অরিগ্যামি-শিয়ালের মুখের অরিগ্যামি||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতেও অনেক ভালো লাগে। তাই আজকে আমি কাগজ দিয়ে শেয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছি। আর সবার মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


শিয়ালের মুখের অরিগ্যামি:

IMG_20241118_145350.jpg
Device-OPPO-A15


কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে সেই জিনিসটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে। একটি কাগজের টুকরোকে যখন বিভিন্ন ভাঁজ করে কোন কিছুর আকৃতি তৈরি করা হয় তখন অন্য রকমের লাগে। আর এই ধরনের কাজগুলো করতে সত্যিই ভালো লাগে। আজকে যখন ভাবছিলাম কি তৈরি করবো তখন হঠাৎ করে মনে হলো শেয়ালের মুখে অরিগ্যামি তৈরি করি। আর সেই ভাবনা থেকেই শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।

IMG20241118142806.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241118142915.jpg
Device-OPPO-A15
IMG20241118142931.jpg
Device-OPPO-A15


শেয়ালের মুখের অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর ভাঁজ করেছি।


ধাপ-২

IMG20241118143007.jpg
Device-OPPO-A15
IMG20241118143008.jpg
Device-OPPO-A15


এবার কাগজের আরো কিছু অংশে ভাঁজ করেছি। যেহেতু ভাঁজের মাধ্যমে কোন কিছু তৈরি করবো তাই ভাঁজ গুলো ভালোভাবে করেছি।


ধাপ-৩

IMG20241118143132.jpg
Device-OPPO-A15
IMG20241118143500.jpg
Device-OPPO-A15


এবার আকৃতি ঠিকভাবে আনার জন্য কাগজের বিভিন্ন অংশে আবারো ভাঁজ করেছি আর সুন্দর করেছি।


ধাপ-৪

IMG20241118143517.jpg
Device-OPPO-A15
IMG20241118143604.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে সামনের মুখের অংশ তৈরি করেছি। আর সুন্দর করে আরো একটি কাগজ নিয়েছি তৈরি করার জন্য।


ধাপ-৫

IMG20241118143729.jpg
Device-OPPO-A15
IMG20241118144119.jpg
Device-OPPO-A15

আবারো একই পদ্ধতিতে ভাঁজের মাধ্যমে সুন্দর করে শেয়ালের মুখের অংশ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20241118144343.jpg
Device-OPPO-A15


এরপর বিভিন্ন অংশের কাজগুলো করেছি। চোখগুলো সুন্দর করেছি আর এই অরিগ্যামি আরো সুন্দর করেছি।


উপস্থাপনা:

IMG_20241118_145336.jpg
Device-OPPO-A15


কাগজের ভাঁজের মাধ্যমে যখন কোন কিছু তৈরি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আর যদি নিজে নিজেই নতুন কিছু করার চেষ্টা করি তখন আরো বেশি ভালো লাগে। আসলে আমি কোন আইডিয়া ছাড়াই কাগজ নিয়ে বসে পড়েছিলাম কোন কিছু তৈরি করার জন্য। এর আগে এই ধরনের কাজগুলো অনেক করা হয়েছে। তাই আজকে হঠাৎ করে মনে হল একটু ভিন্নভাবে ভিন্ন কিছু করি। যাতে করে দেখতে ভালো লাগে। সেই ভাবনা থেকেই এই সুন্দর অরিগামি তৈরি করেছি। আশা করছি আমার এই পোস্ট সকলের ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 5 months ago (edited)

IMG_20241118_215449.jpg

 5 months ago 

শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ডাই পোস্টটি আমার কাছে ভালো লেগেছে।

 5 months ago 

অরিগ্যামি দেখতে আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

শেয়াল!! আহা কী সুন্দর বানিয়েছেন। ধাপে ধাপে অরিগ্যামি বানানোর পদ্ধতি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি কিভাবে বানালেন৷ অরিগ্যামি পোস্টগুলো অদ্ভুত সুন্দর লাগে৷ কিভাবে কাগজ মুড়ে জিনিস বানানো যায় আমি ভাবি৷

 5 months ago 

কাগজ দিয়ে শিয়াল তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে। আর প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছি আপু।

 5 months ago 

আপু আপনি রঙিন কাগজ ভাঁজ করে খুব সুন্দর দুটি শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানালে দেখতে খুব ভালো লাগে। এই ধরনের অরিগ্যামি বানাতে বিভিন্ন ভাঁজ দিতে হয় আর একটা ভাঁজ ভুল হলে অরিগ্যামি বানানো সম্ভব নয়। যাই হোক খুব সুন্দর হয়েছে আপনার এই অরিগ্যামি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আর কাগজ ভাঁজ করে যদি কোন কিছু তৈরি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে আপু।

 5 months ago 

দারুন সুন্দর করে অরিগামির মাধ্যমে শিয়ালের মুখ ডিজাইন করলেন তো। সবদিক থেকে দারুন হয়েছে শিয়ালের মুখ দুটি। অরিগামি শিল্প আমার খুব প্রিয় একটি শিল্প। এখানে কাঁচি ব্যবহার না করে যেভাবে ভাঁজে ভাঁজে কোন একটি বস্তু গড়ে ওঠে তা আমার কাছে খুব আশ্চর্যের লাগে। আর আপনি সেটিই খুব সাফল্যের সাথে করে ফেললেন এবং এই পোস্টে আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 5 months ago 

শিয়ালের মুখের ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। কাগজ ভাঁজ করে এই কাজটি করতে সত্যি ভালো লেগেছে।

 5 months ago 

কাগজ ভাঁজ করে করে কি দারুণ অরিগামি তৈরি করেছেন। শিয়ালের মুখের অরিগামিটি দেখতে অনেক সুন্দর লাগছে। অরিগামি তৈরি করার প্রত্যেকটি ধাপ নিখুত ভাবে বর্ণনা করেছেন। আপনার ধাপগুলো অনুসরণ করে যে কেউ এরকম সুন্দর শেয়ালের মুখের অরিগামী তৈরি করতে পারবে। সুন্দর অরিগামিটির ধাপ গুলো বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই তো মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি আপু। অনেক ধন্যবাদ।

 5 months ago 

আপু অরিগ্যামি তৈরি করতে যতটা সময় লাগে না তার থেকে বেশি সময় লাগে এর ভাঁজ গুলোর বর্ণনা দিতে। আমি তো মাঝে মাঝে ভেবে পাই না কিভাবে মাছগুলোর বর্ণনা দেব। আপনি খুব সুন্দর ভাবে শিয়ালের দুটি মাথা তৈরি করেছেন। বর্ণনা অনেক সুন্দর ভাবে দিয়েছেন ধন্যবাদ আপু।

 5 months ago 

একদম ঠিক বলেছেন আপু এগুলো তৈরি করতে সময় কম লাগলেও বর্ণনা করাটা অনেকটাই কঠিন এবং সময় নিয়ে বর্ণনা করতে হয়। বানানের ক্ষেত্রে সতর্ক হবেন আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

রঙিন কাগজের অরিগামি তৈরি করা বেশ ধৈর্যের ব্যাপার। বেশ ভালো লাগলো আপনার আজকের অরিগামি দেখে। শিয়ালের মুখগুলো খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। খুব কিউট লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অরিগামি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago (edited)

এটা অবশ্য ঠিক বলেছেন আপু কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা ধৈর্যের ব্যাপার। তবে মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে।