অরিগ্যামি-এক টুকরো কাগজ ভাঁজ করে ঘড়ি তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে আমি ঘড়ির অরিগ্যামি তৈরির পদ্ধতি সবার মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
এক টুকরো কাগজ ভাঁজ করে ঘড়ি তৈরি:



একটু তো কাগজ ভাঁজ করে কাগজের ঘড়ি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আসলে যখন এক টুকরো কাগজ থেকে নতুন কিছু তৈরি করা হয় তখন দেখতে ভালো লাগে। কাগজের ভাঁজে ভাঁজে সুন্দর করে ঘড়ির আকৃতি তৈরি করার চেষ্টা করেছি। এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। যখন ঘড়িটি তৈরি হয়েছে তখন দেখতেও বেশ ভালো লেগেছিল। ঘড়ির উপরের ডিজাইনটা করে নেওয়ার জন্য আমি সুন্দর করে লিখে নিয়েছি। আর ঘড়ির অরিগ্যামি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ঘড়ি তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. কলম।

ধাপ সমূহ:
ধাপ-১


ঘড়ি তৈরি করার জন্য প্রথমে এক টুকরো চারকোনা কাগজ নিয়েছি। এরপর কাগজটি মাঝামাঝি করে ও কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-২


এবার সুন্দর করে আবারও ভাঁজ করেছি। আর ভাঁজের চিহ্ন গুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৩


কাগজের ভাঁজের চিহ্ন অনুযায়ী আবারো কাগজ ভাঁজ করে নিয়েছি আর সুন্দর করার চেষ্টা করেছি।
ধাপ-৪


এবার সুন্দর করে ঘড়ির আকৃতি আনার জন্য আরও লম্বভাবে কাগজ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫


এবার ঘড়ির আকৃতি আনার জন্য কাগজের শেপ তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৬


এবার ধীরে ধীরে আরো কিছু ভাঁজ করেছি। আর ঘড়ির আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৭


এবার ঘড়ির উপরের অংশ তৈরি করার জন্য ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮


এভাবে সুন্দর করে ঘড়ির আকৃতি তৈরি করে নিয়েছি আর ঘড়িটি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৯


ঘড়ি তৈরি হয়ে গেলে এবার ঘড়ির কাঁটা তৈরি করার জন্য কাগজের উপর লিখে নিয়েছি।
শেষ ধাপ

এবার ঘড়ির অন্যান্য কিছু অংশ তৈরি করেছি আর সুন্দর করে ঘড়ির অরিগ্যামি তৈরি করেছি।
উপস্থাপনা:

এক টুকরো কাগজ ভাঁজের মাধ্যমে ঘড়ি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো করতে যেমন ভালো লাগে তেমনি দেখতে ভালো লাগে। তবে যখন এই ঘড়ি তৈরির পদ্ধতি উপস্থাপন করছিলাম তখন বেশ সমস্যায় পড়তে হয়েছিল। কারণ কাগজের ভাঁজগুলো বলে বোঝানো সম্ভব হয় না। আপনারা যদি এভাবে ঘড়ি তৈরি করতে চান তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী করতে পারেন। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আপনারা সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হলাম। আপনি এক টুকরো কাগজ ভাঁজ করে চমৎকার ঘড়ি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে সাদা কাগজের উপর কাঁটা তৈরি করার আইডিয়া দেখে আপনার দক্ষতার পরিচয় পেয়েছি । আপনার জন্য শুভকামনা রইল আপু ভালো থাকবেন।
আমার সৃজনশীলতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। এক টুকরো কাগজ দিয়ে সুন্দর করে ঘড়ি তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।
https://x.com/Monira93732137/status/1808125357331275940?t=QTz2-yAbLCMjvVbGw6Aaxw&s=19
ঘড়ি তৈরি দেখতে খুবই সুন্দর লাগতেছে। হাতে দেওয়ার কারনে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার ঘড়ি তৈরি দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। ছোট বেলায় মেলায় গেলে এধরনের ঘড়ি গুলো কিনে নিয়ে আসতাম। আপনার তৈরি করা ঘড়ি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
আমার তৈরি করা কাগজের ঘড়ি আপনার কাছে ভালো লেগেছে আর হাতে দেওয়ার কারণে আকর্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
আপু আপনার পোস্টটি দেখে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় এমন করে কত যে হাত ঘড়ি বানিয়ে হাতে পড়েছি। আর আজ আপনি সেই রকমের ঘড়ির অরিগ্যামি করে তাক লাগিয়ে দিলেন। দারুন ছিল আপনার বানানো অরিগ্যামি পোস্টটি। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
আমার তৈরি করা ঘড়ি দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়লো জেনে ভালো লাগলো আপু। ছোটবেলায় এই ধরনের জিনিসগুলো সবাই অনেক তৈরি করতো।
বেশ দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি। আপনার সুন্দর এ দক্ষতা সম্পন্ন একটি ঘড়ি তৈরি করা দেখে খুবই ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার এই ঘড়িটা। এত সুন্দর ঘড়ি তৈরি করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা কাগজের ঘড়ি আপনার কাছে ভালো লেগেছে আর অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।
কাগজ ভাঁজ মানেই কঠিন কিছু, কিন্তু তৈরির পর দেখতে ভারী সুন্দর লাগে।আপনার ঘড়ি তৈরিটি সুন্দর হয়েছে।প্রত্যেকটি ধাপ সুন্দর ছিল, কাগজের উপর কলম দিয়ে লেখার জন্য আকর্ষণীয় দেখতে লাগছে। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু কাগজের ভাঁজ করা একটু কঠিন। কারণ ভাঁজ একটু নষ্ট হয়ে গেলে আর ঠিক করা যায় না। তবুও চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে
আপু আপনার ক্রিয়েটিভিটি দেখলে মুগ্ধ হয়ে যাওয়া লাগে। আপনি এক টুকরো কাগজ দিয়ে চমৎকার ঘড়ির অরিগামি তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। আবার কলম দিয়ে সাদা কাগজের উপরে ঘড়ির কাঁটা সহ টাইম লিখে দিয়েছেন এটা বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার হাতের কাজ আপনার ভালো লেগেছে আর ঘুড়িটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অনেক সুন্দর হয়েছে আপনার ঘড়ি তৈরি করা। আমি তো আপনার এই ঘড়ি তৈরি করা দেখে মুগ্ধ হলাম। পাশাপাশি নতুন একটা বিষয় সম্পর্কে ধারণাও পেয়ে গেলাম হয়তো চেষ্টা করলে আমিও পারবো। অনেক সুন্দর হয়েছে আপু আপনার এই ঘড়ি।
আমার তৈরি করা হাত ঘড়িটি আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার বানানো ঘড়িটি আমি প্রথমে একেবারেই অরজিনাল ঘড়ি মনে করেছিলাম আপু। সত্যিই প্রথম দেখাতে যে কেউ ভেবে নেবে যে এটা সত্যিকারের একটি ঘড়ি । আপনি চমৎকার সুন্দর করে কাগজ দিয়ে ঘড়ি বানিয়েছেন ওটা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর ঘড়িটি বানিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
আমার তৈরি করা কাগজের ঘড়িটি অরজিনাল ঘড়ির মতো মনে হয়েছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি সুন্দর করে ঘড়ি তৈরি করার। ধন্যবাদ আপনাকে।
আপনি আজ আমাদের মাঝে এক টুকরো কাগজ ভাঁজ করে ঘড়ি তৈরি করেছেন প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি ঘড়ি, শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।
কাগজের টুকরো ভাঁজ করে ঘড়ি তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া।