ফেলে আসা সেই ডিসেম্বর
ডিসেম্বর মাসের সাথে অনেকগুলো সম্পর্ক নিবিড় ভাবে জড়িত রয়েছে। আমাদের সকলেরই এই মাস আমাদের পরীক্ষার মাস ছিল, এই মাসটাই আমাদের আনন্দের মাস ছিল, এই মাসটাই ছিল ফুল চুরি করে শহীদ মিনারে ফুল অর্পণ করতে চাওয়ার মাস ছিলো। সবমিলিয়ে অনেকটাই বেশি এনজয় করতাম। সেই সাথে এই সময়টাতে বেশিরভাগ সময় শীতকাল থাকতো। এই সময় ব্যাডমিন্টন খেলাধুলাও খুব বেশি করতাম, এই দিনগুলো খুব বেশি মিস করতেছি কেন জানি।
আগেতো ডিসেম্বর মাসের আগেই বিভিন্ন ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন খেলার কোট কেটে রাখতাম। সবাই বন্ধুরা মিলে চাঁদা তুলে সেখানে ব্যাডমিন্টন খেলার জন্য লাইট এবং বাশ কিনতাম। পরবর্তীতে সেখানকারের পরিচর্যার জন্য প্রতিদিন বিকেল বেলা করে সেই কোটে গিয়ে পরিষ্কার করতাম। আবার কেউ বাসায় থেকে আসতে লেট করলে তার বাসায় গিয়ে অদ্ভুত শব্দ করে তাকে একটি সিগন্যাল দিতাম, যেন সে দ্রুত খেলার জন্য নিচে নেমে আসে। এইসব বিষয়গুলো এখন খুবই বেশি মিস করি। এখন সব বন্ধুরা আছে তবে সবার নিজ নিজ ব্যস্ততায় ব্যস্ত।
এই ডিসেম্বর মাস আমাদের জন্য পিকনিকের মাস ছিল। এই সময় অনেকগুলো ছুটি থাকত। মামার বাসায় যাওয়া হতো, সেখান থেকে ফিরে আবার ৩১শে ডিসেম্বরে আমরা সকল বন্ধুরা মিলে আমাদের এলাকাতেই পিকনিকের আয়োজন করতাম। তখন তো হাতে টাকা পয়সা বেশি ছিল না বাসায় থেকে চাল ডাল ডিম তেল এগুলো নিয়ে যে সবাই একখানে করে খিচুড়ি রান্না করে খেতাম। কি চমৎকার না দিনগুলো ছিল! হাতে টাকা পয়সা না থাকলেও আনন্দ ছিল ১০০ শতাংশ। আপনাদের ডিসেম্বর মাস কেমন কেটেছে তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ।
আমাদের ডিসেম্বর মাস ও ঠিক আপনাদের মতই কাটতো পুরোটা সময় পিকনিক আর আনন্দ করতেই দিন শেষ। হ্যাঁ ডিসেম্বরে স্কুল কলেজ বন্ধ থাকতো আমরা বন্ধুরা সবাই মিলে ৩১ ডিসেম্বর রাত্রিবেলায় পিকনিক করতাম এই মজাটা এখন খুব মিস করি।