অরিগ্যামি- কুকুরছানার মুখের অরিগ্যামি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তবে বেশ কিছুদিন থেকে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিল না। আজকে হঠাৎ করেই মনে হলো কুকুর ছানার মুখের অরিগ্যামি তৈরি করি। তাই আজকে আমি কুকুর ছানার মুখের অরিগ্যামি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
কুকুরছানার মুখের অরিগ্যামি:

কাগজের ভাঁজে যখন নতুন কিছু তৈরি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আর কাগজের ভাঁজে মাধ্যমে নতুন কিছু তৈরি করতেও ভালো লাগে। খুবই অল্প সময়ের মধ্যেই আমি কুকুর ছানার মুখের অরিগ্যামি তৈরি করেছিলাম। অল্প সময়ের মধ্যে যদি দারুন কিছু করা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আমি আমার কাছে থাকা ছোট কাগজের টুকরো কাজে লাগিয়ে সুন্দর করে কুকুরছানার মুখের অংশ তৈরি করেছিলাম। এই কাজটি করতে আমার ভীষণ ভালো লেগেছে। ছোটবেলায় কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা হতো। বড় হওয়ার পর এখন হয়তো সেভাবে তৈরি করা হয় না। তবে মাঝে মাঝে সময় পেলে এখনো তৈরি করার চেষ্টা করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কুকুর ছানার মুখের অংশটি তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
১. কলম।

ধাপ সমূহ:
ধাপ-১


কুকুর ছানার মুখের অংশটি তৈরি করার জন্য প্রথমে কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। এরপর ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২

এবার সুন্দর করে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩


এবার আরো কিছু অংশ ভাঁজ করেছি আর ভাঁজের মাধ্যমে কুকুর ছানার মুখের আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৪


এবার মুখের দিকের অংশে ভাঁজ করেছি আর জিব্বার অংশ তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৫


এবার সুন্দর করে আরও একটি কুকুর ছানার মুখের অংশ তৈরি করার জন্য নিয়েছি।
ধাপ-৬


এবার কলম দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
শেষ ধাপ


এবার কুকুর ছানার মুখের অংশ আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
উপস্থাপনা:

কাগজ ভাঁজ করে নতুন কিছু তৈরি করার পর দেখতে অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করেছি নতুন কিছু করার। মুখের অংশ সুন্দর করে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। আর অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। আপনারা চাইলে এভাবে কুকুর ছানার মুখের অংশ তৈরি করতে পারেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1922631227355378117?t=aR0L7KS2iPaWfZrbtqEE3Q&s=19
https://x.com/Monira93732137/status/1922631759553781927?t=V3Qd2lDlL4blCDLsRY2k-A&s=19
https://x.com/Monira93732137/status/1922632123460006340?t=Ury5gY3fZpgtD_fU9w7bpg&s=19
https://x.com/Monira93732137/status/1922632596950745093?t=YEO9_spr3LAn1vWrFgRhXw&s=19
https://x.com/Monira93732137/status/1922633037264671208?t=6wiMwnCzzhaEgoybQrlfBw&s=19
https://x.com/Monira93732137/status/1922633435320897831?t=OZaN9JY0qyoM1fQXObqTNA&s=19
https://x.com/Monira93732137/status/1922633984783049108?t=93p22svTWhPTll9tZFthTQ&s=19
https://x.com/Monira93732137/status/1922634349083574357?t=I_Ry7LHYU7s1SjrPgHKsQA&s=19
রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে ভালই লাগে। সুন্দর একটি কুকুর ছানার অরিগ্যামি তৈরি করেছেন। দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।
খুব সহজ পদ্ধতিতে সুন্দর এই অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনি সুন্দর করে মন্তব্য করেছেন দেখে অনেক ভালো লাগলো।
কুকুর ছানার অরিগামী দেখে বেশ ভালো লাগলো। আপনি মাঝেমধ্যে খুব সুন্দর করে আমাদের মাঝে অরিগামি তৈরি করে শেয়ার করেন। রঙিন কাগজ দিয়ে এমনিতেও যে কোন জিনিস তৈরি করলে একটু সময় দিয়ে তৈরি করতে হয়। কারণ ভাঁজ দিয়ে তৈরি করতে একটু বেশি সময় লাগে। যাইহোক আপনার তৈরি করা এই কুকুর ছানার অরিগামী দুটি আমার কাছে ভীষণ ভালো লাগলো।
একদম ঠিক বলেছেন আপু মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে এবং শেয়ার করতে ভালো লাগে। আর তাই আমিও চেষ্টা করি আপু।
https://x.com/Monira93732137/status/1922628693811191815?t=wdGsj2TcOyZipmV4rk_wOw&s=19
অরিগ্যামি করা বেশ কঠিন কাজ।তবে আপনি রঙিন কাগজ দিয়ে কুকুরছানার মুখটি সুন্দর ফুটিয়ে তুলেছেন।সত্যিকারের মতোই মনে হচ্ছে, ধন্যবাদ আপু।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু এই কাজগুলো দেখতে যতটা সহজ ততটাই কঠিন। একটু এলোমেলো হয়ে গেলে আর ঠিকভাবে করা সম্ভব হয় না। তবুও চেষ্টা করেছি।
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি কুকুরছানার মুখের অরিগ্যামি তৈরি করছেন আপু। এইরকম অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে। সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো অরিগ্যামি টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে উপস্থাপন করতে ভালো লাগে। তাই ধাপে ধাপে অরিগ্যামি তৈরির পদ্ধতি উপস্থাপন করেছি।
আপনার কুকুর ছানার মুখের অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো বেশ দুর্দান্ত উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপু আপনাকে ডাই পোস্ট শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি কাগজ দিয়ে কুকুরছানার মুখের অংশ সুন্দর করে তৈরি করার। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
কুকুরছানার অরিগামি টি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। অনেক কিউট একটি কুকুরের মুখ তৈরি হয়েছে। কাগজ ভাজ করে যে এত সুন্দর একটি কুকুরের মুখ তৈরি করা যায় সেটা আগে কখনো ভাবি নি। আপনার দক্ষতা সত্যিই তুলনাহীন। ধন্যবাদ অনেক সুন্দর করে আপনি আপনার দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করেছেন।
আমার তৈরি করা অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কুকুরছানার মুখের অরিগ্যামি তৈরি করেছেন।কুকুরছানার মুখের অরিগ্যামিটি দেখে মনটা ভরে গেল! খুবই মিষ্টি আর জীবন্ত লাগছে। আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ।অরিগ্যামিটির আকার এবং প্রতিটি ভাঁজ খুবই নিখুঁত হয়েছে। মনে হচ্ছে যেন একটি সত্যিকারের ছোট্ট কুকুরছানা তাকিয়ে আছে। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে
অরিগ্যামি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি ভাইয়া।