অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি নিনজা স্টার।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG-20250123-WA0041.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি নিনজা স্টার।

আসলে এই ষ্টারগুলোর নাম নিনজা এটা শুনে আমি অনেকক্ষণ ধরে হাসলাম। তবে আমি রিচার্জ করে এই নামটা জানতে পেরেছি। ‌ এগুলো মূলত খেলনা হিসেবে ব্যবহার করা হয়। ‌ এটা আমার কাছে দেখে অনেক দারুন লাগলো। তাই জন্য আমি তৈরি করতে বসে পড়লাম। ছোটবেলায় কিন্তু আমরা এরকম জিনিস গুলো দিয়ে খেলতে পছন্দ করতাম। নিজেরাই তৈরি করে খেলতে পছন্দ করতাম। কিন্তু এখন আর এইসব জিনিস গুলো দেখা যায় না। এখন তো মোবাইলেই সকল ধরনের গেমস পাওয়া যায়। এইসব জিনিসগুলো একেবারে হারিয়ে গেছে। তবে এগুলো তৈরি করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250123-WA0042.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপরে আমি উপরের অংশ থেকে কোনা করে দুইটা ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0017.jpg

ধাপ - ২ :

এরপরে আমি নিচের অংশটা উপরের অংশে উঠিয়ে একটা ভাঁজ করে নিলাম। এরপর কোনা করে আরো একটা ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0018.jpg

ধাপ - ৩ :

এরপর আমি নিচের অংশটাকে ভিতরের দিকে দিয়ে একটা ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0020.jpg

ধাপ - ৪ :

একরকম ভাবে চারটা ভাঁজ করা তৈরি করে নিলাম।

IMG-20250123-WA0019.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি একটার ভেতরের অংশে আরও একটা দিয়ে দিলাম।

IMG-20250123-WA0021.jpg

ধাপ - ৬ :

এভাবে আরও দুইটা অংশ ভেতরের দিকে দিয়ে চারটা অংশকে চার দিক থেকে চেপে জোড়া লাগিয়ে নিলাম। এটা গাম ছাড়াই জোড়া লাগানো হয়ে যাবে।

IMG-20250123-WA0022.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250123-WA0044.jpg

IMG-20250123-WA0045.jpg

IMG-20250123-WA0043.jpg

IMG-20250123-WA0041.jpg

IMG-20250123-WA0042.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 months ago 

অনেক সুন্দর একটি নিনজা স্টার তৈরি করেছেন আপনি রঙিন কাগজ ব্যবহার করে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে নিখুঁতভাবে ধাপে ধাপে এই নিনজা স্টার তৈরি করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে আপনার ধৈর্য অনেক বেশি। এ ধরনের অরিগ্যামি তৈরি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধৈর্য ধরে কোনো কিছু করতে আমার অনেক ভালো লাগে। কারণ যেখানে ধৈর্য আছে সেখানে সেই কাজটা অবশ্যই বেশি সুন্দর হয়।

That is amazing 👏

 2 months ago 

Screenshot_2025-02-07-09-26-21-95_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-07-09-24-37-00_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 months ago 

এটা একেবারে পুরানো দিনের স্মৃতি মনে করিয়ে দিল ।ছোটবেলায় যখন নিজেদের হাতে তৈরি করা খেলনা দিয়ে খেলতাম, তখন যেমন আনন্দ পেতাম, ঠিক তেমনই আজকে আপনার নিনজা স্টার তৈরি দেখে আবার সেই অনুভূতিটা ফিরে পেলাম। আধুনিক যুগে মোবাইল গেমসের সমার্থক হয়ে গেলেও, এই ধরনের সৃজনশীল কাজগুলো সত্যিই হারিয়ে যেতে থাকা সাদাসিধে আনন্দের মাঝে অন্যতম। আপনার পোস্টটি সত্যিই অনেক ভালো লাগলো, এমন কাজে সবাইকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গিয়েছে শুনে ভালো লাগলো।

 2 months ago 

আপু কমেন্ট করতে যেয়ে হাতে ভুল করে চাপ লেগে ডাউনভোট লেগে গিয়েছে।রঙিন কাগজ দিয়ে তৈরি নিনজা স্টার আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে ।এগুলো তৈরি করার পর অনেক ভালো লাগে ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 2 months ago 

আমার তৈরি করা নিনজা স্টার অনেক সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে নিনজা স্টার তৈরি করেছ আজকে। তোমার তৈরি করা নিনজা স্টার গুলো দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম নিনজা স্টার তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে নিনজা স্টার গুলো।

 2 months ago 

মুগ্ধ হওয়ার মত সুন্দর করে তৈরি করার জন্য চেষ্টা করেছি এই নিনজা স্টার।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি নিনজা স্টার অরিগামি বেশ চমৎকারভাবে তৈরি করেছেন আপু আপনি। দেখতে বেশ সুন্দর হয়েছে।এই ধরনের অরিগামিগুলো তৈরি করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন। আপু আপনি বেশ ধৈর্য সহকারে অরিগামিটি বেশ সুন্দরভাবে তৈরি করেছেন। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা অনেক কষ্টকর। তবুও সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

নিনজা স্টার গুলো শেষে মিলানো অনেকটা কঠিন এবং ঝামেলার। আপনি আজকে খুব সুন্দর নিনজা স্টার তৈরি করেছেন আপু। আসলে মোবাইল ডিভাইস ছেড়ে এগুলো দিয়ে খেললে বাচ্চাদের আরো ভালো হবে। বিভিন্ন রঙের নিনজা স্টার চমৎকার লাগছে দেখতে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

ভিন্ন ভিন্ন কালারের নিনজা স্টার তৈরি করার জন্য চেষ্টা করেছি। যার কারণে বেশি সুন্দর লাগছে।