রাতের বাতির ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।



প্রতিদিনের মতো আজ ও নতুন একটি পোস্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু কয়েকদিন যাবত অসুস্থ থাকাই কোন কিছু করতে একদমই ভালো লাগছে না।আগে থেকে পোস্ট করার জন্য কোন কিছু রেডিও নাই যে সেটা পোস্ট করে দিব। তাই আর কি করার পোস্ট করতে হবে সেজন্য সিম্পল ভাবে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে ফেললাম।আমি আজ রাতের বাতি বা ইলেক্ট্রিক ল্যাম্প এর ম্যান্ডেলা আর্ট করেছি। রাতের বাতির ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করার পর দেখতে মোটামুটি ভালই লাগছিল। আশা করি আপনাদের কাছেও আজকের এই ম্যান্ডেলা আর্টটি খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ম্যান্ডেলা আর্টটি কিভাবে করলাম সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করি।



IMG_20231121_165233_413@-1910930919-01.jpeg

IMG_20231121_165113_802~2-01.jpeg



উপকরণ সমূহ :

• আর্টপেপার
• পেন্সিল
• ইরেজার
• কালো পেন
• মার্কার



ধাপ-১

প্রথমে পেন্সিলের সাহায্যে ইলেক্ট্রিক বাতি বা ল্যাম্প আঁকিয়ে নিব। পেন্সিল দিয়ে আঁকলাম কারণ যদি কোন ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে ইরেজারের সাহায্যে মুছে আবার ঠিক করে আঁকিয়ে নেওয়া যাবে সেজন্য।

IMG_20231121_163013_776.jpg

ধাপ-২

এখন বাতির উপরের অংশ মার্কার দিয়ে এবং নিচের অংশ কলম দিয়ে আঁকিয়ে নিব।

IMG_20231121_163323_706~2.jpg

ধাপ-৩

ইলেকট্রিক বাতি বা ল্যাম্পে এখন শুরু করব আমার পছন্দমত ম্যান্ডেলা আর্ট করা।

IMG_20231121_163511_336~2.jpg

IMG_20231121_163703_925~2.jpg

ধাপ-৪

আপনারা নিচের ছবিগুলোতে যেভাবে দেখতে পারছেন ঠিক সেভাবে আমি আমার পছন্দ মত ডিজাইনগুলো করে নেওয়ার চেষ্টা করছি।

IMG_20231121_163913_131.jpg

IMG_20231121_164122_751~2.jpg

IMG_20231121_164230_902.jpg

ধাপ-৫

উপরের অংশের ডিজাইন সম্পূর্ণ হলে এখন নিচের অংশ ডিজাইন শুরু করব।

IMG_20231121_164526_596.jpg

IMG_20231121_164630_605.jpg

IMG_20231121_164814_131.jpg

ধাপ-৬

ইলেকট্রিক ল্যাম্প বা বাতির সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট করা শেষ হলো। এখন বাতিটির পাশে আমার একটি সিগনেচার করে নিব।

IMG_20231121_164926_170~2.jpg

IMG_20231121_165055_255.jpg

IMG_20231121_165140_175-01.jpeg

এটাই ছিল আমার আজকের রাতের বাতির ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে । আজকের পোস্টে কোন ভুলক্রটি থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি । পরবর্তীতে আবারো কোন নতুন কিছু নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে ইন-শা আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 last year 

খুবই সুন্দর একটি ল্যাম্পপোস্টের চিত্র অঙ্কন করেছেন। সত্যি চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে আপনি এই চিত্রটি আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

ল্যাম্পপোস্টের চিত্রটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

রাতের বাতির ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। এ ধরনের আর্ট আমার কাছে বেশ ভালো লাগে। যদিও এ ধরনের আর্ট করতে অনেকটা ধৈর্য এর ব্যাপার। আপনি খুবই দক্ষতার সাথে আর্টটি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।।

 last year (edited)

আপু আপনি খুব সুন্দর করে একটি রাতের বাতি অথবা ল্যাম্পপোস্টের ম্যান্ডেলা আর্ট করেছেন। খুবই সুন্দর লাগছে আপু। মেন্ডেলা আর্ট এর ভিতরে এত ছোট্ট ছোট্ট নিখুঁত কাজ আমার খুবই ভালো লাগে।আমিও মাঝে মাঝে ম্যান্ডেলা আর্ট করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু রাতের বেলার লাইটের এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলোর ছোট ছোট কাজগুলো নিখুঁত হলে দেখতে বেশি সুন্দর লাগে আপু।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময় লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রাতের বাতি খুব সুন্দর রাতের বাতির ম্যান্ডেল আর্ট করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

জ্বী আপু, ম্যান্ডেলা আর্ট গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 last year 

আপনি সবসময় এর মত আজকেও অসাধারণ একটি আর্ট করেছেন আপু। আপনার আর্টগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আজকের এটাও কিন্তু খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু। এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 last year 

ম্যান্ডেলা চিত্রের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে আমার কাছে।
একটি ল্যাম্পের দারুন মান্ডেলা চিত্র প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে।
বিশেষ করে চিত্রের মাঝে ছোট ছোট নকশাগুলো দারুণ সৌন্দর্য ছড়াচ্ছে।

Posted using SteemPro Mobile

 last year 

ম্যান্ডেলা আর্ট এর সৌন্দর্য উপভোগ করতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার দ্রুত সুস্থতা কামনা করি আপু। সিম্পল হলেও রাতের বাতির ম্যান্ডেলা আর্টটি কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। বাতিটির ভেতরের কাজ অনেক সূক্ষ্ম ছিল। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আমার সুস্থতা কামনা করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপু আপনি চমৎকার ভাবে রাতের বাতির ম্যন্ডেলা আর্ট শেয়ার করলেন। আপনার আর্ট সব সময় খুব চমৎকার হয়।আজ ও দারুন ভাবে এঁকে শেয়ার করলেন। আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

রাতের বাতির ম্যান্ডেলা আর্ট, খুবই সিম্পল একটি চিত্র কিন্তুু দেখতে অসাধারন। যেমন আপনার চিন্তা ভাবনা তেমন হাতের আর্ট। এই কাজ গুলো করতে যদিও একটু সময় লাগে তবে দেখতেও কিন্তুু দারুন লাগে। আশা করি বার বার আপনি আপনার হাতের দক্ষতা আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।

 last year 

গুছিয়ে সাবলীল ভাষায় এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও খুব সুন্দর আর্ট করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই আর্টগুলো ছোট ছোট ডিজাইন দিয়ে করা হয় বলে দেখতে বেশি ভালো লাগে। রাতের বাতির ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপু, ম্যান্ডেলা আর্ট এর মধ্যে নিখুঁতভাবে ছোট ছোট ডিজাইন করার কারণে দেখতে বেশি সুন্দর লাগে।