বাদাম।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source-https://pixabay.com/photos/peanuts-nuts-food-diet-macro-1850809/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে ব্লগ শেয়ার করবো। আর সেটা হলো বাদাম।
বাদাম পছন্দ করে না, এমন মানুষ খুব কমই আছে। আমাদের দেশে অনেক প্রকারের বাদাম আছে। চিনা বাদাম বা মটর বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম,আখরোট বাদাম, আলমন্ড বাদাম, পেস্তা বাদাম, হ্যাজেলনাট বাদাম, ম্যাকডেমিয়া বাদাম, ব্রাজিল বাদাম সহ আরো অনেক প্রকার বাদাম। প্রত্যেকটা বাদাম, স্বাদ, পুষ্টি গুন, উপকারিতা আকার সাইজ সব কিছু ভিন্ন। পাহাড়ি এলাকায় অন্য একরকম বাদাম পাওয়া যায়।
আমি বাদাম খুবই সুন্দর করি। বলা যায় বাদামের পাগল। আমি কাঁচা ও ভেঁজে উভয় ভাবে বাদাম খেতে পারি। বাসায় মোটামুটি সবসময় বাদাম থাকে। সন্ধায় বা দুপুরে অফিস থেকে বাসায় যাওয়ার সময় বাদাম কিনে নিয়ে যায়। ভেজে খাওয়ার থেকে কাঁচাই বেশি খাওয়া হয়।
আমাদের অফিসের একাউন্সের একজন স্যার আছে। তিনি অরিজিনাল বাদামখোর। তিনিকে আমি লাঞ্চের পরে যতদিন দেখেছি কোনদিন হাতে ও মুখে বাদাম ছাড়া দেখি নাই। তিনি আমার থেকে বেশি বাদাম পছন্দ করেন। আমাকে দেখলেই তিনি একটি হাসিঁ দিয়ে আমার নাম ধরে ডাক দেন। আমি সালাম দিয়ে হাঁসি মুখে উনার সামনে গিয়ে দাড়ায়। তিনি আমাকে বলে আমি জানি তুমিও আমার মত বাদাম খেতে পছন্দ করো। এই কথা বলেই কিছু বাদাম আমার হাতে ধরিয়ে দেন। আমিও মানা করি না, সম্মানের সাথে বাদাম নিয়ে সালাম দিয়ে চলে আসি।
মানে তিনি হয়তো কোন ভাবে দেখেছেন যে আমি বাদাম পছন্দ করি ও কিনে নিয়ে যায়। তিনির সাথে আমার এই বাদামের ভালোবাসার সম্পর্কটা অনেক পুরাতন। গত প্রায় এক বছর যাবত নতুন আরেক জনের সাথে এই বাদামের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। গত বছরে ইলিশের দেশ চাঁদপুর থেকে একজন আমাদের অফিসে জয়েন করেছেন। সেও বাদাম প্রিয় মানুষ ।
প্রায় সময় সে আমাকে বাদাম উপহার দেয়। সে শুধু বাদাম দেয় তা না বরং শিমের বিচি, ভাজা বোট ও কিনে নিয়ে আসে। আর আমার সাথে সেটা শেয়ার করে। আজকেও আমার সাথে বাদাম শেয়ার করেছে। সেই বাদাম খেতেই ব্লগটি লিখলাম।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1915373974386774470?t=GUJTZRS_0PDXc4xV-Ql7eQ&s=19
https://x.com/RamimHa74448648/status/1915374570921709968?t=3odcfzhUhKYUUvB9Dqg99g&s=19