রঙিন কাগজ দিয়ে বাদুড় তৈরি। "আমার নতুন ব্লগে সবাইকে কে স্বাগতম" |
"ছবিটি Canva দিয়ে তৈরি"
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম অরিগ্যামি পোস্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে বাদুড় তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আমি কিভাবে রঙিন কাগজের বাদুড় তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক।
✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️ |
- রঙিন কাগজ।
- কাঁচি।
- স্কেল।
- কলম।
- আঠা।
- প্রথমেই আমি রঙিন কাগজ টিকে ১০ সে,মি কেটে নিলাম। এর পরে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম। এবার আমি দাগ বরাবর ভাঁজ করে নিলাম। এর পরে আমি ভাঁজ খুলে নিলাম।
- ভাঁজ খুলে নেওয়া হয়ে গেলে। এখন আমি নিচের দিকে থেকে উপরের দিকে ভাঁজ করে নিলাম। তার পরে ছোট অংশ টিকে ভাঁজ করে নিলাম। এর পরে দু'পাশে ভাঁজ করে নিলাম।
- এর পরে আমি ভাঁজ গুলোকে খুলে নিলাম। এখন আমি মাঝখানের অংশ কে কাঁচি দিয়ে কেটে নিলাম। এর পরে নিচের দিকে ছোট করে ভাঁজ দিয়ে দিলাম। এবার আমি বাদুড় এর চোখ তৈরি করে নিলাম। এবার আমার কাজ শেষ।
- রঙিন কাগজ দিয়ে বাদুড় তৈরি করা হয়েছে। এবার আমি বেশ কিছু ফটোগ্রাফি করলাম। ছোট বেলায় বাদুড় দেখলে কম বেশি সবাই ভয় পেতো। আমিও পেয়েছিলাম। আজকে আমি রঙিন কাগজ দিয়ে বাদুড় তৈরি করে আপনাদের মাঝে উপহার দিলাম। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আপনাদের সবার রঙিন কাগজের তৈরি বাদুড় দেখে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | অরিগ্যামি পোস্ট। |
ডিভাইস | realme 9 |
বিষয় | রঙিন কাগজ দিয়ে বাদুড় তৈরি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
.gif)

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞



রঙিন কাগজ দিয়ে আপনি বাদুরের অরিগামি করেছেন। অনেক দারুন লাগছে।আপনার করা বাদুরের অরিগামি টা। ধন্যবাদ এবং শুভ কামনা রইলো এগিয়ে যান।
https://x.com/HouqeLimon/status/1809394970929033348?t=Wqi8cETETuPslxNAKFFNag&s=19
কাগজের ভাজে অনেক সুন্দর বাদুরের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে ভাই। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ করার জন্য।
অরিগ্যামি পোস্ট গুলো সব সময় আমার কাছে ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে রঙিন কাগজ ভাজ করে বাদুড় তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম। এই ধরনের পোস্ট গুলো সৃজনশীলতা প্রকাশ পায়। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে বাদুর তৈরির ধাপ সমূহ শেয়ার করার জন্য।
আসলে ভাইয়া রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের বাদুড়টি দেখতে অসাধারণ ছিল। সত্যি বলতে কাগজের ভাজে অনেক সুন্দর বাদুড় তৈরি করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ ভাজ করে বেশ সুন্দর একটি বাদুরের অরিগ্যামি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
রঙিন কাগজ ভাঁজ করে আপনি অনেক সুন্দর দেখতে একটা বাদুড় আজকে তৈরি করেছেন। যেটা অনেক বেশি কিউট লাগতেছে দেখতে। আপনার তৈরি করা এই সুন্দর বাদুড় দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার পর উপস্থাপনা টা তুলে ধরতে কিন্তু অনেক কষ্ট হয়। কারণ উপস্থাপনার মাধ্যমে ভালোভাবে এটা বুঝানো যায় না। তবুও আপনি যথাযথ চেষ্টা করে সুন্দর করে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো।
আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে আপু।
ওয়াও, আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি বাদুর তৈরি করেছেন। আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে বাদুরটি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনার বাদুর তৈরির ধাপগুলো ছিল অনেক স্পষ্ট। যা দেখে যে কেউ রঙিন কাগজ দিয়ে এই বাদুরের অরিগ্যামিটি তৈরি করতে পারবে। সবশেষে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বাদুরের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
খুব সুন্দর একটা অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। পিঙ্ক কালারের কাগজ দিয়ে বাদুড় তৈরি করেছেন বেশ কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে আপু সব সময়ই উৎসাহ দেওয়ার জন্য।