মিষ্টি পান ও আগুন পান খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

মিষ্টি পান ও আগুন পান খাওয়ার অনুভূতি

1000008063.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে শুধু মানুষের মুখে শুনি পান খেলে নাকি মুখে আগুন ওঠে। আসলে সামনে কখনো পড়েনি বা খাওয়া হয়নি। তবে সেই দিন পল্লী কবি জসীম মেলাতে আগুন পান দেখে খাওয়ার খুব ইচ্ছে জাগলো। তাই তারাতাড়ি পানের দোকানের সামনে গিয়েছিলাম। সত্যি বলতে যেহেতু আমরা বিকালের দিকে গিয়েছিলাম সেই ক্ষেত্রে মেলায় একটু ভীড় কম ছিল। তবে মিষ্টি ও আগুন পানের বেশ কয়েকটি দোকান রয়েছে। প্রথমে আমরা কয়েক দোকান ঘুরে দেখলাম। দেখি সবাই মিষ্টি পান থেকে আগুন পান বেশি পছন্দ করছে। আসলে আগুন পান খেলে নাকি মুখের ভিতর দিয়ে আগুন ওঠে। এটা দেখার আমার খুব ইচ্ছা। তাই আগে লোকজন খাবে তাই দেখার জন্য বসে ছিলাম। যাই হোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

1000008101.jpg

1000008102.jpg

যেহেতু আগুন পান খাব তাই কয়েকটি দোকান দেখে দেখতে লাগলাম। আসলে পান গুলো দেখে অনেক ভালো লেগেছিল। কিন্তু লোকজন ছিল না বিধায় সেই দোকান থেকে পান খায় নি। আমার খাবার অনেক ইচ্ছে ছিল কিন্তু মনের ভিতরে ভয় কাজ করেছিল। যদি কিছু হয়ে যায়। তাই আর সেই দোকান থেকে পান খাওয়া হয়নি। তবে আমি যেই দোকানে হোক না কেন পান খাব।আসলে অনেক দিন এর সাধনা এই পান খাওয়ার ।

1000008111.jpg

1000008111.jpg

তারপর সামনে পড়ল মিষ্টি পান। আসলে মিষ্টি পান খেতে তেমন ভয় করেছিল না তারপর পান ওয়ালার সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার এক জা এসে উপস্থিত হল মিষ্টি পান খাওয়ার জন্য। তাকে দেখে আমার মনে সাহস হলো। তারপর দুজা মিলে বেশ মজা করে মিষ্টি পান খেলাম। সত্যি মিষ্টি পান খেতে অনেক মজার ছিল। আপনারা চাইলে খেতে পারেন অনেক ভালো লাগে।

1000008063.jpg

1000008063.jpg

যাইহোক মিষ্টি পান খেয়ে মনে অনেক সাহস হলো।তাই জাকে সাথে নিয়ে চলে আসলাম আগুন পান খাওয়ার জন্য। আসলে আমি কখনো আগে আগুন পান খাব না। একজন খাওয়ার পরে দেখব আগুন জ্বলে কিনা তারপর খাব।তবে পান গুলো সাজানো দেখে অনেক ভালো লেগেছে। আসলে মেলাতে উনারা অনেক সুন্দর পরিবেশন করেছে।

1000008064.jpg

1000008065.jpg

তারপর চাচাকে বললাম আপনি দুটি আগুন পান বানান।আসলে আগুন পান বানানো দেখতে বেশ ভালো লেগেছিল।তবে চাচা পানের ওপরে মনে হলো অনেক কিছু দিয়েছে। সত্যি পান বানানো অনেক ভালো। তবে বানানোর পরে চাচা যখন ছোট বোতলের ফোটা দিল তখন অনেক ভালো লেগেছিল দেখতে।তবে কিসের ফোটা দিল বুঝতে পারলাম না। যাইহোক চাচার পান বানানো শেষ হল। এখন খাবার পালা।

1000008067.jpg

1000008069.jpg

পান বানানো শেষ হলে চাচা প্রথমে আমার জাকে পান খাওয়া দিল।তবে কোন আগুন জ্বলে উঠেনি। তখন আমি বললাম তাই বলে আগুন জ্বলে তাহলে জ্বলেনি কেন?তখন আমার চাচা বলল রাত হলে জ্বলতো। তারপর আমার জাকে জিজ্ঞেসা করলাম খেতে কেমন। সে বললো ভালো । তখন আমি না খেয়ে নিয়ে আসলাম, আসলে আমার ভয় লেগেছিল। যাইহোক বাড়িতে এনে সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেয়েছি। খেতে অনেক ভালো ছিল । আশা করি আমার অনুভূত গুলো পড়ে আপনাদের বেশ ভালো লেগেছে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

