
🗣️অরিগামি নিয়ে কিছু কথা🗣️ |
অরিগামি তৈরির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে করি আমি সেটি হচ্ছে সঠিক মাপ এবং সঠিকভাবে ভাজ দেওয়া। এই অরিগামী তৈরির ক্ষেত্রে যদি মাপ ঠিক না থাকে আর ভাজ দেওয়ার ক্ষেত্রে যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। দেখতে তেমন একটা ভালো দেখায় না। আজকে আমি আপনাদের মাঝে একটি রঙিন পেপারের অরিগামী নিয়ে এসেছি।আমার আজকের তৈরি অরিগমিটি হচ্ছে শুভেচ্ছা কার্ড তৈরি।এই শুভেচ্ছা কার্ডটি আপনি যাকে ইচ্ছা তাকে তৈরি করে দিতে পারেন। হাজবেন্ড হলে ওয়াইফ কে দিতে পারেন বা ওয়াইফ হলে হাজবেন্ডকে। সেই সাথে আপনার পছন্দের প্রিয় মানুষটিকেও দিতে পারেন। যাই হোক চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে শুভেচ্ছা কার্ডটি তৈরি করলাম।
🌠অরিগামি তৈরির উপকরণসমূহ🌠 |
•রঙিন পেপার।
•কাঁচি,স্কেল ।
•জেল পেন।

অরিগামি তৈরির প্রক্রিয়া চলমান:-👇
- প্রথমেই a4 সাইজের একটি পেপার কেটে নিয়েছি। আর মাঝ বরাবর একটি ভাজ দিয়ে নিয়েছি।
- এখন মাঝ বরাবর ভাজ দেওয়া দাগটি অনুযায়ী দুই দিকের দুই মাথা দুটিকে, ঐ দাগ অনুযায়ী মাঝখানে মিলিয়ে নিয়েছি। দুই পাশে একইভাবে মিলিয়ে নিবো।
- এখন পুনরায় দুই দিকের মাথাগুলোকে মাঝ বরাবর ভাজ করে দিবো। এরপরে পেপারটি উল্টিয়ে নিবো।
- এখন মাঝ বরাবর দুই দিকের অংশকে মাঝখানে সমান ভাবে মিলিতো করে নিবো।

- এইবার উপরের অংশটিকে নিচের অংশের ভিতরে ঢুকিয়ে দিবো। তাহলে অরিগামি তৈরি সম্পূর্ণ হয়ে যাবে।
🥰ফাইনাল আউটপুট:-👇

- আমি শুভেচ্ছা কার্ডটির উপরে একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এর ভিতরে অনেক কিছু লিখে দিতে পারবেন।




আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰 |


Device | Redmi 12 |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাকে।



Deily task,,
https://x.com/mdetshahidislam/status/1886806096490455211?t=9tLVsTSGxflAh-SOEe3KbA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাইয়া ঠিক বলেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে গেলে কাগজের ভাজ যদি সুন্দর করে হয় তাহলে সেই জিনিসটাও বানাতে সহজ হয়ে যায় ও বানানোর পরে দেখতেও অনেক সুন্দর লাগে। আজ আপনার শুভেচ্ছা কার্ডটি দারুণ হয়েছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অরিগ্ৰামি বানাতে অনেক দক্ষ। আপনার শুভেচ্ছা কার্ডটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তো আপনার বড় বোন আমাকে এরকম একটি কার্ড বানিয়ে উপহার দিয়েন হিহিহি।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার প্রতিটি অরিগমি পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন। আপনার তৈরি করা কার্ডটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি পর্যায়ক্রমে তৈরি করে শেয়ার করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সময় সুযোগ পেলে রঙ্গিন কাগজ দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করতে খুব ভাল লাগে। তবে যথেষ্ট সময় দিলে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আপনি খুব সুন্দর একটি গিফট কার্ড তৈরি করে নিলেন। এত সুন্দর করে ডিজাইন করার কারণে খুব সুন্দর দেখাচ্ছে। সুন্দরভাবে প্রসেস গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলোকে এই ধরনের শুভেচ্ছা কার্ড দিয়ে মনের কথাগুলো শেয়ার করতে পারি তাহলে তারা অনেক বেশি খুশি হবে। কেননা বাস্তব জীবনের অনেক কিছুই কিনে দেওয়ার থেকে নিজের হাতে তৈরি করে দেওয়া কিন্তু অনেক বেশি ভালো দেখায়। আপনি খুব সুন্দর ভাবে এই গিফট কার্ড তৈরির প্রত্যেকটি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে যেমন ভাল লাগে তেমনি তৈরি করার পর দেখতেও চমৎকার লাগে।ছোটবেলায় শুভেচ্ছা কার্ড বানিয়ে বান্ধবীদের দিতাম। তখন হয়তো এত সুন্দর করে কার্ড বানাতে পারতাম না তবে আনন্দ ছিলো বহুত। সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার সম্পূর্ণ প্রসেস সহ ফাইনাল আউটপুট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই ভাইয়া।
ঠিক বলেছেন ভাইয়া অরিগ্যামির মধ্যে সঠিক মাপ ও সঠিক ভাঁজ দিতে পারলে অরিগ্যামি সুন্দর হয়। একটা ভাঁজ ভুল হলে সেই অরিগ্যামি তৈরি করা খুবই কঠিন হয়ে পড়ে। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ ভাঁজ দিয়ে যেকোনো অরিগ্যামি বানালে তা দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার তৈরি শুভেচ্ছা কার্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। এতো চমৎকার শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি আজকে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে এবং শেয়ার করেছেন। আপনার কার্ড অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।