অরিগ্যামিঃ মুরগী তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৯ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২৫শে অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। দিন দিন নতুন নতুন অরিগ্যামি তৈরিতে আগ্রহ সৃষ্টি হয়েছে আমার। তাই প্রতিনিয়ত চেস্টা করছি নতুন নতুন জিনিস এর অরিগ্যামি শিখতে। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। এখন অনেক কিছুর অরিগ্যামি বানাতে পারি।আগে কেবল দু'একটি অরিগ্যামি বানাতে পারতাম। আমার বাংলা ব্লগে যুক্ত হবার পর এই আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। যাইহোক আজ একটি মুরগীর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।আমরা সবাই জানি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে কোন কিছু তৈরি করাই হল অরিগ্যামি। আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। আজ আমি এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এই মুরগীর অরিগ্যামি তৈরি করেছি।কাজটি করতে আমার বেশ ভালো লেগেছে। আর কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে নতুন কিছু বানাতে বেশ ভালই লাগে। মুরগীর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ও বিভিন্ন রং সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক ,মুরগীর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।কালো ও লাল রং এর সাইন পেন
মুরগীর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫সেঃমিঃX ১৫ সেঃমিঃসাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি মুরগীর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৪
এবার কাগজের দু'কোনা সমান করে নিয়ে ভাঁজ করে নিয়েছি। ছবির মত করে।
ধাপ-৫
এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার কাগজের একটি ভাঁজ হাতের সাহায্যে টেনে ফাঁক করে ভাঁজ করে নিয়েছি। মুরগীর লেজ বানানোর জন্য।
ধাপ-৭
এবার কাগজের অন্য অংশটি ভাঁজ করে নিয়ে দু;কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়ে মুরগীর ঠোঁট বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
এক টুকরো লাল রং এর কাগজ ঢেউ ঢেউ করে কেটে নিয়েছি মুরগীর ঝুঁটি বানানোর জন্য।
ধাপ-৯
ঝুঁটিটি মুরগির মাথার ভাঁজে ঢুকিয়ে দিয়েছি। সেই সাথে মুরগীর চোখ কালো রং এর সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি। এবং ঠোঁট ও লেজের কিছু অংশ লাল রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি। এবং লেজের অংশ লাল রং এর সাইনে পেন দিয়ে ডট ডট দিয়ে ভরিয়ে দিয়েছি। যাতে মুরগিটি দেখতে সুন্দর লাগে।
উপস্থাপনা
আশাকরি আমার আজকের বানানো মুরগীর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi A-5 |
তারিখ | ২৫শে অক্টোবর ,২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
অরিগ্যামি তৈরি করতে আমারও ভীষণ ভালো লাগে। তবে অনেক সময় আইডিয়া খুঁজে পাই না। আর আপনি তো দেখছি কাগজের ভাঁজে সুন্দর করে মুরগি তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে দেখতে আপু। দারুন লেগেছে আমার।
এটা একেবারেরই ঠিক বলেছেন। তবে আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর নতুন নতুন অরিগ্যামি বানানো শিখছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আইডিয়া দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম।রঙিন কাগজ ব্যবহার করে দারুন মুরগি তৈরি করেছেন আপু। মুরগিটা দেখতে সত্যি অনেক কিউট লাগছে। খুব সুন্দর ভাবে মুরগি তৈরীর প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
এই হল সঠিক অরিগামি। শুধুমাত্র কাগজ ভাজ করে করে দারুন একটি মুরগির প্রতিকৃতি বানিয়ে ফেললেন। প্রতিটি ধাপে খুব ভালো করে লক্ষ্য করলাম কাজটি। অবশেষে একেবারে নিখুঁত একটি মুরগি তৈরি হলো। শুধু একটি কথা বলার আপু। কয়েকটি জায়গায় div মার্কডাউন শেষ করতে ভুলে গেছেন, তাই সঠিকভাবে সেটি প্রয়োগ হয়নি। এই বিষয়টি একটু দেখে নিন।
ধন্যবাদ দাদা ঠিক করে নিলাম।ঠিক তাই ভাঁজের খেলাই হলো অরিগ্যামি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই রঙিন কাগজের অরিগামী তৈরি করে আমাদের দেখানোর জন্য। বেশ দারুণ হয়েছে আপনার মুরগি তৈরি করা। দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার।
আমি সব সময় চেস্টা করি সুন্দরভাবে পোস্ট উপস্থাপন করার জন্য। তবে আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
কাগজ দিয়ে তৈরি করা মুরগি চমৎকার হয়েছে। আর মুরগির ঠোটের কিংবা মুখের অংশটা একদম অরিজিনালের মত লাগছে। অসাধারণ হয়েছে আপু। আপনার এই পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
লাল রং এর সাইন পেন দিয়ে ঠোঁট এঁকেছি যাতে মুরগীটি দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার তৈরি কাগজের মোরগ অসাধারণ হয়েছে। বিশেষ করে পিছনের ফোটফোট দৃশ্যটার জন্য মোরগের সৌন্দর্য বেশি বৃদ্ধি পেয়েছে। যাইহোক আপনার এত সুন্দর দক্ষতা দেখে ভালো লাগলো আপু।
মুরগীর শরীরের অংশের মধ্যে ভিন্নতা আনার জন্য ডট ডট দিয়েছি। আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
https://x.com/selina_akh/status/1849817957641355375
বেশ কিউট একটা অরিগামি তৈরি করেছেন আপু। মুরগিটাকে বেশ চমৎকার লাগছে দেখতে। বিশেষ করে উপরে লাল অংশটুকু দেওয়ার কারণে খুবই সুন্দর হয়েছে এই অরিগামিটা। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। এত সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমারও তাই মনে হয়। লাল রং এর সাইন পেন ব্যবহার না করলে মুরগীটি দেখতে ভালো লাগতো না। মন্তব্যের জন্য ধন্যবাদ।