অরিগ্যামি || রঙিন কাগজ দিয়ে কাঁকড়া তৈরি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি বিষয়টা যে কি, সেই সম্পর্কে আমার অনেক আগে তেমন কোন ধারণা ছিল না। কাগজ বিভিন্নভাবে ভাঁজ করে যে জিনিসগুলো তৈরি করা হয় সেইগুলোকেই যে অরিগ্যামি বলা হয়, এই বিষয়টা অনেক পরে আমি জানতে পারি। আমাদের এই কমিউনিটিতে আমি অনেকদিন ধরে সবার অরিগ্যামি পোস্টগুলো দেখে আসছি। বেশ ভালো লাগে আমার কাছে এগুলো দেখতে। বেশ কয়েক মাস আগে আমি বাড়িতে কয়েকবার চেষ্টাও করেছিলাম এগুলো তৈরি করার এবং মোটামুটি সফলভাবে তৈরি করতে পেরেছিলাম । তবে এইগুলো যে কোনো দিন আমি পোস্ট আকারে শেয়ার করব সেটা ভাবিনি তখন। গতকালকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখার সময় হটাৎ করে এই অরিগ্যামি রিলেটেড অনেক ভিডিও সামনে চলে আসে। এগুলো দেখে আমারও তখন এগুলো করার ইচ্ছা হয়। বাড়িতে রঙিন পেপার কেনাই ছিল তাই তখন বসে যাই এগুলো করতে। এর পর একটু সময় নিয়ে করে ফেলি দুটি ভিন্ন কালারের কাঁকড়া। এগুলো তৈরি করা খুব একটা কঠিন কাজ না। তবে এগুলো পোস্ট আকারে লেখা কিছুটা কঠিন কারণ বিভিন্ন ভাবে ভাঁজ করার বিষয়গুলো আমি কি করে লিখবো সেটা নিয়ে কিছুটা কনফিউজড হয়ে গেছিলাম । যাইহোক ধাপে ধাপে এটি তৈরির পদ্ধতি নিচে আমি শেয়ার করলাম।

InShot_20231127_193159253.jpg


প্রয়োজনীয় উপকরণ:

● দুটি ভিন্ন কালারের রঙিন কাগজ
● মার্কার পেন

InShot_20231127_203856847.jpg


প্রথম ধাপ

প্রথমে একটি রঙিন পেপার থেকে ১৮/১৮ সেন্টিমিটারে কাগজ মেপে কেটে নিতে হবে। এইবার কাগজটিকে মাঝ বরাবর চিত্রের মত করে ত্রিভুজ আকারে দুই বার ভাঁজ করে নিতে হবে।

InShot_20231127_193403839.jpgInShot_20231127_193436053.jpg
InShot_20231127_193536183.jpgInShot_20231127_193614249.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে এসে নিচে শেয়ার করা চারটি স্টেপ এর মত করে কাগজটিকে ত্রিভুজ আকারে ভাঁজ করে নিয়েছি।

InShot_20231127_193707485.jpgInShot_20231127_194539103.jpg
InShot_20231127_194618904.jpgInShot_20231127_194742519.jpg

তৃতীয় ধাপ

এবার দ্বিতীয় ধাপে করা ত্রিভুজটির দুটো কোন, ত্রিভুজের মাঝ বরাবর অর্ধ পরিমাণে ভাঁজ করে নিলাম এবং সেই অর্ধ ভাঁজ করা কোন দুটিকে বিপরীত দিকে উল্টে দিলাম যা চিত্রে দেখানো হয়েছে। এবার অপর দিকে থাকা ত্রিভুজটির কিছু অংশ ভাঁজ করে নিলাম চিত্রের মতন করে।

InShot_20231127_194826083.jpgInShot_20231127_194855249.jpg
InShot_20231127_194930109.jpgInShot_20231127_204807873.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে উপরের ও নিচে থাকা কিছু অংশ ভাঁজ করে নিলাম চিত্রের মত করে।

InShot_20231127_195016014.jpgInShot_20231127_202708354.jpg

পঞ্চম ধাপ

পঞ্চম ধাপে মার্কার পেন এর সাহায্যে কাঁকড়ার দুটো চোখ অঙ্কন করে নিলাম।

InShot_20231127_195303553.jpg

ষষ্ঠ ধাপ

অন্য একটি কালারের পেপার নিয়ে পূর্বের পাঁচটি ধাপ অনুসরণ করে একইভাবে আরেকটি কাঁকড়া তৈরি করে নিলাম।

InShot_20231127_151659688.jpg

সপ্তম ধাপ

কাঁকড়া দুটি তৈরি করা হয়ে গেলে , একটি কে অন্যটির সামনে পিছনে সুন্দর করে বসিয়ে ছবি তুলে নিলাম। এছাড়াও ছোট্ট একটা কাগজের টুকরোতে নিজের নাম লেখে তাদের পাশে রেখে দিলাম। এভাবেই কমপ্লিট হয়ে গেল আমার আজকের কাঁকড়ার অরিগ্যামি পোস্টটি।

InShot_20231127_193306450.jpg


বন্ধুরা, দুটি ভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে তৈরি কাঁকড়া দুটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

