রঙিন কাগজ দিয়ে তৈরি চিঠির খাম অরিগামি||

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।আমার আজকের পোস্টের বিষয় রঙিন কাগজের তৈরি চিঠির খাম অরিগামি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।যদিও এই চিঠির খামের খুব বেশি প্রচলন এখন নেই।তবে একটা সময় ছিল যখন মানুষের যোগাযোগ মাধ্যম ছিল একমাত্র চিঠি।আর সেই চিঠি দেওয়া হতো নির্দিষ্ট একটি খামে করে।আর আমি আজকে আপনাদের মাঝে সেই চিঠির খামের অরিগামি নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে আপনাদের পোস্টটি।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে চিঠির খাম অরিগামিটি তৈরি করেছি, নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

❤️ চিঠির খাম❤️

GridArt_20230906_141633652.jpg


উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কেচি

ধাপ-১

প্রথমে একটি রঙিন কাগজ চতুর্ভুজ আকৃতির করে কেটে নিয়েছি।তারপর দুই দিক থেকে ভাজ নিয়েছি মধ্য অংশে।

IMG20230906135730.jpg

IMG20230906135847.jpg

ধাপ-২

এবার দুই পাশ থেকে দুই অংশ নিয়ে ছবির মতো ভাজ দিয়ে নিয়েছি।তারপর নিচের অংশের ভাজটি দিয়ে নিয়েছি।

IMG20230906135925.jpg

IMG20230906140209.jpg

ধাপ-৩

এবার নিচের অংশের ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

IMG20230906140314.jpg

IMG20230906140407.jpg

ধাপ-৪

এবার খামের ভিতরের দুই অংশ ভাজ করে নিয়েছি ছবির মতো।

IMG20230906140948.jpg

ধাপ-৫

এবার আমার চিঠির খাম প্রস্তুত হয়ে গিয়েছে।

IMG20230906141233.jpg

IMG20230906141240.jpg

IMG20230906141241.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করলেন আপু আপনি। আসলে চিঠির খাম খুবই সুন্দর দেখতে। আপনি রঙিন কাগজ দিয়ে চিঠির খামের অরিগ্যামি তৈরি করে নিলেন। দেখতে তো খুবই অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে খামের অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে একটি চিঠির খাম তৈরি করলেন। দেখেই একেবারে সত্যিকারে চিঠির খামের মতোই মনে হচ্ছে। আমার কাছে রঙিন কাগজে কোন জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে। বেশিরভাগ এরকম জিনিস গুলো তৈরি করতে গেলে ভাজ করতে করতে অনেক টাইম লেগে যায়। কিন্তু আপনি সুন্দরভাবে ধাপে তৈরি করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন আপনি ।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চিঠির খাম তৈরি করেছেন। খামটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করা প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে এটি তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আগে একটা সময় ছিল যখন মোবাইল ফোনের ব্যবহার একদমই ছিল না। আর সে সময় চিঠি ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। আর তখন এই চিঠির খাম গুলো আমরা খুবই দেখতে পেতাম। তবে ইদানিং আর চিঠির খামগুলো তেমন একটা দেখা হয় না। তাই অনেকদিন পরে আপনার পোস্টে রঙিন কাগজের চিঠির খাম দেখে খুব ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে চিঠির খামের অরিগামি করেছেন। এটা তৈরি করতে মনে হচ্ছে বেশি একটা সময় লাগে নি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে রেখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে ।

 2 years ago (edited)

বাহ আপু রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি চিঠি খাম তৈরি করেছেন। খামটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমি এরকম খাম তৈরি করতে পারি না। আজ আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আমি খামটি তৈরি করতে পারব। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপু ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চিঠির খামের খুবই চমৎকার একটা অরিগামী তৈরি করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা যেন একদম সত্যিকারে চিঠির খামের মতোই হয়েছে। চিঠির খাম যদি রংবেরঙের কাগজের হতো তাহলে তো দেখতে ভালই লাগতো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সহজে চিঠির খাম তৈরি করে ফেলেছেন আপু। ছোটবেলায় এরকম খাম তৈরি করে আমরা খেলতাম।আজকে আপনার তৈরি চিঠির খাম দেখে খুবই ভালো লাগছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে কাগজ ব্যবহার করে চিঠির খম তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চিঠির খাম তৈরি করেছে। অনেক আগে সকালে চিঠির মধ্যে সকল তথ্য আদান প্রদান করতো। এখন চিঠির মাধ্যমে তথ্য আদান-প্রদান প্রায় বিলুপ্তের পথে। আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ঠিক বলেছেন চিঠি একদম বিলুপ্তির পথে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।