অরিগ্যামিঃ বোট তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ৬ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
বোট এর অরিগ্যামি তৈরি ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ২৪ সেঃমিঃ X ১৭ সেঃমিঃ সাইজের এক টুকরো কালো রং এর কাগজ নিয়েছি বোট এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে প্রথমে লম্বাভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ভাঁজ খুলে দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি উভয় পাশের কাগজ।
ধাপ-৩
এবার কাগজটি যে দিকে ভাঁজ করে নিয়েছি। সেই দিকে কোনা করা ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
উল্টো পাশে কাগজের ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখান হয়েছে।
ধাপ-৫
কাগজটিকে যে পাশে ভাঁজ করে নিয়েছি তার অন্য পাশে ছবির মতো পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
অন্য পাশে কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
আবারও দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
প্রথমে যে ভাঁজটি করেছিলাম তা খুলে সমান করে ভাঁজ করে নিলাম।
ধাপ-৯
উপস্থাপন
আশাকরি আমার আজকে বানানো বোট এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ৬ই এপ্রিল, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
খুব সুন্দর একটা বোট তৈরি করেছেন আপু। অরিগামিটা খুবই চমৎকার হয়েছে। তার পাশাপাশি খুব সুন্দর একটা বৈঠা তৈরি করেছেন। সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপনার অরিগামি পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বোট তৈরি করে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
https://x.com/selina_akh/status/1908893245058519497
link
https://x.com/selina_akh/status/1908900447597011440
https://x.com/selina_akh/status/1908874186724155531
https://x.com/selina_akh/status/1908898528522366994
https://x.com/selina_akh/status/1908900051340198095
https://x.com/selina_akh/status/1908899593179541791
https://x.com/selina_akh/status/1908900051340198095
খুব সুন্দর একটি অরিগামে শেয়ার করেছেন আপু। কালার পেপার দিয়ে চমৎকার বোর্ড তৈরি করেছেন। তৈরি পদ্ধতি একেবারেই ভিন্ন ছিল। দেখতে খুব চমৎকার লাগছে। আপনি মাঝে মাঝেই আমাদের সাথে খুব চমৎকার চমৎকার অরিগামি শেয়ার করে থাকেন। প্রত্যেকটি অরিগামি দেখতে বেশ চমৎকার হয়। আজকের বোর্ড তৈরির সম্পূর্ণ প্রসেস চমৎকার ভাবে শেয়ার করলেন।আপনাকে ধন্যবাদ আপু।
অরিগ্যামি বানাতে আমার বেশ ভালো লাগে। তাই চেস্টা করি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে কি চমৎকার বোট বানিয়েছেন। তবে আপনার বানানো বোট কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত কাগজ দিয়ে বোট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমারও বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের অরিগ্যামি বানাতে। তাইতো আমি প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার। ধন্যবাদ ভাইয়া।
ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন।
বাহ বেশ দারুণ তো। এটা বেশ সুন্দর লাগছে। কালো কাগজ দিয়ে বোট টা দারুণ তৈরি করেছেন। খুবই সুন্দর লাগছে। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার অরিগ্যামিটা। ধন্যবাদ আপনাকে।।
আপনার তৈরি করা এই বোট খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর বোট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে এই বোট তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখতে পারলাম যা আর কখনোই দেখা হয়নি৷ একই সাথে যেভাবে আপনি ধাপে ধাপে এটি তৈরি করেছেন অবশ্যই আমিও চেষ্টা করব এটি তৈরি করার৷ যেকোনো বাচ্চারা এটি দেখলে অনেক খুশি হবে৷