অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি চশমার অরিগ্যামি তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি চশমার অরিগ্যামি তৈরি।
আসলে এত এত জিনিস তৈরি করেছি , এখন তৈরি করতে গেলে কিছু খুঁজেই পাই না। তারপরেও চেষ্টা করি নতুন নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। এর আগে আমি কখনো চশমা তৈরি করিনি। তাই ভাবলাম এটাই তৈরি করি। চশমাটা তৈরি করার পর কিন্তু একদম দারুণ লাগতেছিল। আর এটা তৈরি করার সময় মেয়েটা আমার সাথে দাঁড়িয়ে ছিল। ফটোগ্রাফিটা শেষ করেই সাথে সাথে নিয়ে চোখে দিয়ে মজা করতে শুরু করলো। তখন ওর কিছু ফটোগ্রাফি করে নিলাম। আসলে ছোট বাচ্চারা এই ধরনের জিনিস গুলো পেলে খুবই খুশি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর কাগজটাকে এক কোনা থেকে ওই কোনা পর্যন্ত ভাঁজ করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি এই অংশটাকে আরো একটা ভাঁজ করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি আর একটা ভাঁজ দিয়ে চিকন করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে সামনের অংশে কোন করে ছোট্ট একটা ভাঁজ করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি এক পাশের অংশটাকে সামনের দিকে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৭ :
একই রকম ভাবে অপর পাশের অংশটাকেও ভাঁজ করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

মামুনিকে সুন্দর লাগছে কাগজের তৈরি চশমা পড়ে।দারুন বানিয়েছেন আপু রঙ্গিন কাগজের তিন তিনটি চশমা বানিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ভীষণ চমৎকার চশমা গুলো।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে চশমা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
ভিন্ন ভিন্ন কালারের কয়েকটা চশমা তৈরি করার চেষ্টা করেছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না কেন দেখতে দারুণ লাগে। আমিও রঙিন কাগজ দিয়ে চশমার এই অরিগ্যামি বানিয়েছিলাম। আজ আপনার চশমার অরিগামি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে বেশি ভালো লাগছে নাশিয়া চশমাগুলো পেয়ে অনেক খুশি হয়েছে।
আমার তৈরি করা অরিগ্যামি এতটা সুন্দর হয়েছে শুনে খুশি হলাম।
একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে এত জিনিস তৈরি করা হয়েছে যে এখন নতুন কিছু চিন্তা করতে গেলেই অনেক সময় লেগে যায়। যাই হোক আপনার আজকের রঙিন কাগজের চশমা গুলো বেশ সুন্দর হয়েছে। এই চশমা অনেক আগে আমিও বানিয়েছিলাম। কয়েক কালারের বানানোর কারণে বেশি ভালো লাগছে দেখতে।
এই চশমা আপনি ও এক সময় বানিয়েছিলেন শুনে ভালো লাগলো।
রঙিন কাগজ ব্যবহার করে দারুন চশমা তৈরি করেছেন। আমিও ভাবছি কিছুদিন ধরে এরকম চশমা তৈরি করব ইউটিউবে দেখছিলাম। আজকে আপনার পোস্ট দেখে শিখে গেলাম। নাশিয়াকে চশমা পড়ে বেশ ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সময় পেলে অবশ্যই তৈরি করার জন্য চেষ্টা করবেন।
চশমা গুলি ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে চমৎকার দেখাচ্ছে। বাচ্চাটির চোখে তো দারুন মানিয়েছে। আমি অবশ্য তৈরি করেছিলাম এরকম চশমা। তবে অরিগামীতে সবথেকে গুরুত্বপূর্ণ হল সঠিকভাবে ভাজ দেওয়া। আপনি আপনার শিল্পকর্মের দারুন দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করছি আগামীতে এরকম আরো চমৎকার সব অরিগামি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন।
সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম চশমা গুলো।
আপু আপনি কিন্তু দারুন দারুন অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজও দারুন একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করলেন। যদিও এমন রঙিন চশমা চোখে পড়লে দুনিয়ার কিছুই দেখা যাবে না তুবুও আমার কাছে দারুন ভালো লেগেছে।
দুনিয়ার কিছু দেখে আর কিইবা হবে। যাই হোক দারুন লেগেছে শুনে ভালো লাগলো।
ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে দারুণ একটি চশমার অরিগ্যামি তৈরি করছেন আপু। এইরকম অরিগ্যামি পোস্ট গুলো দেখলে খুবই ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ধাপে ধাপে তুলে ধরলাম যেন আপনারাও চাইলে এই চশমা তৈরি করতে পারেন।
আর কি কি বানানো যায় আপু কাগজ মুড়ে মুড়ে? আপনি সত্যিই অসাধারন । আর চশমাটা আপনার বানানোর থেকেও বেশি সুন্দর লাগছে মেয়ের হাসি মুখে ধরে থাকার দৃশ্য। আসলে সন্তানের আনন্দ ও খুশির কাছে সবই মলিন লাগে। আপনার অরিগ্যামি তে দারুণ দক্ষতা।
আমার মেয়ে তো অনেক খুশি হয়েছিল এই চশমা গুলো পেয়ে।
https://x.com/TASonya5/status/1883358807499374724?t=zB8R5EoX79sBqR5iLKGgKQ&s=19