আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই আমি সবসময় চেষ্টা করি, আমার ক্রিয়েটিভ কাজগুলো তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। বর্তমানে প্রচন্ড গরম পড়ছে সব জায়গায় আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। এই ভাবনা মাথায় রেখেই আজকের ব্লগে তোমাদের সাথে আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেটের অরিগ্যামি তৈরি করে দেখাবো। আমি এখানে দুটি ভিন্ন কালারের ও ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখিয়েছি। তোমাদের আগের একটি ব্লগে আমি জানিয়েছিলাম যে, আমি বর্তমানে বাড়িতে নেই, ট্যুরের জন্য একটু বাইরে এসেছি। তবে কোথায় ট্যু্রে এসেছি, সেই সম্পর্কে যদিও তোমাদের সাথে শেয়ার করিনি। যাইহোক, ট্যুরে আসার পূর্বে বাড়ি থেকেই আমি এই অরিগ্যামি গুলো তৈরি করেছিলাম। বাইরে কোথাও ঘুরতে গেলে এই ধরনের কাজ সাধারণত করা যায় না, সেই জন্যই বাড়ি থেকে এগুলো তৈরি করে এনেছিলাম ট্যুরে আসার পূর্বেই। এ ধরনের কাজগুলো করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। যাইহোক, ট্যুরে আসার পূর্বে আমি চেষ্টা করেছিলাম যথেষ্ঠ সময় দিয়ে এই কাজটি করার জন্য। এই অরিগ্যামি গুলো আমি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।

প্রয়োজনীয় উপকরণ:
●বিভিন্ন কালারের পেপার
●বিভিন্ন কালারের ক্লে
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●স্কেল
●কাঁচি
●আঠা

প্রথম ধাপ
প্রথমে একটি কালার পেপারে স্কেলের সাহায্যে ১২/১৫ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার বিভিন্ন কালারের স্কেচ পেন এর সাহায্যে কিছু চিত্র অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এই ধাপে, কাগজটি চিত্রের মত করে ভাঁজ করে নিয়ে তা আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে প্যাকেটের দুই প্রান্ত জিগজ্যাক করে কেটে নিলাম।
তৃতীয় ধাপ
এখন একটি হলুদ কালারের ক্লে নিয়ে আইসক্রিমের উপরের অংশ তৈরি করে নিলাম। তারপর তার নিচে সবুজ কালারের ক্লে জোড়া লাগিয়ে নিলাম। এরপর আইসক্রিমের কাঠি খয়েরী কালারের ক্লে দিয়ে তৈরি করে নিলাম এবং কালো কালারের ক্লে ছোট ছোট আকারের করে নিয়ে আইসক্রিমের উপরে লাগিয়ে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
চতুর্থ ধাপ
এবার এই ধাপে, প্রথম ও দ্বিতীয় ধাপ অনুসরণ করে আরো একটি ভিন্ন কালারের আইসক্রিমের প্যাকেট তৈরি করে নিলাম রঙিন কাগজ দিয়ে।
পঞ্চম ধাপ
এখন তৃতীয় ধাপ অনুসরণ করে, ভিন্ন কালারের ক্লে এর সাহায্যে একটি ভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করে নিলাম এবং সিলভার কালারের স্কেচ পেন এর সাহায্যে আইসক্রিমের উপরের ও নিচের অংশে ডিজাইন করে নিলাম।
ষষ্ঠ ধাপ
দুটি ভিন্ন ফ্লেভারের আইসক্রিম ও আইসক্রিমের প্যাকেট তৈরির কাজটি সম্পন্ন করে, সবগুলোকে একসাথে রেখে এই ফটো দুটি তুলে নিলাম।



পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরির অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরি অরিগ্যামি শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে মানুষের মাথায় এতগুলো চিন্তা ধারা কিভাবে আসে আমি বুঝেই পাই না। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।
আমার এই পোস্টটি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরি অসাধারণ হয়েছে। সত্যি ভাই আজকে আপনার ডাই পোস্টটি দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই পোস্টটি তৈরি করেছেন। এত সুন্দর লাগছে দেখে যেন সত্যিকারে আইসক্রিমই মনে হচ্ছে।
এত সুন্দর প্রশংসার মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
দাদা আপনি তো দারুন বুদ্ধিমান। ভ্রমনে যাওয়ার পূর্বেই আপনি নিজের জন্য পোস্ট তৈরি করে নিয়ে গেলেন। এমন হওয়াই দরকার। যাই হোক আজ তো দেখছি আরও একটি সুন্দর অরিগ্যামি পোস্ট শেয়ার করছেন। এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে আপনি আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরি করেছেন যে যা দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম।
আপু, আমি আমার কাজগুলো নিয়মিতভাবেই করতে চাই, এই জন্যই কোথাও যাওয়ার হলে তার আগেই সব কাজগুলো আমি গুছিয়ে নিয়ে যাই। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কোথাও যাওয়ার আগে পোস্টগুলো রেডি করে নিয়ে যাওয়াই ভালো। তাহলে সময় মত পোস্ট করলেই হয়। না হলে তো কোথাও গেলে এই কাজগুলো করাই হয়ে ওঠেনা, বিশেষ করে কোন কিছু তৈরি করা। দুইটা ভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করেছেন আপনি, ক্লে এবং রঙিন কাগজ ব্যবহার করে। যেগুলো অনেক সুন্দর হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম আইসক্রিম খাওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছেন, আর আইসক্রিমের ফটোগ্রাফি করেছেন। কিন্তু পরে বুঝতে পারি এগুলো আপনি নিজ হাতে তৈরি করেছেন। প্যাকেটের উপরে ডিজাইন করায় আরো সুন্দর হয়েছে। দুইটা আইসক্রিম ভিন্ন ছিল, যার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে।
এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
আপনার এই মন্তব্যের মাধ্যমে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পেলাম আপু।
কোথাও যাওয়ার আগে নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ। আপনি খুবই বুদ্ধিমানের একটি কাজ করেছেন ভাইয়া। রঙিন কাগজ ও ক্লে দিয়ে খুব চমৎকার করে আইসক্রিমের প্যাকেট ও আইসক্রিম তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। খুবই আকর্ষণীয় একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটা ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি এমনটা সবসময় করি আপু। এটা করলে কোথাও ঘুরতে গেলও কাজের কোন ক্ষতি হয় না। যাইহোক, আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই প্রচন্ড গরমে সবাই ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করে। বিশেষ করে আইসক্রিম যেটা বেশি খেয়ে থাকে সবাই। আমিও মাঝে মাঝে খেয়ে থাকি যদিও আমার ঠান্ডা জাতীয় খাবার খাওয়া নিষেধ। এই প্রচন্ড গরমে লোভ সামলাতে পারি না। আজকে আইসক্রিমের প্যাকেটের অরিগামি তৈরি খুবই সুন্দর ছিল। আমাদের সাথে এই সুন্দর কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার শেয়ার করা এই কাজ টি আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো ভাই। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা আপনার তৈরি করা আইসক্রিমের অরিগ্যামি দেখে তো মনে হচ্ছে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সহজেই যে কোন জিনিস তৈরি করে নিতে পারেন। কাজটি আমার কাছে বেশ নিখুঁত মনে হচ্ছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার এই কাজটা আপনার কাছে নিখুঁত লেগেছে, এটা আমার জন্য খুশির বিষয় আপু। সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকে বেশ দারুণভাবে আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। অসাধারণ ছিল আপনার কাজ। প্রতিটি কাজ কোয়ালিটিফুল। দেখতে ভীষণ দারুন লাগতেছে।
আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার প্রতিটা কাজ আপনার কাছে যে কোয়ালিটিফুল মনে হয়, এটা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।
আপনি কোথায় ট্যুরে গিয়েছেন সে সম্পর্কে জানার আগ্রহ থাকলো ভাই। আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট গুলো সত্যি খুব কিউট লাগছে দেখতে। আর প্রচন্ড গরমের কথা মাথায় রেখে আপনি সঠিক একটি অরিগ্যামী তৈরি করেছেন ভাই। এই গরমে আইসক্রিম যেন একটু স্বস্তির আশ্বাস দেয়। আর আইসক্রিম খেতে আমি অত্যন্ত পছন্দ করি। তাই কিউট আইসক্রিম দুটো দেখে আমার খুব ভালো লাগলো।
আমার শেয়ার করা এই আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট গুলো দেখতে আপনার কাছে খুব কিউট লেগেছে, জেনে খুব ভালো লাগলো দিদি। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর আইসক্রিম এবং আইসক্রিমের প্যাকেট তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশনও বেশ ভাল ছিল। দেখে বোঝা যাচ্ছে, আপনি খুব ধৈর্য সহকারে অরিগ্যামি টি সম্পূর্ণ করেছেন। সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার শেয়ার করা এই অরিগ্যামি আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো আপু।