শারদীয়া দুর্গাপূজা ২০২৫- ৪র্থ পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১০ ই এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের সনাতন ধর্মের অনেক পূজা পার্বণ আছে তার ভিতরে দুর্গাপূজা হচ্ছে অন্যতম পূজা। আজকে আমি আপনাদের সাথে সপ্তমীতে করা ফটোগ্রাফি গুলো শেয়ার করবো। শ্রী শ্রী মা দুর্গাপূজা দেখতে ছোটবেলা থেকেই আমি অনেক পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম মা-বাবা, দাদু-ঠাকুমা এদের হাত ধরে শ্রী শ্রী মা দুর্গাপূজার সময় বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দেখতাম। তারপর একটু বড় হলে বাইসাইকেলে করে বন্ধুদের সাথে শ্রী শ্রী মা দুর্গা পূজার এই চারটি দিনে পুজো দেখার পাল্লা দিতাম। আমার শৈশবের শ্রী শ্রী মা দুর্গা পূজার সময়টা সত্যি অনেক মধুর ছিলো। এ বছরে দুর্গাপূজাতে সবার সাথে অনেক জায়গায় ঘুরে ঘুরে পূজা দেখেছিলাম। সবার সাথে এভাবে পূজা দেখার মজাই আলাদা।
শ্রী শ্রী মা দুর্গার প্রণাম মন্ত্র🙏
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তু তে ৷৷
আগের দিনে মামাদের সাথে পূজা দেখে বেশ ভালই মজা হয়েছিল। আমার প্লানিং ছিল পূজা দেখে রাতেই আমাদের বাড়িতে চলে আসবো। কিন্তু বেশি রাত হয়ে যাওয়ার কারণে মামা বাড়ি থেকে আর আসতে দিয়েছিল না। তাই মহাষ্টমীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে বাড়িতে চলে আসি। আমি বাড়িতে এসে স্নান করে সোজা আমাদের পাড়ার মন্দিরে চলে আসি।
কারণ মহাষ্টমী পূজার অঞ্জলি সকাল আটটার ভেতরে দেওয়ার নিয়ম ছিল। তাই আমি সঠিক সময়ের ভেতরেই মন্দিরে চলে এসেছিলাম। মন্দিরে এসে দেখি অনেক মানুষ পূজা দেখতে চলে এসেছে। সকালে ঘুম থেকে উঠে পূজায় দেখার আলাদা রকম মজা রয়েছে। আর গ্রাম্য পূজায় অনেক মানুষের সমাগম হয়।
খুব সকালে পূজা হওয়াতে অঞ্জলি দেয়ার জন্য অনেকে এসেছিল। যেহেতু অনেক বেশি লোক হয়েছিল অঞ্জলি দেয়ার জন্য তাই পুরোহিত প্রথমে মেয়েদেরকে সুযোগ দেয় অঞ্জলি দেয়ার জন্য। তারপর মেয়েদের অঞ্জলি দেয়া শেষ হলে আমরা ছেলেরা অঞ্জলি দিই। আমি প্রতিবছর জন্মাষ্টমীতে উপোস থেকে অঞ্জলি দিই এটা আমার কাছে খুবই ভালো লাগে।
অঞ্জলি দেয়া শেষ হওয়ার পরে ১০৮ প্রদীপ প্রজ্বলন করানোর জন্য সব কিছু সাজানো গোছানো হয়। আমরা যারা অঞ্জলি দিয়েছিলাম তারা সবাই মিলে কয়েকটা টেবিল একসাথে করে ১০৮ টা প্রদীপ সাজিয়ে নিই। তারপর সবাই মিলে প্রদীপগুলো একটা একটা করে প্রজ্বলন করতে শুরু করি।
মহাষ্টমী পূজার দিনে আমাদের পাড়ার মন্দিরে সবাই মিলে অনেক মজা করেছিলাম।
আজকে এ পর্যন্তই আবার অন্য কোন পোস্টে শারদীয়া দুর্গাপূজা ২০২৫- চতুর্থ পর্ব শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1910419812863311968?t=wjBUZzUPiSaA4Aqkgctypg&s=19
https://x.com/aongkonbd/status/1910421768382165351?t=01gOmYPh5ZDfXmTZ6lu3xg&s=19
https://x.com/aongkonbd/status/1910420824978489785?t=vwAMAqriSfIbfESRP8ZzKA&s=19
https://x.com/aongkonbd/status/1910422106426253823?t=-zFQDkEndfcMMalxACf8Fg&s=19
https://x.com/aongkonbd/status/1910422747349737622?t=Cqe2YTNWxXQELU95XkWm7Q&s=19
https://x.com/aongkonbd/status/1910423036014330124?t=H-gCp79u0OZ1hUoN7MeOSQ&s=19
https://x.com/aongkonbd/status/1910423218424275203?t=VWrRRB4JQ2XO-YgTCZKk_A&s=19