অরিগ্যামিঃরঙ্গিন কাগজ দিয়ে কাঁকড়ার তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২২কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৭ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।
আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে কাঁকড়ার অরিগ্যামি উপস্থাপন করবো।আমি চেস্টা করেছি কাঁকড়ার অরিগ্যামিটি সুন্দর ভাবে তৈরি করতে। তাহলে চলুন দেখে নেয়া যাক কাকড়া তৈরির ধাপ সমূহ। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি কাঁকড়ার অরিগ্যামি তৈরিতে হলুদ রং এর কাগজ ও সাইন পেন উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের কাঁকড়ার অরিগ্যামিটি। আশাকরি, আজকের কাঁকড়ার অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১।রঙ্গিন কাগজ
২।সাইন পেন
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ১৮সেঃ মিঃX১৮সেঃমিঃ সাইজের এক টুকরো হলুদ রং এর কাগজ নিয়েছি কাঁকড়া বানানোর জন্য।
ধাপ-২
এরপর কাগজটিকে উভয় দিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৩
কাগজটিকে পুনরায় উভয় দিকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি ও আড়াআড়িভাবে ভাবে ভাঁজ করার পর কাগজটি দেখতে ছবির মতো হয়েছে।
ধাপ-৪
দুপাশের কাগজ ভিতরে ঢুকিয়ে দেয়ার পর কাগজটি দেখতে নিজের ছবির মত হবে।
ধাপ-৫
ছবির মতো করে কাগজটি পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
উপরের দিকের কাগজ চিকন করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
উভয় পাশের কাগজ ভাঁজ করে নিয়ে কাঁকড়ার পা তৈরি করে নিয়েছি।
ধাপ-৮
সব শেষে চোখ এঁকে কাঁকড়ার অরিগ্যামি বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে কাঁকড়ার অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।
পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Redmi Note A5 |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৭ নভেম্বর ২০২৩ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
রঙিন কাগজের যেকোনো কিছু তৈরি করলে এতো ভালো লাগে,তা বলার মতো নয়।দেখতে যেমন ভালো লাগে বানাতেও তেমনি ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে কাঁকড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক তাই আপু রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। সেই সাথে বানাতেও ভালো লাগে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কাগজ দিয়ে কাঁকড়া তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার কাজগুলো আমার খুবই ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপু।
https://twitter.com/selina_akh/status/1721899950592901577
জি অরিগ্যামি হলো কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে সুন্দর একটি অবয়ব তৈরি করা। আমাদের কমিউনিটিতে অনেকটা দারুন দারুন কাগজ দিয়ে মানুষ কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করে থাকে। আজকে আপনি দারুন দক্ষতায় কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন। ভিতরে থাকা দক্ষতাকে কাজে লাগিয়েছেন ভীষণ ভালো লাগলো
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কাঁকড়ার তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতে বেশ চমৎকার লাগে। তবে এটি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হচ্ছে ভাঁজের খেলা। এবং বাঁজগুলো খুব সুন্দর করে উপস্থাপনা হচ্ছে অনেক কষ্টকর। তবে আজকে আপনার রঙিন কাগজের কাঁকড়ার তৈরি অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে রঙিন কাগজের কাঁকড়ার তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাঁজের একটু হেরফের হলে পুনরায় বানাতে হয়। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি দেখতে খুবই ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।
জি আপু রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ আপু।
আপনি হলুদ কাগজ এবং সাইন পেন দিয়ে খুবই সুন্দর একটা অরিগ্যামি পোস্ট উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা কাঁকড়া দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে সেটা আমার কাছে দারুণ লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে বর্নণা দিয়ে কাঁকড়া টি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ্গিন কাগজ দিয়ে কাঁকড়ার তৈরির অরিগ্যামি। আপনার তৈরি রঙিন কাগজের অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
ঠিক তাই রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে তৈরি কাঁকড়াটি দেখতে বেশ কিউট লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।