অরিগ্যামিঃআপেল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৬ই আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি আপেলের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই আপেলটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন আপেলের অরিগ্যামিটি।আর বেশ কম সময়েও বানানো যায় আপলের অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর। পাতা দেয়ার কারনে আপেলটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে ্লাল রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক, আপেল এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর কাগজ।
২।গ্লু
৩।কাঁচি
আপেল এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি আপেল এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
ভাঁজের অন্য পাশের কাগজ সমান করে ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
দু'পাশের কাগজ ছবির মতো করে কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার প্রতিটি কোনা ছবির মতো পরপর করে ভাঁজ করে নিয়ে আপেল এর অরিগ্যামিটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার আপেলটিকে উল্টিয়ে নিয়েছি। উপরের দিকে ডাল লাগানোর জন্য কিছুটা অংশ কেটে ভাঁজ করে দিয়েছি।
ধাপ-৭
খয়েরি রং এর কাগজ ডালের শেপ এ কেটে নিয়েছি।
ধাপ-৮
সবুজ রং এর কাগজ কেটে পাতা বানিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার ডাল ও পাতা বানানো আপেলের অরিগ্যামির সাথে গাম দিয়ে লাগিয়ে অরিগ্যামি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো আপেল এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ২০শে জুন, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি আপেল তৈরি করেছেন। আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। কাগজ এত সুন্দর ভাঁজ করে করে আপনি এই আপেলের অরিগামিটি তৈরি করেছেন যা দেখতে একদম আপেলের মতনই লাগছে। ভীষণ সুন্দর করে তৈরি করেছেন আপনি এই আপেলের অরিগামী।
অরিগ্যামি মানেই কাগজে ভাঁজের খেলা। তাই কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে আপেলটি বানিয়েছি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
https://x.com/selina_akh/status/1936089885443866940
Upvoted! Thank you for supporting witness @jswit.
link
https://x.com/selina_akh/status/1936072141902168455
রঙিন কাগজ দিয়ে আপনি চমৎকার একটি আপেল তৈরি করেছেন।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। বেশ কিউট লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার বানানো আপেলটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন।
আমারও বেশ ভালো লাগে কাগজের ভাঁজে বিভিন্ন জিনিস তৈরি করতে। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা আপেল তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা আপেল দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামি টা।
অরিগ্যামির ভাঁজ বর্ণনা করা সব চেয়ে বেশি কঠিন। তবুও চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।