বাহ্ চমৎকার কাকড়ার অরিগামি তৈরি করেছেন ভাইয়া।দেখতে কিউট লাগছে অনেক।অরিগামি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপু এই বিষয়টা আমিও পর্যবেক্ষণ করেছিলাম, এটি তৈরি হওয়ার পর খুব কিউট লাগছিল। শেয়ার করা ফটোর থেকে সামনাসামনি দেখতে বেশি কিউট লাগছিলো ।

 last year 

রঙিন কাগজ দিয়ে চমৎকারভাবে কাঁকড়া তৈরি করার চেষ্টা করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই প্রতিভা। এখান থেকে আমিও শিখে গেলাম কিভাবে কাকড়া তৈরি করে দেখাতে হয়। বেশ ভাল ছিল রঙিন কাগজের এই অসাধারণ কারু কাজ।

 last year 

এই জায়গা দিয়ে যখন এটি তৈরি করা শিখে গেলেন, বাড়িতে মাঝে মাঝে এটি তৈরি করে আশেপাশে থাকা ছোট বাচ্চাদের দিয়ে দেখবেন ভাই, তারা অনেক খুশি হবে ।আমার প্রতিভা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

বাহ দারুন তো রঙিন কাগজ দিয়ে আবার কাকড়াও বানানো যায়? আপনার থেকে অনেক সহজেই কাকড়া বানিয়ে ফেললেন। তাও আবার বাড়িতে রাখা রঙিন কাগজ দিয়ে। আপনার কাছে বেশ কঠিনই মনে হয়েছিল প্রথম দিকে। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

এটি তৈরি করা আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়নি আপু। তবে পোস্ট লেখার সময় কাগজগুলো কিভাবে একের পর এক ভাঁজ করেছি, সেই কথাগুলো উল্লেখ করতে গিয়ে কিছুটা কঠিন মনে হয়েছিল।

 last year 

রঙিন কাগজ হোক আর সাদা কাগজে হোক না কেন এই কাগজে ভাঁজ করে অনেক কিছু তৈরি করা যায়। নিজের ইচ্ছা মত কোন কিছু তৈরি করার মজাটা কিন্তু অন্যরকম। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে কাঁকড়া তৈরি করেছেন। আপনাদেরই কাকড়া ডি ভীষণ ভালো হয়েছে। কাঁকড়া তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year (edited)

কাগজ ভাঁজ করে করে সত্যিই অনেক কিছু তৈরি করা যায়। আমি এই কাঁকড়া তৈরি করার পূর্বে একটি বাদুড় তৈরি করেছিলাম কিন্তু সেটি কাঁকড়ার তুলনায় দেখতে কম সুন্দর হয়েছিল বলে সেটা আর শেয়ার করা হয়নি। ধন্যবাদ ভাই, আমার তৈরি করা এই কাঁকড়ার এত সুন্দর প্রশংসা করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কাঁকড়া তৈরি করে ফেলেছেন আপনি৷ আর এই কাঁকড়ার দিকে যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ বাস্তবের কাঁকড়ার মত বোঝা যাচ্ছে এই কাঁকড়াগুলোকে৷ আর আপনি যেভাবে এটিকে ডেকোরেশন করেছেন আপনার ডেকোরেশন করার দক্ষতা অনেক ভালো৷ আর এই কাঁকড়া তৈরির দক্ষতাও খুবই ভালো৷

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর করে গুছিয়ে আমার করা এই কাজটির প্রশংসা করার জন্য। আমার কাজ পরবর্তী ডেকোরেশন করার দক্ষতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই কিউট কাঁকড়া তৈরি করেছেন আপনি। কাঁকড়া গুলো দেখতে অনেক বেশি কিউট লাগছে। তৈরি করার প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

সেটা একরকম ঠিক কথা বলেছেন আপু, কাঁকড়া কিন্তু কিউটই লাগছে!🤭 আমিও তৈরি করার পরে বিষয়টা খেয়াল করেছিলাম।

 last year 

আমারও শুরুর দিকে অরিগামী সম্পর্কে কোন ধারণা ছিল না। এখন অরিগামি গুলো তৈরি করতে ভালই লাগে। ঠিকই বলেছেন এগুলো তৈরি করার থেকেও পোস্টে লেখাটা বেশ কঠিন কাজ। ভাঁজগুলো ঠিক ভাবে বর্ণনা করা যায় না। যাই হোক আপনার কাকড়া দুটিকে খুবই সুন্দর লাগছে দেখতে। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম আরো সুন্দর সুন্দর অরিগামী দেখতে চাই আপনার কাছ থেকে।

 last year 

যে কোনো অরিগ্যামি তৈরি করতে অনেক বার, অনেক প্রকার ভাঁজ দিতে হয় এবং প্রত্যেকবার ভাঁজ সঠিকভাবে উল্লেখ করার কাজটা বেশ কঠিন লাগে আমার কাছে। তারপরও চেষ্টা করেছি ভাঁজগুলো একের পর এক সঠিকভাবে উল্লেখ করার। ধন্যবাদ আপু, আমার শেয়ার করা কাঁকড়া দুটির এত সুন্দর প্রশংসা করার জন্য।

 last year 

আপনি তো দেখছি অনেক সুন্দর করে কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছি। আসলে রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে, তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে খুবই কষ্ট হয়। আপনি কাঁকড়া তৈরি করার পরে দুইটা চোখ অঙ্কন করেছেন। যার কারণে আরো বেশি সুন্দর লাগছে এগুলো দেখতে। দুটি ভিন্ন কালারের কাঁকড়া তৈরি করে পোস্ট আকারে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অরিগ্যামি তৈরি করা আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না। তবে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তুলে ধরার কাজটা কঠিন মনে হয়। যাইহোক আপু, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ইউটিউব ঘটাঘাটি করতে করতে অবশেষে আপনি খুবই চমৎকার একটি রঙিন কাগজের কাকড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ হলাম। রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি কাকড়া তৈরি করে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যদিও এগুলো তৈরি করা একটু কঠিন হলেও যারা তৈরি করায় পারদর্শী হয়ে গিয়েছে তাদের কাছে খুবই সহজ। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আমার শেয়ার করা এই রঙিন কাগজের কাঁকড়া দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন , সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।