মিষ্টি ও আগুন পান খাওয়া নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। এখন অনেক বাহারি পানের দোকান চোখে পড়ে। বিভিন্ন মসল্লা দিয়ে মিষ্টি পান অনেক খেয়েছি। কিন্তু আগুন পান খাওয়া হয়নি কখনো। একদিন আগুন পান খেয়ে দেখতে হবে!! আপু, ভালো লাগলো আপনার মিষ্টি পান খাওয়ার সাধনা পুরন হয়েছে। পোস্টের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

জি আপু অনেক দিনের সাধনা পূর্ণ হয়েছে ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হাহাহা পান তাহলে খান নি বাড়িতে এনে সবাই মিলে খেযেছেন ৷ হিহিহিহি
পানের আইটেম দেখে অনেক ভালো লাগলো সুন্দর করে সাজিয়ে একদম ফুলের মতো দেখা যাচ্ছে ৷ তবে আমি মাঝে মধ্যে মিষ্টি পান খাই ভালো লাগে ঠোট মুখ লাল হয়ে যায় ৷

 last year 

ও আচ্ছা আমি খাইনি এই প্রথম খেলাম অনেক ভালো লেগেছিল, ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

হা হা হা 😄
আপনি আগুন পান খাননি এটাই ভালো হয়েছে। দেখা যেতো যদি মুখের ভেতর আগুন জ্বলে উঠলো, তখন ব্যাপারটা কেমন হতো 😜
যাইহোক পানগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় ছিল এবং খেতেও বেশ ভালো বলেছিলেন। আমি কিন্তু পান খাইনা, যাইহোক আপনার পান খাওয়ার অনুভূতি মেশানো পোস্ট বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

সেই ভয়েই পান খাওয়া হয়নি হা হা হা, ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

পান খেতে আমার কাছে বেশ ভালই লাগে। তবে আগুন পান কখনো খাওয়া হয়নি কেমন যেন একটা ভয় লাগে। তবে মিষ্টি পান খেয়েছি এটা বেশ ভালো লাগে। আপু আপনি প্রথমে পান খেতে ভয় পেয়েছিলেন পরে আপনার জা এর সাথে একসঙ্গে খেয়েছেন যেন ভালো লাগলো। ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

 last year 

আমি অবশ্য আজ পর্যন্ত এজাতীয় আগুন পান খাইনি তারপরেও ইচ্ছে রয়েছে কোন একদিন খেয়ে দেখার। এমনিতেই আজেবাজে বাইরের পরিবেশের খাবার তেমন একটা আমার খেতে মন চায় না, এরপরেও এইটা বেশ জনপ্রিয়তা পেয়েছে দেখে মন চায়। ভালো লাগলো সুন্দর একটি ব্লগ দেখে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আমি তো ভেবেছিলাম আপনার কাছ থেকে হয়তো আগুন পান খাওয়ার একটা স্পেরিমেন্ট পাব। কিন্তু আপনি তো দেখছি আগুন পান খান নিই বরং বাড়িতে নিয়ে এসেছিলেন হি হি হি। যখন আগুন পানগুলোতে আগুন ধরে তখনই বেশি ভালো লাগে। আমার নিজেরও এই আগুন পান কখনো খাওয়া হয়নি। আমিও যদি কখনো আগুন পান দেখি অবশ্যই খাওয়ার চেষ্টা করব। মিষ্টি পান খেয়েছিলেন পরবর্তীতে আগুন পান বাড়িতে এসে সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছিলেন জেনে ভালো লাগলো।

 last year 

জি আপু মাঝে মাঝে খেলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 last year 

খুব ভালো কাজ করেছিলেন আপু মিষ্টি পান আগে খেয়ে নিয়ে, সেটা না হলে হয়তো আগুন পান খেতে সাহস পেতেন না। তারপরেও আপনার জা থাকার জন্য আরেকটু সাহসও পেয়েছিলেন, এটা ভালো ব্যাপার। যদিও আমি যেদিন প্রথম পান খেয়েছিলাম আমার গাল পুড়ে গেছিল। সেই দিক থেকে আপনার অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট ভালো। আর এমনিতেও পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, তবে সে ক্ষেত্রে নানা ধরনের মসলা ব্যবহার করে খাওয়া যাবে না।

 last year 

আরে ভাইয়া মাঝে মাঝে খেলে অনেক ভালো লাগে, সব সময় তো আর খাওয়া হয় না।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু, এইবার বাংলাদেশ ঘুরতে গিয়ে মাঝে মাঝে এই পান খেতে গিয়ে আমার প্রায় অভ্যাস হয়ে গেছিল এই পান খাওয়ার । 🤭🤭

Posted using SteemPro Mobile