পেইনকিলার যখন ভরসা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষের শরীর এমন একটা জিনিস যেটা ভালো না থাকলে কোনো কিছুই আর মানুষের ভালো লাগে না। কারণ আমাদের যদি শরীর অসুস্থ থাকে। তাহলে একটু খেয়াল করে দেখবেন যে, আমাদের সামনে যদি আমাদের সবচেয়ে পছন্দের খাবার ও এনে দেয় কিংবা আমাদের কেউ যদি আমাদের সবচেয়ে পছন্দের প্রিয় জায়গাতে নিয়ে যায়। আমাদের তাও ভালো লাগবে না এবং আমরা তা কখনো উপভোগ করতে পারবো না।

ধরুন আপনার অনেক বেশি আইসক্রিম প্রিয়। অর্থাৎ আপনার আইসক্রিম অনেক বেশি ভালো লাগে। কিন্তু আপনার কোনো একটা সময় প্রচন্ড গলা ব্যথা হয়েছে। এবং তখন যদি কেউ আপনাকে আইসক্রিম অফার করে। তখন কিন্তু আপনার ভালোলাগার বদলে উল্টো রাগ হবে। এটাই বুঝাতে চাইছি যে, শরীর এর সুস্থতা কতোটা গুরুত্বপূর্ণ।

আর আমি আসলে আজকে নিজের কথা বলতে এসেছি। অর্থাৎ নিজের দুঃখের কথা। কারণ আমি বর্তমানে বলা চলে পেইন কিলার এর উপরে বেঁচে রয়েছি। কারণ আমার মাসেলের সমস্যা দেখা দিয়েছে। একেবারে হঠাৎ করে পেশীতে টান লাগছে। যার কারণে কাজ করতে অনেক বেশি সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে এর প্রভাব পরছে অনেক বাজে ভাবে। অর্থাৎ আমি চলাফেরা পর্যন্ত ঠিকভাবে করতে পারছি না। আর যারা পেইন কিলার খায়। ওরা খুব ভালো করেই জানে যে ওদের পরবর্তীতে অনেক রকমের সমস্যা হয়।

সে সাথে অতিরিক্ত পেইনকিলার আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল্প করে দিতে পারে। অর্থাৎ এটা একেবারে সাইন্টিফিকালি প্রুভেন। শুধু তাই নয়, আমরা অতিরিক্ত পেইন কিলার খাই বাধ্য হয়ে। কিন্তু এই যে আমি যে পেইন কিলার খাচ্ছি। এটাতে আমার লাভ হচ্ছে কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে, অনেক বেশী ক্ষতি। যে ক্ষতি বলা চলে একেবারে অপূরণীয়। কারণ পেইন কিলার একেবারে ভালো কিছু নয়। কারণ আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে। যে একটু অসুস্থ হলেই পেইনকিলাব খেয়ে ফেলে। আমি তাদের উদ্দেশ্যেই এই পোস্টটি লিখলাম। অর্থাৎ যখন তখন পেইন কিলার খাবেন না কারণ এটা জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ।

ABB.gif