অরিগামিঃ রঙিন কাগজ দিয়ে সুন্দর কুড়ে ঘর তৈরি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হলাম। কিভাবে রঙিন কাগজ দিয়ে ছোট কুড়ে ঘর তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
রঙিন কাগজ |
স্কেল |
কাঁচি |
আঠা |
পেনসিন |
প্রথমে একটি A4 সাইজের লাল রঙের কাগজ নিয়ে নিয়েছি।
এবার কাগজটা মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেনো ভাঁজটি সমান হয়। এবার কাগজটি আবার একটি ভাঁজ দিয়ে নিয়েছি।
ভাঁজ দেওয়া হয়ে গেলে ভাঁজ করা অংশের একটি মাথা ধরে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
একই ভাবে কাগজের অন্য একটি প্রান্ত পূর্বের ন্যায় ভাঁজ করে নিয়েছি। খেয়াল করবেন একটি ভাঁজের মাথায় কিছু অংশ কাগজ বেরিয়ে থাকবে। ওই অংশ টুকু কাঁচি দিয়ে কেটে নিতে হবে।
কাটা শেষ হলে কাগজটি দেখতে ত্রিভূজের মতো দেখতে লাগবে। এবার ভূমির দুই অংশ সমান করে ভাঁজ করে নিয়ে হবে। ভাঁজ দেওয়া শেষ হলে সম্পূর্ণ ভাঁজ খুলে ফেলে কাগজের মাঝ বরাবর কেটে নিতে হবে।
কাগজ কেটে নেওয়ার পর দেখতে ঠিক এমনটা লাগবে।
এবার কাগজের দুই মাথা থেকে কিছু অংশ কেটে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যেনো কম বেশি কাটা না হয়ে যায়।
এবার অন্য একটি রঙিন কাগজের উপর কলম দিয়ে জানালা এঁকে নিতে হবে। এবং তা সুন্দর করে কেটে নিতে হবে।
এরপর আগে যে অংশ টি কেটে রেখেছিলাম সেই অংশে আঠা দিয়ে জানালা লাগিয়ে দিতে হবে। এবাবে দুইটা অংশে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে।
দুইটি অংশকে একসাথে লাগিয়ে দিলে দেখতে ঠিক ঘরের মতো লাগবে। শুধু বাকি থাকবে সাদের কাজ। সেই অংশ টুকু অন্য একটি কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
এভাবে সুন্দর করে প্রতিটি ধাপ অনুসরণ করলে একটি সুন্দর কুড়ে ঘর তৈরি হয়ে যাবে।
পোস্টের ধরন | অরিগামি। |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
রঙিন কাগজ দিয়ে কুঁড়েঘর তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কালারটি বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই খুব সুন্দর মতামত শেয়ার করার জন্য।
ওয়াও ভাই রঙিন কাগজ দিয়ে সুন্দর কুড়ে ঘরের অডিগ্যামি তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোষ্ট পর্যায়ে ক্রমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কুঁড়েঘর তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে।এ ধরনের খেলনা গুলো বাচ্চারা পেলে তারা খুবই হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন ।এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার প্রশংসা মুখরিত মতামত পড়ে বেশ ভালো লাগলো আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
রঙিন কাগজ দিয়ে সুন্দর কুড়ে ঘর তৈরি করেছেন। আপনার কুড়ে ঘর দেখে গ্রামীণ পরিবেশ এর কথা মনে পড়ে গেলো। গ্রামে গেলে আর এধরনের ছোট ছোট কুড়ে ঘর দেখা যায় না। বেশ সুন্দর করে কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
ধন্যবাদ ভাই আপনার উৎসাহিত মূলক মতামত শেয়ার করার জন্য।
বাহ দেখে খুবই ভালো লাগলো। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ঘর তৈরি করলেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে খুবই সুন্দর হয়। যেহেতু আপনি রঙিন কাগজ দিয়ে ঘর তৈরীর অরিগ্যামি শেয়ার করলেন। ধাপ গুলো সুন্দর ভাবে বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য। আমার অরিগামি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি।
আপনার রঙিন কাগজের কুড়ে ঘরটা দারুন ছিল ভাই। ছোটবেলায় এই জাতীয় অনেক কিছু তৈরি করতাম কিন্তু এখন যেন আর হয়ে উঠে না। তবে এই কমিউনিটির সদস্য হয়ে পুনরায় যেন সেই শৈশব ফিরে পেয়েছি ফিরে পেয়েছি মধুর সময়। অনেক সুন্দর ভাবে কিন্তু আপনি ঘরটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে আপনার এই কুঁড়ে ঘর তৈরি করা দেখতে।
আমার তৈরি কুড়ে ঘর আপনার কাছে অনেক ভালো লেগেছে যেন সত্যিই ভালো লাগলো ভাই। ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা কুঁড়েঘর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এরকম কুঁড়েঘর গ্রামগঞ্জে মাঠের মাঝখানে দেখা যায় রাত্রে বেলা ফসল পাহারা দেওয়ার জন্য এরকম ছোট ছোট কুঁড়েঘর আমাদের এদিকে প্রচুর আছে। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আগের দিনে এই ধরনের ঘর অনেক দেখা যেতো।এখন কি আর সেই যুগ আছে ভাই৷ ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কুঁড়ে ঘর বানিয়েছেন। আপনার এই কুঁড়ে ঘর আমার কাছে অনেক ভালো লেগেছে। ঘাসের উপর রেখে ফটোগ্রাফি করাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই কুঁড়েঘর আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর আর কিউট একটা ঘর তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে ঘরটি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। এরকম একটা ঘর অনেক আগে আমি আপনাদের মাঝে তৈরি করে শেয়ার করেছিলাম। এই ঘরগুলো তৈরি করতে কিছুটা সময় দিয়ে করতে হয়। ঘরটি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।
তাই নাকি আপু আপনিও কুঁড়ে ঘর তৈরি করেছিলেন
কথাটা জেনে বেশ খুশি হলাম। ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মত প্রকাশের জন্য।