বিদ্যুৎ সমস্যার জন্য পোস্ট করার ক্ষেত্রে বেশ সমস্যায় পরতে হচ্ছে। এরই মধ্যে পোস্ট করার চেস্টা করছি। তাই আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে ডাই প্রজেক্ট। আর প্রজেক্টটি কাগজ দিয়ে ফুল তৈরি। আজকের ডাই প্রজেক্ট ফুল তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ ও সাদা কাগজ,গামসহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই ,কিভাবে তৈরি হলো কাগজ দিয়ে সুন্দর একটি ফু্ল। আশাকরি ভাল লাগবে আপনাদের।

flower 17.jpg

উপকরণ

১। রঙ্গিন কাগজ
২।সাদা কাগজ
৩। গাম
৪। মোম রং
৫।কাচি
৬।পেন্সিল

তৈরির পদ্ধতি

ধাপ-১

flower 2.jpg

প্রথমে সাদা কাগজে ফুলের পাপড়ি একে নিতে হবে। ছবির মতো করে।

ধাপ-২

flower 3.jpg

flower 10.jpg

এরপর পাপড়ির কিছু অংশ রং করে নিতে হবে। এভাবে ৫টি পাপড়ি তৈরি করে নিতে হবে।

ধাপ-৩

flower 6.jpg

এরপর দুটো পাতা কেটে নিতে হবে সবুজ রং এর কাগজ দিয়ে।

ধাপ-৪

flower5.jpg

flower 4.jpg

এরপর কেটে নেয়া পাতাটিকে ছবির মতো ভাজ করে নিতে হবে,পাতার শিরা তৈরি করার জন্য।

ধাপ-৫

flower 7.jpg

ফুলের ডাল তৈরি করার জন্য একটুকরো সবুজ রং এর কাগজ কেটে ছবির মতো করে প্যাচিয়ে নিতে হবে।

ধাপ-৬

flower 8.jpg

flower a.jpg

flower 12.jpg

এবার তৈরি করা ফুলের পাতা গাম দিয়ে একটির সাথে আরেকটি লাগিয়ে নিয়ে ফুল তৈরি করে নিতে হবে।

ধাপ-৭

flower 13.jpg

flower 14.jpg

এবার তৈরি করা ডালটির একমাথা কেটে নিতে হবে, ফুলের বৃন্ত তৈরি করার জন্য। কেটে নেয়া ডালটির সাথে গাম দিয়ে,তৈরি করা ফুলের সাথে লাগিয়ে নিতে হবে।

ধাপ-৮

flower b.jpg

তৈরি করা ফুলের পাপড়িগুলো একটি পেন্সিল দিয়ে প্যাচিয়ে বাকা করে নিতে হবে দেখতে সুন্দর লাগার জন্য।

উপস্থাপন

flower c.jpg

flower16.jpg

আজকের কাগজ দিয়ে তৈরি করা ফুলটি আশাকরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Sort:  
 2 years ago 

অপরূপ সৌন্দর্যময় কাগজের ফুল তৈরি করেছেন। সত্যিই এই ফুলটি দেখে আমি ভেবেছি একদম অরজিনাল ফুল। আপনার দক্ষতা অসাধারন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা কাগজের ফুল তৈরি করেছেন তো। আপনার তৈরি করা কাগজের ফুলটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এভাবে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে রঙিন কাগজের এরকম জিনিস গুলো। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই কাজটি সম্পূর্ণ করেছেন। ভালোই লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্রামে গেলে নেটের খুব সমস্যায় পরতে হয়। আমিও বেশ কিছুদিন এই সমস্যায় ভুগেছি। যাইহোক রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। তাছাড়া ফুল তৈরির প্রতিটি ধাপ ও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় নিয়ে ফুলটি তৈরি করেছেন। যার জন্য এত সুন্দর হয়েছে দেখতে।

 2 years ago 

জি আপু গ্রামে থাকার কারনে বেশ সমস্যায় পরতে হচ্ছে পোস্ট করতে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে যেমন পছন্দ করি তেমনি রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে এভাবে যেকোনো জিনিস তৈরি করতে অনেক সময় লেগে যায়। দক্ষতার প্রয়োজন হয় এরকম কাজগুলো করার সময়। খুবই সুন্দর ফুল তৈরি করেছেন ভালো লাগলো দেখে।

 2 years ago 

জি আপু রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেকদিন পর আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাগজের ফুল তৈরি করা দেখতে পারলাম। তবে দেখতে পারলাম আপনার এই পোষ্টের মধ্য দিয়ে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখি অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।