বাংলা গান "কারে দেখাবো মনের দুঃখ গো বুক চিরিয়া" || ১০% লাজুক শেয়ালর জন্য ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

" সুপ্রিয় আমার বাংলা ব্লগের" বন্ধুগণ । আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের অতি পরিচিত একটি আধুনিক গান পরিবেশন করার চেষ্টা করব। আশা করি আমার বেসুরা গলায় এই গানটি আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে। আমি আমার সাধ্য অনুযায়ী গানটি পরিবেশনের চেষ্টা করছি । আশা করছি কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান সু-পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের সু-পরামর্শ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা পেলে আশা করি আমি নিজেকে ভবিষ্যতে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারব ইনশাআল্লাহ। আমার এই গানটি যদি আপনাদের সামান্য হলেও ভালো লাগে ও আনন্দ দিতে পারে তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব । তাহলে চলুন আজ আর কথা না বাড়িয়ে আপনাদের আমার গানের দিকে নিয়ে যাই।
তার আগে আমি যে গানটি পরিবেশন করছি সে সম্বন্ধে আপনাদের সামান্য অবগত করার চেষ্টা করছি। আজ আমি যে গানটি পরিবেশন করছি সেটি হল :

" কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া"

গানটির মূল গীতিকার ও সুরকার : রাধা মোহন দত্ত এবং শিল্পী : এন্ড্রু কিশোর।

তাহলে এবার গানটি উপভোগ করতে থাকুন ।

গানের কথাগুলো হলো :

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিলো গো।।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিলো গো
আমারে একলা থুইয়া,
আমারে একলা থুইয়া
রইলো কোথায় গিয়া জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।

ঘর বাধিবো সখীর সনে
কত আশা ছিল মনে গো।
ঘর বাধিবো সখীর সনে
কত আশা ছিল মনে গো।
ভাঙিলো আদরের জোড়া,
ভাঙিলো আদরের জোড়া
কি যে গেলো হইয়া
জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।
অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।

( গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক স্টারমার্কার থেকে বাঁধানো মাধ্যমে রেকর্ড করি এবং ইনশট অ্যাপ এর মাধ্যমে এডিটিং কার্য সম্পাদন করেছি। )

আমি @hsiddiqui79 "আমার বাংলা ব্লগের" একজন সদস্য এবং পেশায় একজন ব্যাংকার। যদিও আমি কোন গানের শিল্পী নই এবং সাধারণত গান গাওয়ায় অভ্যস্ত নই। তবুও কিছু কিছু গান আমার হৃদয়কে আন্দোলিত করে প্রশান্তি দেয। তাই আমার হৃদয়কে প্রশমিত করার জন্য মাঝেমধ্যে নিজে নিজে কিছু গান গাওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমার বাংলা ব্লগ এর কর্ণধার @rme দাদা বাংলা গানগুলো পছন্দ করে এজন্য বিশেষ করে আমার এই প্রিয় মানুষটির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে গান গুলো পোস্ট করার চেষ্টা করি। আমি আশা করব দাদা আমার প্রতিটি গান শুনবে এবং আমাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে উৎসাহিত করবেন । যাই হোক, আমি জানি এই কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় প্রয়াত এন্ড্রূ কিশোরের মত শিল্পীর গান গাওয়ার চেষ্টা করা আমার মত নগন্য মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার। তবুও আমি আমার পক্ষ থেকে আমার সাধ্য অনুযায়ী গাওয়ার চেষ্টা করেছি । ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনায় বিদায় নিলাম।পরবর্তীতে আবারও নতুন কোন না কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ।

আল্লাহ হাফেজ

Sort:  

এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান । আপনার গলায় গানটি শুনে অনেক ভালো লাগলো । গানটি আমার খুবই পছন্দের । আপনি চমৎকার গেয়েছেন । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ভাই এন্ড্রোকিশোরের এই গানটি আমার এত পছন্দের ছিল যা বলার বাহিরে। আমি প্রতিনিয়ত এই গানটি গাইতাম। আপনি খুব সুন্দর কাবার করেছেন। এবং আমাদেরকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 3 years ago 

এই গান ওমর, এই গানগুলো কখনো আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে না। কারণ যুগ যুগ ধরে এই গানগুলো আমাদের মনের মধ্যে রয়েছে। আসলে প্রত্যেকটা মানুষেরই এমন একটা সময় আসে এই গানটা খুবই প্রিয় হয়ে যায়। আমার কাছে গানটি খুবই ভালো লেগেছে। আপনার কন্ঠে গানটি শুনতে আর ভালো লাগলো।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে বাংলার একটি জনপ্রিয় গান নিজের কন্ঠে গিয়ে শুনিয়েছেন। আপনার কন্ঠে গানটি অনেক সুন্দর লাগছে ।গান এর কথাগুলোর সাথে আপনি দারুণভাবে আপনার কন্ঠ দিয়েছেন ।যা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 3 years ago 

আমার খুবই প্রিয় একটি গানের কভার করেছেন আপনি। এক সময়ে এই গানটি আমার খুবই পছন্দের ছিল। আসলে ভাই আপনার কন্ঠটা খুবই চমৎকার। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 3 years ago 

এই গানগুলো বাংলা সংগীত জগতে অমরত্ব নিয়ে থাকবে সারা জীবন। যখনই শুনি তখনই ভালো লাগে। সত্যি বলতে ভাইয়া আপনার গলাটা অনেক দারুন এই ধরনের গানের জন্য। আশা করি এমন ধারার গান আরো অনেক শুনতে পাব আপনার কণ্ঠে। অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

এই গানগুলো আমার বেশ পছন্দের গান। এবং এই গানটি অনেক জনপ্রিয় একটি গান। আপনি খালি গলায় এই গানটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন বেশ ভালো লেগেছে আমার।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই গানটি আমার সবচেয়ে প্রিয় গান। আমি দিনে ২/৩ বার করে এই গানটি শুনি। আজকে আপনার গলায় গানটা শুনে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে গানটি কাভার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর গান শেয়ার করে থাকেন আপনার আজকের এই গান আমার কাছেও খুব ভালো লেগেছে। অনেক আগে এই গান শুনতাম যদিও এখন সময়ের ব্যবধানে তেমন গান শোনা হয়ে ওঠেনা। আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এন্ড্রো কিশোরের এই গানটি আমারও খুবই পছন্দের একটি গান।আপনি খুবই সুন্দর ভাবে এই গানটি কভার করেছেন। বিশেষ করে গানের মিউজিক এর সাথে আপনি এত সুন্দর ভাবে গানটি গেয়েছেন যা শুনে মুগ্ধ হয়ে গেলাম । অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান কভার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।