শারদীয়া দুর্গাপূজা ২০২৫- ৩য় পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৮ ই এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের সনাতন ধর্মের অনেক পূজা পার্বণ আছে তার ভিতরে দুর্গাপূজা হচ্ছে অন্যতম পূজা। আজকে আমি আপনাদের সাথে সপ্তমীতে করা ফটোগ্রাফি গুলো শেয়ার করবো। শ্রী শ্রী মা দুর্গাপূজা দেখতে ছোটবেলা থেকেই আমি অনেক পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম মা-বাবা, দাদু-ঠাকুমা এদের হাত ধরে শ্রী শ্রী মা দুর্গাপূজার সময় বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দেখতাম। তারপর একটু বড় হলে বাইসাইকেলে করে বন্ধুদের সাথে শ্রী শ্রী মা দুর্গা পূজার এই চারটি দিনে পুজো দেখার পাল্লা দিতাম। আমার শৈশবের শ্রী শ্রী মা দুর্গা পূজার সময়টা সত্যি অনেক মধুর ছিলো। এ বছরে দুর্গাপূজাতে সবার সাথে অনেক জায়গায় ঘুরে ঘুরে পূজা দেখেছিলাম। সবার সাথে এভাবে পূজা দেখার মজাই আলাদা।
শ্রী শ্রী মা দুর্গার প্রণাম মন্ত্র🙏
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে ৷৷
কুমারখালী শহরের ভেতরে পূজা গুলো দেখার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। কারণ একটা পূজা মন্ডপ থেকে অন্য একটা পূজা মন্ডপের দ্রুত খুবই কম থাকে। আমরা যেহেতু অটো নিয়ে গিয়েছিলাম তাই অটোতে করেই বেশিরভাগ জায়গাগুলোতে পুজো দেখেছিলাম। আর কিছু কিছু জায়গাতে নেমে একবারে কয়েকটা মন্ডপ ঘুরে পূজা দেখেছিলাম।
কুমারখালী শহরের ভিতরে সবথেকে বড় মন্দির হলো নবগ্রহ মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো এবং প্রাচীন। অনেক আগে থেকেই এখানে প্রতিবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কুমারখালী শহরের কেন্দ্রবিন্দুতে নবগ্রহ মন্দির অবস্থিত। কুমারখালীর ভেতরে সবথেকে বেশি সাজসজ্জা করা মন্দির নবগ্রহ মন্দির। এই মন্দিরের নাম যেমন সুন্দর তেমনই প্রতিমা অনেক সুন্দর হয়েছিল।
কুমারখালীর ভেতরে আরও একটি নামকরা মন্দির রয়েছে সেটা হচ্ছে মাথাভাঙ্গা মন্দির। এই নামটা যদিও একটু শুনতে অন্যরকম কিন্তু এই নামের অনেক তাৎপর্য রয়েছে। এই মন্দিরের মাথাভাঙ্গা নাম নিয়ে অনেক লোক কথা প্রচারিত রয়েছে যেগুলো কেউ কেউ বিশ্বাস করে আবার কেউ কেউ করে না। যাইহোক এই মন্দিরের প্রতিমাও কারিগর খুবই যত্ন সহকারে বানিয়েছিল।
আমরা মাথাভাঙ্গা মন্দির থেকে আরো একটি মন্দিরে গিয়ে পুজো দেখি তারপর আবার নবগ্রহ মন্দিরের সামনে এসে পদ্মপুকুরের সামনে সবাই মিলে দাঁড়িয়ে কিছু সময় গল্প করি। তারপর সেখানকার একটি দোকান থেকে পাপড় ভাজা কিনে সবাই মিলে খাওয়া দাওয়া করি। জীবনের প্রথম মামা মামিদের সাথে পূজা দেখতে গিয়েছিলাম তাই বেশ ভালই মজা হয়েছিল।
আমরা পাপড় ভাজি খাওয়া-দাওয়া শেষ করে কুমারখালী শহরের ভেতর থেকে বেরিয়ে আসি। তারপর আমরা বাড়িতে ফেরার পথে গ্রামে আরো দুইটা পুজা দেখি। গ্রামীণ পূজা গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
সেদিনে পূজা দেখতে দেখতে বেশ ভালই রাত হয়ে গিয়েছিল তাই আমরা গ্রামীন দুইটা পুজো দেখেই মামাদের বাড়িতে চলে এসেছিলাম। অনেকদিন পরে সবাই মিলে একসাথে এভাবে পুজো দেখে বেশ ভালই লাগছিল।
আজকে এ পর্যন্তই আবার অন্য কোন পোস্টে শারদীয়া দুর্গাপূজা ২০২৫- চতুর্থ পর্ব শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1909681448879374685?t=MT3kCg0CtAOrZSskFU6lJg&s=19
https://x.com/aongkonbd/status/1909682647250702506?t=Y6Ql-9xW5FwpdukWmvMv4Q&s=19
https://x.com/aongkonbd/status/1909683371875422416?t=lQLQIUJKIEqCXFMIyFue1w&s=19
শারদীয়া দুর্গাপূজার আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। শারদীয়া দুর্গা পূজায় বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। প্রতিমা গুলো দেখতে খুব সুন্দর লাগছে। শারদীয়া দুর্গাপূজা কাটানো এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার আজকের পর্বটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।