এসো নবীন, ভয় নেই, দর্শন বিভাগে প্যারা নাই || অরিয়েন্টেশন ক্লাস ২০২৫ (দি. স. ক.)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২১ ই জুলাই ২০২৫ ইং
আজকের দিনটি ছিল দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের জন্য এক স্মরণীয় দিন। সারা বাংলাদেশের মতো এখানেও অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হলো। তবে ক্লাস শুরুর চেয়েও গুরুত্বপূর্ণ ছিলো নতুন মুখগুলোকে আমাদের ভালোবাসার ছায়ায় স্বাগত জানানো। আমরা, দর্শন বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, একসাথে মিলে নবীনদের জন্য আয়োজন করেছিলাম এক সুন্দর বরণ পর্ব। এই আয়োজনে ছিলো আবেগ, ছিলো বন্ধন, আর ছিলো দর্শন বিভাগের সেই চিরচেনা উষ্ণতা।সকালে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেই যেন একটা উৎসবের আবহ। নতুন মুখ, নতুন পোশাক, নতুন চোখের চাহনি।
কেউ একা এসেছে, কেউ বন্ধুকে নিয়ে, কেউবা বাবা মায়ের হাত ধরে। তাদের চোখে মুখে নতুন জায়গা, নতুন বিভাগ আর নতুন মানুষদের প্রতি একটা স্বাভাবিক ভয় আর কৌতূহল মিশ্র অনুভূতি।ঠিক তখনই দর্শন বিভাগের সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে আমরা হাত বাড়িয়ে দিলাম একটি ফুলের মাধ্যমে। প্রতিটি নবীন শিক্ষার্থীর হাতে তুলে দিলাম ছোট্ট একগুচ্ছ শুভেচ্ছা। একটা ফুল মানেই তো শুধু একটা বস্তু নয়, সেটার মধ্যে থাকে ভালোবাসা, গ্রহণযোগ্যতা, বন্ধুত্বের বার্তা।আমরা জানি, অনেকে ‘দর্শন’ শব্দটা শুনেই একটু দ্বিধায় পড়ে যায়। ভাবেন, এটা বুঝি খুব কঠিন সাবজেক্ট, অনেক বই পড়তে হয়, বিজ্ঞান না, বাণিজ্য না তাহলে ভবিষ্যত কী?।
কিন্তু আমরা সেই সব ভয় দূর করে বলি এসো নবীন, ভয় নেই, দর্শন বিভাগে প্যারা নাই।দর্শন মানে কেবল কঠিন তত্ত্ব নয় দর্শন শেখায় চিন্তা করতে, যুক্তি বিশ্লেষণ করতে, মানবতাকে উপলব্ধি করতে। এখানে আমরা শিখি কেবল পরীক্ষার জন্য না, শিখি ভালো মানুষ হওয়ার জন্য।নবীনরা একটু স্বস্তিতে আসতেই শুরু হলো গল্প। আমরা আমাদের অভিজ্ঞতার কথা বললাম কিভাবে ক্লাসে শিক্ষকরা যুক্তির মাধ্যমে পড়ান, কতটা স্বাধীনতা দিয়ে ভাবতে শেখান। বললাম কিভাবে দর্শনের মাধ্যমে নিজের চিন্তাভাবনা গুছিয়ে নিতে শিখেছি।তারা শুনলো মনোযোগ দিয়ে। কেউ কেউ প্রশ্ন করলো, কেউবা বলল নিজের ভয়গুলো।
আমরা বুঝিয়ে দিলাম এই বিভাগ শুধু পড়াশোনা নয়, এটা এক পরিবার। এখানে কোনো জ্যেষ্ঠ-কনিষ্ঠ বিভাজন নেই, সবাই বন্ধু, সবাই পথচলার সঙ্গী।পরিচয়পর্বের মধ্য দিয়ে একে একে সবার নাম জানা হলো। তারপর শুরু হলো ছোট আড্ডা। কারো প্রিয় বই নিয়ে কথা, কারো পছন্দের দর্শনবিদ, কেউ আবার নিজের গ্রামের কথা বলল।এভাবেই একটা নতুন বন্ধনের সূচনা হলো।দিনের শেষে আমরা সবাই জানতাম এই দিনটা আর কখনো ফিরে আসবে না, কিন্তু আজ যে সম্পর্কের বীজ রোপিত হলো, তা অনেক দূর যাবে। নবীনদের চোখে আমরা দেখেছি সম্ভাবনা, দেখেছি স্বপ্ন, আর সেই স্বপ্নে দর্শন বিভাগ হয়ে উঠবে তাদের শক্তির উৎস।
এটাই দর্শনের সৌন্দর্য এখানে কেউ একা নয়। একে অপরের ভাবনার অংশ হয়ে আমরা গড়ে তুলি এক মানবিক সমাজ, এক যুক্তিবাদী মনন।আজ শুধু একটি ক্লাসের সূচনা হয়নি, শুরু হয়েছে একটি জীবনদর্শনের পথচলা।এসো নবীন, ভয় নেই। দর্শন বিভাগে আমরা একসাথে ভাবি, একসাথে গড়ি ভবিষ্যৎ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.