অরিগ্যামি-রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি
Device-XANON-X20
কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. কলম।
৩. কাঁচি।

রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরির ধাপ সমূহ:
ধাপ-১

প্রথমে একটি রঙিন কাগজ কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে নিব।
ধাপ-২



এরপর কাগজ টিকে মাঝ বরাবর দুইবার ভাঁজ করে নিব।
ধাপ-৩


এরপর ভাঁজ খুলে আবার একটি ভাঁজ করে নিব।
ধাপ-৪

এরপর আবার একটি ভাঁজ করে নিব।
ধাপ-৫

এরপর দুই পাশের ভাঁজ খুলে নিব।
ধাপ-৬



এরপর আবার দুইটি ভাঁজ করে নিব।
শেষ ধাপ



এরপর কলম দিয়ে মাছের চোখ ও মুখ এঁকে নিব।একই ভাবে আরেকটি মাছের অরিগামি তৈরি করে নিব।
উপস্থাপনা:

রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে অরিগামি টি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের তৈরি অরিগামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগামি গুলো সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
বেশ সুন্দর লাগছে দেখতে আপনার তৈরি করা মাছ দুটি। রঙিন কাগজ ভাঁজ করে এমন সুন্দর মাছ তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে বেশ ভালো লাগলো।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1945769928700936553?t=x3WQ1y2dw2ePme62ngqKjw&s=19
https://x.com/Maria182143171/status/1945771678149321139?s=19
https://x.com/Maria182143171/status/1945848165988807167?t=GD_3J0pFnM0UJk-kKq39bQ&s=19
আপনি মাছে খুব সুন্দর দুটি অরিগামি তৈরি করলেন। আপনার তৈরি করা যেকোনো রঙিন কাগজের কাজগুলো আমার কাছে এমনিতেও ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি দুটি কালারের মাছ দেখে বেশ ভালো লাগলো। এর আগেও আমি এই মাছ দুটি একবার তৈরি করেছিলাম। আজকে আপনার তৈরি করা এত সুন্দর মাছ ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখুন অনেক ভালো লাগলো।
কি দারুণ বানিয়েছেন আপু রঙ্গিন কাগজের তৈরি মাছ দুটো।দারুণ হয়েছে মাছের অরিগামি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে মাছের অরিগামি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর দুটি মাছের অরিগ্যামি তৈরি করেছেন।কালার দুটি অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যিকারের মাছ।ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে ভীষণ সুন্দর দুটি মাছ তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা মাছটিকে পমফ্রেট মাছের মতন লাগছে দেখতে। ভীষণ সুন্দর হয়েছে দেখতে।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে মাছের অরিগ্যামি তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা মাছের অরিগ্যামি দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে মাছের অরিগ্যামি গুলো।
এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে।
ওয়াও আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তৈরি করা মাছের অরিগ্যামি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।