অন্যের জায়গায় নিজেকে বসাই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সব সময় আসলে নিজের দিকটা বেশি চিন্তা করতে পছন্দ করি। অর্থাৎ ধরুন কোনো একটা ঘটনা ঘটলো এবং দুই পক্ষ থেকেই হয়তো কোনো না কোনো খারাপ ব্যাপার হয়ে গেলো। অর্থাৎ মিস লিডিং যাকে বলে। এখন আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে, আপনার দোষ থাকলেও আপনি সবসময় আপনার সামনের জনের দোষ খুঁজে বের করার চেষ্টা করছেন। অর্থাৎ কোনো কাজ দুজনের দ্বারা নষ্ট হলেও সব সময় আমরা চাই একে অপরকে দোষারোপ করতে। অর্থাৎ নিজের দোষটাকে ধামা চাপা দিয়ে, ভুলে গিয়ে, আমরা সবসময় অন্যের দোষ দেই।

ব্যাপারটা কিন্তু এমন নয় যে, আমরা নিজেদের দোষ লুকিয়ে রাখি। ব্যাপারটা ঠিক এমন হয় যে, আমরা নিজেদের দোষ কোনোভাবে দেখতে পাই না এবং সব সময় অপরের দোষ দেখতে পাই। আসলে এই ব্যাপারটি হলো সব সময় আমরা অন্যের জায়গায় নিজেকে বসাই না। সে কারণে অর্থাৎ আমরা সব সময় নিজের জায়গা থেকে নিজের নজর থেকে ব্যাপারটিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি কোনো ব্যাপার খুব সূক্ষ্মভাবে এবং স্পষ্টভাবে বিশ্লেষণ করতে চাই। তাহলে প্রথমে অন্যের জায়গায় নিজেকে বসাতে হবে এবং তারপরে তার জায়গা থেকে ওই ব্যাপারটি নিয়ে একটু চিন্তা করতে হবে।

এর পরে আসলে আমরা ওই ব্যাপারটির আসল বিশ্লেষণ টা করতে পারবো। কারণ ওই যে বললাম, আমরা অন্যের জায়গায় নিজেকে বসাইনা বলেই অন্যের মতো করে ভাবতে পারি না। তাই যেকোনো ব্যাপারে জাস্টিস যদি প্রয়োজন হয়। তাহলে আসলে সব সময় অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ওই ব্যাপারটি দেখতে হবে। ওই ব্যাপারটি নিয়ে আলোচনা করতে হবে এবং ওই ব্যাপারটির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তা না হলে আসলে আমরা সব সময় নিজেদের পক্ষ থেকেই একটি ব্যাপার ঘোষণা করে দেই, একটা রেজাল্ট ঘোষণা করে দেই। যেখানে হয়তো অন্যের দোষ তুলে ধরা হয়। কিন্তু হয়তো সেই জায়গায় আমাদের দুই পক্ষের দোষ ই থাকে।

ABB.gif

Sort:  
 last month 

এই ব্যাপারে আমিও আপনার সাথে সহমত প্রকাশ করলাম। হ্যাঁ যেকোনো ব্যক্তির সাথে যদি কোন ঝামেলা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজের দোষ কখনোই দেখতে পাবেন না বা নিজের ভুল কখনোই উল্লেখ করবেন না আপনার বিপরীতে যে ব্যাক্তি থাকবে বারবার শুধু তার ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মূলত নিজের অবস্থান থেকে সবসময় নিজেকে সঠিক মনে হয়।

 last month 

এটা চরম বাস্তবতা আমরা অনেক সময় নিজের ভুল বুঝতে না পেরে অন্যকে দোষারোপ করি। নিজেকে সবসময় ঠিক মনে করে অপরের দোষ খোঁজার প্রবণতা আমাদের মধ্যে বেশি থাকে। কিন্তু সত্যিকারের ন্যায়বিচার করতে হলে, অন্যের অবস্থান থেকে চিন্তা করতে হবে। যদি আমরা অন্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করি, তাহলে সঠিক বিশ্লেষণ করতে পারব। তাই ন্যায্য সিদ্ধান্ত নিতে হলে শুধু নিজের না, অন্যের দিক থেকেও বিষয়টি ভাবা উচিত।সুন্দর একটি বিষয় আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ।