আম্মুর অফিসে একদিন

in আমার বাংলা ব্লগ3 days ago
$PUSS

building-8246152_1920.jpg

Picture

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় বস্তু নিয়ে আপনার সাথে শেয়ার করব। যেহেতু বর্তমানে আমার স্বপরিবার মিলেই থাকার অবস্থান করছি এবং ঢাকার কাজগুলো করছি সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব, তবে চলুন শুরু করি।

গত কয়েকদিন ধরে আমার পরিবারের অসুস্থতা লেগেই রয়েছে। কিছুদিন আগেই আমার ছোট ভাইয়ের পস্ক ধরা পড়েছিল। এখনো সে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি। গত দুদিন ধরে আমারও জ্বর সর্দি। সব বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এতে করেও খুব বেশি একটা কাজকর্ম করতে পারছি না। কিন্তু তারপরও আম্মুর অফিসে আজকে বিশেষ কিছু কাজ ছিল এবং বিশেষ কিছু প্রোডাক্ট নিয়ে আসার কথা ছিল। এদিকে শারীরিক অসুস্থতার পরও আজকে আম্মুর অফিসে গিয়ে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। কিন্তু বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি ও ভালো নয়। এদিকে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে বিভিন্নভাবে মারামারি হচ্ছে। এতে করে জনসাধারণের ব্যাপক ভোগান্তি হতে হচ্ছে।

computer-2565478_1920.jpg

Picture

আম্মু সাধারণত একটি ভারতীয় কোম্পানিতেই কাজ করে। তার শাখা বাংলাদেশে রয়েছে এবং সেই কোম্পানি সুস্বাস্থ্য নিয়ে কাজ করে। ভারতীয় এই কোম্পানির বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আয়ুর্বেদিক এবং স্বাস্থ্যসম্মত খাবার। যেসব খাবারগুলো বর্তমানে সচরাচর আমরা সেভাবে পাই না। এই খাবারগুলো একেবারেই ন্যাচারাল ওয়েতে তৈরি করা হয়। যেখানে কোন কেমিক্যাল এর মিশ্রণ থাকেনা। আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরেই এই কোম্পানির সাথে রয়েছি এবং এই কোম্পানির প্রোডাক্ট গুলো খেয়ে আমরাও সুস্থতা বোধ করছি। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের ভেজাল খাবার পাওয়া যায়। কিন্তু তার মধ্যে এই কোম্পানিটি আমাদেরকে অর্গানিক ওয়েতে খাবারের সংগ্রহ করার সুযোগ দেয়।

যাইহোক যেহেতু শারীরিক অসুস্থতার মধ্যে ছিলাম তাই বাইক নিয়েই অফিস গিয়েছিলাম। কিন্তু ঢাকা শহরের বর্তমানে যে অবস্থা যেখানে আধা ঘন্টা লাগার কথা ছিল সেখানে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে গেছে। পরবর্তীতে অফিসের কাজ শেষ করে আসার পথেও ঠিক একই অবস্থা। এত যানজট আর ভালো লাগেনা। সব মিলিয়ে আজকের দিন টা খুব একটা ব্যস্ততম না গেলেও সারাদিন বাসায় বসে শুয়ে ছিলাম। কারণ শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নেই। মাত্রা অতিরিক্ত ঠান্ডা লেগেছে এবং নাক দিয়ে অনবরত পানি পড়ছে। যাইহোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আম্মুর অফিসে একদিন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 3 days ago 

দ্রুত আপনার সুস্থতা কামনা করছি ভাই। আশা করি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। আর ঢাকা শহরের যানজটের কথা বলারই ইচ্ছা করে না এখন। আপনার মাত্র আধা ঘন্টার রাস্তা দেড় ঘন্টা লেগে গিয়েছিলো এখান থেকে বোঝাই যাচ্ছে কতটা যানজটের সমস্যায় ভুগছে ঢাকা শহর।