প্রথম ধাপে আমি পেন্সিল দিয়ে ক্যানভাসের উপরে ফুলসহ ফুলের টব এঁকে নিলাম।

এই ধাপে আমি উপরের অংশে একদম হালকা গোলাপী কালার দিয়ে রঙ করে নিলাম।


এখন আবার গাঢ় ব্রাউন কালার নিয়ে নিচের অংশটা রঙ করে নিলাম।


এই ধাপে কমলা রঙ দিয়ে ফুলের বাইরের অংশ রঙ করে নিলাম।


এই ধাপে হালকা হলুদ আর কমলা রঙ দিয়ে ফুলের ভিতরের অংশ রঙ করে নিলাম।আবার বড় যে ফুলটা আছে সেটা রঙ করলাম।


এখন কিছু পাতা আর কান্ড এঁকে নিলাম সবুজ এবং হলুদ রঙ মিলিয়ে।কিছু পাতাও এঁকে নিলাম।


এখন বাকি যে পাতাগুলো ছিল সেগুলো রঙ করে নিলাম।তারপর টবটাকে হালকা বেগুনী কালার দিয়ে রঙ করে নিলাম।

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।ফুলের টবে কিছু ফুল নিয়ে একটা ক্যানভাস পেইন্টিং।








সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব অসাধারণ সুন্দর। দারুণ এঁকেছেন আপু।এই আর্ট করতে দক্ষতা ও সময় লেগেছে বোঝা যাচ্ছে ধাপে আর্ট পদ্ধতি আমাদের সাথে সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
পেইন্টিং গুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয় আপু। এজন্যই মূলত করা হয়ে ওঠেনা। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুলের টব সহ ফুলটি কী সুন্দর করে আঁকলেন। আপনার আঁকা সত্যিই অসাধারণ। আমার এই ফুলের টবটি ভীষণ সুন্দর লাগলো। আর এত সুন্দর করে ধাপে ধাপে ছবি দিয়ে পোস্ট করলেন যা দেখে মন ভরে গেল। ভালো আঁকার কদর সব সময়। আপনি আরো ভালো ভালো আঁকা উপহার দেবেন এই আশায় রইলাম।
আগের অনেক আঁকা হতো কিন্তু এখন তেমন একটা করা হয়ে ওঠে না। সামনে সুযোগ পেলে আপনাদের মাঝে পেইন্টিং শেয়ার করব।
ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব এর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আপনার মন্তব্য দেখে,, ভালো থাকবেন।।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যায় আপু। এত সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এখন অনেক সময় পর মাঝেমাঝে করা হয়। আগের মত করা হয়ে ওঠে না।
ক্যানভাসে আর্ট করা যে কোন ধরনের দৃশ্য অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টবের দৃশ্য আর্ট করেছেন। ফুল সহ ফুলের টব টি দেখতে অনেক বেশি বেশি সুন্দর লাগছে। বেশ পারদর্শীকতার সাথে আর্ট টি সম্পন্ন করেছেন।
ধন্যবাদ ভাইয়া আপনাদের উৎসাহ দেখলে আরো বেশি ভালো লাগে।।
ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব এর দুর্দান্ত একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন আপু। পেন্টিং টি এতটাই মনমুগ্ধকর হয়েছে দেখে চোখ সরানো মুশকিল। প্রত্যেকটি ধাপ খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন সাথে বর্ণনা গুলিও দিয়েছেন দারুন ভাবে। যাই হোক চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যটা দেখে বেশ ভালো লাগলো।। ভালো থাকবেন সব সময়।
ফুল এবং ফুলের টব খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। ক্যানভাসের উপর করা আর্ট অসাধারণ হয়েছে।
আর্ট করতে ভালো লাগলেও সময় পাওয়া হয় না,এই জন্যই করতে পারিনা, ধন্যবাদ।
আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ক্যানভাসের উপস্থিত রমজান করে দেখিয়েছেন। এমন সুন্দর চিত্র অংকন আমার কাছে খুব ভালো লাগে। একদম মন ছুয়ে যাওয়ার মত ছিল আপনার এই চিত্র। এক কথা বলতে গেলে অসাধারণ হয়েছে কিন্তু।
ধন্যবাদ ভাইয়া তবে আপনার মন্তব্যটা একটু দেখবেন কারণ কিছুটা ভুল রয়েছে।
ক্যানভাসের উপর সহজ ভাবেই আপনি সুন্দর দেখতে ফ্লাওয়ার ভাস এঁকে নিয়েছেন। রংয়ের কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ব্রাশের স্ট্রোকগুলো সামান্য দেখা গেলেও খারাপ লাগছে না।
শেষের দিকে এসে ছেলেটা ব্যাঘাত ঘটালো তাই এমন হলো।পরে আর কালার ম্যাচ হয়নি।