আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা চারটি আলাদা আলাদা পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। আজকে আমি আবারো পোস্টার রং দিয়ে খুব সুন্দর করে কিছু পেইন্টিং করার চেষ্টা করলাম। আমার কাছে সব সময় নানা ধরনের পেইন্টিং করতে ভীষণ ভালো লাগে। তাই মাঝেমধ্যেই সুন্দর করে যে কোন জিনিস আঁকার চেষ্টা করি। ধৈর্য এবং সময় দিয়ে যেকোনো আর্ট করলে সে আর্ট গুলো দেখতেও সুন্দর হয়। ঠিক তেমনি আজকে আমিও এই চারটি ভিন্ন ধরনের পেইন্টিং করার চেষ্টা করলাম। একটি পোষ্টের মধ্যে চারটি আলাদা আলাদা পেইন্টিং দেখতে আমার কাছে কিন্তু ভালো লাগে। আমি এই পেইন্টিংটি কিভাবে করলাম সেটা সহজ উপায়ে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করলাম। আপনারা সব সময় আমার পেইন্টিং ভীষণ পছন্দ করেন। তাই আজকে আবার এই পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও আমার এই পেইন্টিং দেখে অনেক ভালো লাগবে ।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ মাস্কিং টেপ
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিয়ে নিলাম। তার খাতার চারপাশে চারটি আলাদা আলাদা পেইন্টিং করার জন্য মাস্কিং টেপ সুন্দর করে লাগিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর এক পাশের মাস্কিং টেপ এর চারপাশে সাদা এবং নীল রঙ দিয়ে সুন্দর করে আকাশটাকে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর একপাশে একটি ঘর এবং একটি গাছ চারপাশে আরো কিছু কলা বাদুর পাখি সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর অপর পাশে একই রকম ভাবে মাঝখানে একটি সূর্য সাদা অংশ দিয়ে রং করে চারপাশে নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর পাশে একটি বড় ভুতুড়ে ঘর এবং এবং সূর্য ডাকে হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর কমলা, সবুজ এবং নীল রং দিয়ে সুন্দর করে আরেক পাশের অংশটাকে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর নিচের অংশে কিছু ঘাস কালো রং দিয়ে রং করে মাঝখানে বড় একটি কাকতাড়ুয়া সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর আরেক পাশে একই রকম ভাবে মাঝখানে সূর্য রং করে চারপাশে লাল, কমলা, হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর পাশে একটি বড় গাছ এবং পাশে বড় বড় দুটি কলা বাদুর পাখি সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
এভাবে চারটি আলাদা আলাদা পেইন্টিং সুন্দর করে বিভিন্ন কালারের রং দিয়ে একসাথে ধাপে ধাপে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি সুন্দর করে কয়েকটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1904515135584276546?t=177XUTxEt-bj9c8ZW3cjRA&s=19
https://x.com/bdwomen2/status/1904517256660549844?t=UDdJBu57WqPWdXosg0Oh6w&s=19
https://x.com/bdwomen2/status/1904518158620487773?t=-bUkZ8eUnpJzAo1Ycd8wkg&s=19
https://x.com/bdwomen2/status/1904519196891058411?t=4Gaa8CECVaH4BzWtl2EY3w&s=19
https://x.com/bdwomen2/status/1904516297578500339?t=sRhn5_x4n9oilreizFm5Eg&s=19
https://x.com/bdwomen2/status/1904520260965031958?t=uDXrLl5j9SdsY583UOFrEA&s=19