নিপাহ ভাইরাস কী ও কীভাবে ছড়ায়।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিছুদিন পরেই বাংলাদেশে শীত শুরু হবে। আর শীতে মজার একটি খাবার হলো খেজুর রস। আর সেই খেজুর রসেই থাকতে পারে মারাত্মক নিপাহ ভাইরাস।
নিপাহ ভাইরাস বা NiV নামটা শুনলেই ভয় লাগে। এটা আসলে এক ধরনের ভাইরাস যা জীবজন্তু থেকে মানুষে ছড়ায়। বিশেষ করে ফলখেকো বাদুড়ের শরীরে এটি বেশি পাওয়া যায়। বাংলাদেশে সাধারণত শীতকালীন মৌসুমে এই ভাইরাসের ঝুঁকি বাড়ে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো একবার আক্রান্ত হলে মৃত্যুহার অনেক বেশি। তাই আমাদের সবাইকে সচেতন থাকা খুবই জরুরি।
কীভাবে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়?
বাংলাদেশে নিপাহ ভাইরাস ছড়ানোর সবচেয়ে বড় কারণ হলো কাঁচা খেজুরের রস। খেজুর গাছ থেকে রাতভর রস সংগ্রহ করা হয়। বাদুড় এসে সেই রস খায় আর তার লালা ও মল রসে পড়ে যায়। সকালে মানুষ সেই কাঁচা রস খেলে ভাইরাস শরীরে ঢুকে যায়।
এছাড়া আক্রান্ত রোগীর কাছাকাছি গেলে, বিশেষ করে তার যত্ন নিতে গিয়ে, ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে। মানে, দুইভাবে সংক্রমণ ছড়ায়:
কাঁচা রস খাওয়ার মাধ্যমে।
সংক্রমিত মানুষের সংস্পর্শে এসে।
সাম্প্রতিক খবর অনুযায়ী, এ বছরও বাংলাদেশে নিপাহ ভাইরাসে কয়েকজনের মৃত্যু হয়েছে। কিছু ঘটনা নিয়মিত মৌসুমে ঘটলেও, একটি ঘটনা মৌসুমের বাইরে ঘটেছে, যার উৎস এখনও স্পষ্ট নয়। এতে বোঝা যায় যে ঝুঁকি এখনো পুরোপুরি শেষ হয়নি। যদিও আমাদের দেশে নজরদারি ও রোগী শনাক্তকরণের ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে, তবুও সতর্ক থাকা ছাড়া বিকল্প নেই।
বাংলাদেশে নিপাহ ভাইরাস নিয়ে কাজ দীর্ঘদিন ধরেই চলছে। রোগী শনাক্তকরণ ও নজরদারি ব্যবস্থা অনেকটা শক্ত হয়েছে। আন্তর্জাতিক গবেষকরা ভ্যাকসিন ও চিকিৎসা বের করার চেষ্টা করছেন।২০২৫ সালে কয়েকটি ভ্যাকসিন পরীক্ষার পর্যায়ে আছে, যা ভবিষ্যতে ভালো খবর আনতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-আমাদের সামাজিক আচরণ পরিবর্তন। বিশেষ করে কাঁচা রস খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে।
আমরা কাঁচা খেজুরের রস খাবো না। চাইলে রস গরম করে বা উবাল দিয়ে খাওয়া যেতে পারে। অসুস্থ মানুষের কাছাকাছি গেলে সতর্ক হবো, জ্বর, শ্বাসকষ্ট বা অচেতন রোগীর কাছে গেলে মাস্ক পড়বো,, দূরত্ব বজায় রাখবো, প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হাইজিন মেনে চলবো। নিয়মিত হাত ধুবো, যারা হেলথকেয়ার কর্মী তারা অবশ্যই গ্লাভস, মাস্ক, পিপিই ব্যবহার করবেন।
আর সচেতনতা ছড়িয়ে দিবো। গ্রামের মানুষদের জানাতে হবে যে কাঁচা রস খাওয়া বিপদজনক। চাইলে বাঁশের কাঁটা বা বানা ব্যবহার করে রস ঢেকে রাখা যায়, যাতে বাদুড় রস নষ্ট করতে না পারে।
মনে রাখবো তিনটি কথা- কাঁচা রস খাবো না। দূরত্ব তথা অসুস্থ রোগীর কাছ থেকে দূরে থাকব। জ্ঞান তথা নিজে সচেতন হবো, অন্যদেরও জানানোর চেষ্টা করবো।
ভয় পেলে হবে না, বরং সচেতন হতে হবে। নিপাহ ভাইরাসকে পুরোপুরি থামানো না গেলেও আমরা চাইলে এর ঝুঁকি অনেকটা কমাতে পারি। সামান্য আচরণগত পরিবর্তন, স্বাস্থ্যবিধি মানা আর সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server