ক্যানভাস বোর্ড
পোস্টার রঙ
পেন্সিল
তুলি
স্কেল

এই ধাপে আমি ক্যানভাস এর মধ্যে চতুর্ভুজ আকৃতি করে পেন্সিলের সাহায্যে এঁকে নিলাম। তারপর আমি তুলিতে নীল রং নিয়ে উপরের দিক থেকে রং করা শুরু করলাম।
এখানে আমি মাঝের অংশ গোল রেখে অর্থাৎ চাঁদের জায়গা খালি রেখে চারপাশে নীল আর আকাশী রং দিয়ে আকাশটাকে এঁকে নিয়েছি। মাঝের অংশটা সাদা রেখে দিয়েছি।
এখন আমি সবুজ ঘাস আঁকার জন্য তুলিতে সবুজ রং দিলাম এবং এক ইঞ্চি পরিমাণ জায়গায় সবুজ রঙের ঘাসগুলো এঁকে নিলাম।
তারপরে ঘাসের নিচের দিকের অংশে আমি নদী আঁকার জন্য তুলিতে নীল রং দিয়ে পুরো অংশ রং করে নিলাম এবং মাঝখানে ঢেউয়ের জন্য সাদা রং দিয়ে ঢেউগুলো এঁকে নিলাম। এখানে নদীর পাড়ে সবুজ অংশে ঘাস এবং ছোট ছোট গাছপালা রয়েছে।
এখানে সাদা রঙের সাহায্যে আকাশে কিছু মেঘ এঁকে নিলাম।আর চাঁদের অংশে সাদা রঙ করে নিলাম।তারপর আবার কাপলের রোমান্টিক মুহূর্তে দারিয়ে থাকার দৃশ্য আকার জন্য প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলাম।
এরপর আমি কালো রঙ দিয়ে এই কাপলদের রঙ করে নিলাম।দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী লিখে নিলাম।
তারপরে বেগুনী রঙ দিয়ে ধীরে ধীরে এই লিখাগুলো রঙ করে নিলাম।পাশেই দুটি লাভ এঁকে নিলাম। এভাবে আমার অংকন শেষ করে নিলাম।




সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

প্রথমে দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপু দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন।দেখতে অনেক সুন্দর হয়েছে।কালার গুলো অসাধারণ ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে অনেক বেশি আনন্দ লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের পাশাপাশি, সাপোর্ট করে যাওয়ার জন্য।
প্রথমেই দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা। তুলি ব্যবহার করে যে কোন পেইন্টিং করা বেশ কস্টকর। আর ছোট বাচ্চা থাকলে তাতোদ্বিগুন হয়ে যায়। এতো ঝামেলার মধ্যেও যে আপনি পেইন্টিংটি শেষ করতে পেরেছেন সেটাই বিষয়। পেইন্টিংটি বেশ সুন্দর হয়েছে। আরো সুন্দর সুন্দর পেইন্টিং এর অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
জি আপু চেষ্টা করব আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের মাঝে তুলে ধরতে। ধন্যবাদ সুগঠিত একটা মন্তব্য করার জন্য।
প্রথমে দাদা ও বৌদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি দারুন একটি চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার অঙ্কন করা চিত্রটি দারুন হয়েছে। আশা করছি দাদা বৌদির কাছে এই চিত্রটি খুবই ভালো লাগবে। অনেকদিন পর আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো আপু।
অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করে দেওয়ার জন্য ভালো থাকবেন আপু।
নিভৃতকে নিয়েই তো সব ঝামেলা। ও যেন কোনো কাজ করা দেখলে আরও বেশি করেই কান্নাকাটি করে,ঘুমও যেন কোথায় হারিয়ে যায়।যাইহোক তবুও যে সন্ধ্যা বেলায় বসে এতটুকু করতে পেরেছো সেটাই দেখার বিষয়।দাদা আর বৌদির জন্য ভালোবেসে এই উপহার তৈরি করেছো,সেটা দেখে ভালো লাগলো।দাদা এবং বৌদির বিবাহবার্ষিকীতে আমার তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
তারপরও নিবৃতকে তুমি না রাখলে হয়তো এতটুকু করতে আরো কষ্ট হতো অনেক অনেক ধন্যবাদ ।
আপু দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন। বাবু নিয়ে শত ব্যস্ততার মাঝেও আপনি দাদা বৌদির এই দিনটি আপনি স্মরণীয় করে রাখলেন। ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি একেবারে দারুণ রোমান্টিক একটা পেইন্টিং উপহার দিয়েছেন। আসলে নিবৃত এখনো ছোট। এই জন্য ওকে নিয়ে পেইন্টিং করা তো বেশ কষ্টকর। তারপরেও যে আপনি সময় নিয়ে কষ্ট করে করেছেন এটাই ভীষণ ভালো লাগলো। তাছাড়া পেইন্টিংটার কালার কম্বিনেশনও দারুন দিয়েছেন । নিশ্চয়ই দাদা বৌদির ভীষণ পছন্দ হবে আপনার উপহারটা।
আপনার ক্রাপ্টটিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর ও সুগঠিত মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সর্বদায়।
দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি খুবই সুন্দর পেইন্টিং করেছেন। দাদা বৌদির জীবনটা যেন এভাবে ভালবাসায় পরিপূর্ণ হয়ে থাকে সারা জীবন এই দোয়া করি।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।
প্রথমেই দাদা বৌদিকে আমার পক্ষ থেকে, বিবাহ বার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। পেইন্টিংটা এককথায় জাস্ট অসাধারণ হয়েছে। পেইন্টিংটার মধ্যে রোমান্টিসিজম স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। দাদা বৌদি নিশ্চয়ই খুব খুশি হয়েছে, এমন একটা রোমান্টিক দৃশ্যের পেইন্টিং উপহার পেয়ে। অনেক ধন্যবাদ আপু, পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে মন থেকে চেষ্টা করেছি দাদা বৌদিকে খুশি করার জন্য। কেমন খুশি করতে পেরেছি সেটা অবশ্য দাদা বৌদি ভালো জানেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
প্রথমেই দাদা বৌদির বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।তাদের সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে এই কামনা করি।আপনি খুব সুন্দর পেইন্টিং টি করেছেন।কালার কম্বিনেশন জাস্ট ওয়াও।দাদা বৌদি দেখলে অনেক খুশি হবেন এই পেইন্টিং টি।ধন্যবাদ আপু এই পেইন্টিং টি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু, আসলে অনেক ব্যস্ততার মাঝে এটি করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে খুব সুন্দর একটা ছবি এঁকেছেন। আসলে দাদা এবং বৌদি কে আমাদের কমিউনিটি এতটা ভালো বাসে যে এক পরিবার মনে হয়। আর হওয়ারই কথা দাদা আমাদের জন্য যা করেছেন তা নিজের লোকজনও করে না।
একদম ঠিক বলেছেন দিদি। দাদা ও বৌদি আমরা সবাই একই পরিবার এমনই মনে হয় ধন্যবাদ।