শারদীয়া দূর্গাপূজা ২০২৫- ২য় পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৫ ই এপ্রিল, শনিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের সনাতন ধর্মের অনেক পূজা পার্বণ আছে তার ভিতরে দুর্গাপূজা হচ্ছে অন্যতম পূজা। আজকে আমি আপনাদের সাথে সপ্তমীতে করা ফটোগ্রাফি গুলো শেয়ার করবো। শ্রী শ্রী মা দুর্গাপূজা দেখতে ছোটবেলা থেকেই আমি অনেক পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম মা-বাবা, দাদু-ঠাকুমা এদের হাত ধরে শ্রী শ্রী মা দুর্গাপূজার সময় বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দেখতাম। তারপর একটু বড় হলে বাইসাইকেলে করে বন্ধুদের সাথে শ্রী শ্রী মা দুর্গা পূজার এই চারটি দিনে পুজো দেখার পাল্লা দিতাম। আমার শৈশবের শ্রী শ্রী মা দুর্গা পূজার সময়টা সত্যি অনেক মধুর ছিলো। এ বছরে দুর্গাপূজাতে সবার সাথে অনেক জায়গায় ঘুরে ঘুরে পূজা দেখেছিলাম। সবার সাথে এভাবে পূজা দেখার মজাই আলাদা।
শ্রী শ্রী মা দুর্গার প্রণাম মন্ত্র🙏
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে ৷৷
আমরা গোলাম কিবরিয়া ব্রিজের উপরে কিছু সময় দারুন মুহূর্ত উপভোগ করে তারপর আবার পূজা দেখার জন্য গোলাম কিবরিয়া ব্রিজের পাশেই আরেকটি মন্ডপে গেলাম। এই মন্ডপের গেট থেকে শুরু করে ভেতর পর্যন্ত অনেক সুসজ্জিত ছিল দেখেই মনটা ভরে গিয়েছিল। আর প্রতিমা দেখেই বোঝা যাচ্ছে কারিগর অনেক যত্ন সহকারে তৈরি করেছে।
আমরা এই মন্ডপে পূজা দেখা শেষ করে আবার অটোতে উঠলাম। কুমারখালী শহরের ভেতরের মন্দির গুলো খুব কাছাকাছি হওয়াতে পূজা দেখতে বেশ ভালই লাগে। গ্রামের মন্দিরগুলো সাধারণত একটু দূরে দূরে হয় কিন্তু শহরের মন্দির গুলো খুব কাছাকাছি হয়। গ্রামীণ পূজা দেখার এক রকম আনন্দ আবার শহরের পূজা দেখার অন্যরকম আনন্দ।
আমার কাছে দুই রকম আনন্দ এই ভীষণ ভালো লাগে। আর এই কারণেই প্রতিবছর গ্রাম এবং শহর যে জায়গাতেই পূজা দেখে থাকি। এবছরে নতুন মামা-মামীর সাথে পূজা দেখতে বেশ ভালই লাগছিল। যখন ছোট ছিলাম তখন মামাদের আমাদের বাড়িতে গিয়ে তাদের সাথে বেশ ভালই পূজা দেখতাম।
কিন্তু বড় হয়ে যাওয়ার পরে মামাদের বাড়িতে আগে তুলনায় অনেক কম যাওয়া হয়। এটা অবশ্য সবার ক্ষেত্রেই হয়। যখন মানুষ বড় হয় তখন আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়া অনেক কমে যায়। কুমারখালী শহরের ভেতরে অনেকগুলো পূজা মন্ডপ ছিল।
একটি পূজা মণ্ডপ আলাদা আলাদা ভাবে সজ্জিত ছিল। এই গেটের সাজানোর স্টাইলটা বেশ ভালো লেগেছিল। কোন পূজা মন্ডপে ঢোকার পথে যদি এত সুন্দর করে সাজানো হয় তাহলে দারুন লাগে।
আমরা প্রতিটি মণ্ডপে গিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট করে দাঁড়িয়ে কিংবা বসে সুন্দর সময় উপভোগ করছিলাম।
আজকে এ পর্যন্তই আবার অন্য কোন পোস্টে শারদীয়া দুর্গাপূজা ২০২৫- ৩য় পর্ব শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


আমাদের গ্রামগুলো তো এমন সুন্দর সুন্দর দুর্গা মূর্তি হত আগে। তবে এখন সবকিছুই বদলে গেছে এবং আর্ট কোয়ালিটি ছবি কারণ মানুষের হাতে অনেক টাকা এসেছে ফলে তারা খরচাও করে এসবের পেছনে। আপনার এগুলো তো ভালোই লেগেছে সাথে দুর্গা মূর্তি গুলো দেখে মনটা প্রসন্ন হয়ে গেল।
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1908783967622291765?t=Smlj4HU6MMPBX0sSNfm4gQ&s=19
https://x.com/aongkonbd/status/1908785864773107892?t=K-JSa35m8QVM9xpLd_EmxQ&s=19
https://x.com/aongkonbd/status/1908786870940475607?t=5s46KQiw526wroGKd8MvJg&s=19
https://x.com/aongkonbd/status/1908787153510838553?t=PcwZJR3JxLjCKMCF6buZdA&s=19
https://x.com/aongkonbd/status/1908787571385118821?t=lP8LQoRWKhtFEkThc2-dXg&s=19
https://x.com/aongkonbd/status/1908788196848042141?t=MkBSXKIRAw6684CyVc-N5Q&s=19