অরিগ্যামিঃ ডাইনোসর তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে আশ্বিন,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর সেই ব্লগটি হল অরিগ্যামি। আজ একটি ডাইনোসরের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আমার বাংলা ব্লগের বন্ধুরা, আমরা সবাই জানি, কাগজের ভাঁজের খেলা হলো অরিগ্যামি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা। আর তাই আজ কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে ডাইনোসরের অরিগ্যামিটি বানিয়েছি। ডাইনসরের অরিগ্যামিটি বানাতে অনেক ভাঁজ দিয়ে তৈরি করতে হয়েছে। এমন কতগুল ভাঁজ আছে যা বর্ণনা করে বেশ কঠিন তবুও আমি চেস্টা করেছি। সেই সাথে বেশ কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছি,যাতে সকলের বুঝতে সুবিধা হয়। ডাইনোসরের অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ,কালো, ও সাদা জেল পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক। ডাইনোসরের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।কালো ও সাদা জেল পেন
ডাইনোসরের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ২১সেঃমিঃX ২১ সেঃমিঃসাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি ডাইনোসরের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
দু'পাশের কোনা কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। প্লেন বানানোর জন্য যেভাবে ভাঁজ করা হয়।
ধাপ-৪
এবার কাগজের সকল ভাঁজ খুলে উল্টিয়ে নিয়েছি। উলটো দিকে কাগজের ভাঁজ মাঝ ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। উভয় পাশে। যেভাবে ছবিতে দেখান হয়েছে।
ধাপ-৫
এবার কাগজের অতিরিক্ত অংশ আবারও মাঝ দাগ বরা বর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
কাগজের উপরের অংশ কোনা করে ভাঁজ করে নিয়েছি।যেভাবে ছবিতে দেখানো হয়েছে।
ধাপ-৭
এবার ভাঁজ বরাবর উপরের কাগজ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
কাগজের ভাঁজ খুলে কোনা করে ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৯
একইভাবে কাগজের অন্য অংশটিও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১০
মাঝ বরাবর কাগজটি ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-১১
ভাঁজ করা চিকন অংশটি ভাঁজ করে ডাইনোসরের গলা ও মাথা বানিয়ে নিয়েছি। সেই সাথে কাগজের ভাঁজ অংশ পুনরায় ভাঁজ করে পা বানিয়ে নিয়েছি ডাইনোসরের।
ধাপ-১২
এবার কাল ও সাদা জেল পেন দিয়ে ডাইনোসরের চোখ,মুখ,নাক ও দাঁত এঁকে নিয়েছি। আর এভাবেই কাগজের ভাঁজে ভাঁজে বানিয়ে নিলাম ডাইনোসরের অরিগ্যামিটি। সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকের বানানো ডাইনোসরের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi A-5 |
তারিখ | ৪ঠা অক্টোবর ,২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আরে বাহ্, রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর দেখতে ডাইনোসর তৈরি করেছেন তো। আপনার তৈরি করা ডাইনোসর আমার তো অনেক পছন্দ হয়েছে। ভাঁজে ভাঁজে অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধরে এই অরিগ্যামি তৈরি করেছেন, এটা তো দেখেই বুঝতে পারছি। এরকম অরিগ্যামি গুলো তৈরি করার পর উপস্থাপনা তুলে ধরা মুশকিল। কারণ ভালোভাবে বোঝানো যায় না ভাঁজ গুলোর কথা।
ঠিক তাই কাগজের ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। ছবি দেখে বুঝা অনেক সহজ। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1842238674483982604
কাগজ দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিস তৈরি করে থাকি, যা দেখতে খুবই সুন্দর দেখায়। ঠিক আজকেও আপনার তৈরি কাগজ দিয়ে তৈরি ডাইনোসরটি দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দরভাবে রঙিন কাগজ ব্যবহার করে ডাইনোসর তৈরি করে আমাদের শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
ঠিক তাই। রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমার বানানো ডাইনোসরের অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার হাতে তৈরি ডাইনোসরের অরিগামিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে কাগজের তৈরি যে কোনো অরিগামী তৈরি করতে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয় যা আপনি এই অরিগামিটি তৈরি করার মাধ্যমে দেখিয়েছেন । আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে ডাইনোসরের অরিগ্যামিটি উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওড়ি আমি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে ডাইনোসর তৈরি করে দেখিয়েছেন। আপনার এমন সুন্দর ডাই পোস্ট সৃষ্টি করার অভিজ্ঞতা দেখে খুবই ভালো লেগেছে আমার। আসলে রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেখায়। তাদের এই সুন্দর সুন্দর জিনিস গুলো দেখে আমারও খুব ভালোলাগা এবং উৎসাহ জাগে। ঠিক তেমনি আপনার আজকের এই পোস্ট দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু রঙ্গিন কাগজ দিয়ে অনেকেই অনেক কিছু শেয়ার করেন। যা দেখতে বেশ সুন্দর লাগে। তবে আমার বানানো ডাইনোসরটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই ডাইনোসর নিয়ে কৌতূহল অনেক ছোট থেকে। এই কৌতূহল বলে বোঝানো যাবে না। রঙিন কাগজ দিয়ে ডাইনোসর এর অরিগ্যামি টা চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।
ডাইনসোর নিয়ে সবারই কৌতুহল রয়েছে। তবে আমার বানানো রঙ্গিন কাগজের ডাইনোসর যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলেছেন আপু অরিগামী হলো কাগজের ভাঁজের খেলা। আর এই ভাঁজগুলো মাঝেমধ্যে খুবই কঠিন হয়ে যায়। সেগুলো মেলানো যায় না। যাই হোক আপনার আজকের ডাইনোসরের অরিগামিটা কিন্তু চমৎকার হয়েছে। কাগজের কালার খুব সুন্দর সিলেক্ট করেছেন। যার কারণে আরো ভালো লাগছে দেখতে।
ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ডাইনোসর তৈরি করছেন। রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর একটি ডাইনোসর তৈরি করছেন আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।