মাটির ঘট চিত্রাঙ্কন❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মাটির ঘট চিত্রঙ্কন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20250609_142455680.jpg

InShot_20250609_142455680.jpg

গ্রাম বাংলার ঐতিহ্য আবেগ এই মাটির ঘট।সুন্দর্য্য বৃদ্ধি করতে ওই মাটির ঘট আমরা শুভ কাজ গুলোতে কিংবা বাঙ্গালিয়ানা যে কোন অনুষ্ঠানে মাটির ঘট চিত্রাঙ্কন করে ব্যাবহার করে থাকি।বিয়ের অনুষ্ঠানে তো মাটির ঘট চিত্রাঙ্কন করতেই হবে।

আজকে গ্যালারিতে অতিরিক্ত ছবি ডিলিট করতে গিয়ে এই মাটির ঘট চিত্রাঙ্কন পাই আর বুঝতে পারি এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে।শুরু থেকে শেষ পর্যন্ত মাটির ঘটের চিত্রাঙ্কন গুলো দেখে মনটা খুশিতে নেচে ওঠে।এই মাটির ঘটটি পুরাটা রং না করে শুধু ঘটে সাদা রং দিয়ে করেছি চিত্রাঙ্কন বেশ ভালো লাগছে দেখতে।

গত বছর ভাইয়ের বিয়েতে বেশ কিছু মাটির ঘটের চিত্রাঙ্কন করেছিলাম আর সব গুলো আপনাদের সাথে শেয়ার করছি তবে এই চিত্রাঙ্কনটি শেয়ার করা হয়নি।

তো চলুন দেখি কি ভাবে মাটির ঘট চিত্রাঙ্কন করেছিলাম।

IMG_20250609_121418.png

মাটির ঘট
রং
তুলি

PhotoCollage_1749449634482.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি মাটির ঘট জল দিয়ে ধুয়ে নিয়েছি।মাটির যে কোন জিনিসপত্র ধোয়ার সাথে সাথে শুখিয়ে যায়।

IMG_20250609_122238.jpg

দ্বিতীয় ধাপ

এখন মাটির ঘটের গলায় সাদা রং দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি।

IMG_20250609_121926.jpg

তৃতীয় ধাপ

এখন গলায় ডিজাইন এঁকে নিয়েছি।

InShot_20250609_130700813.jpg

চতুর্থ ধাপ

মাটির ঘটটির পুরা গলায় ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিয়েছি এভাবে।

InShot_20250609_130643815.jpg

পঞ্চম ধাপ

উপরে যে ডিজাইন করেছি তা নিচেও করেছি।

IMG_20250609_130956.jpg

ষষ্ঠ ধাপ

এখন ডিজাইন গুলো রং দিয়ে ভরাট করে দিয়েছি তাতে করে ভরাট লাগছে পুরা ডিজাইন টি।

PhotoCollage_1749453188451.jpg

সপ্তম ধাপ

এখন ফোটা ফোটা করে ডিজাইন করেছি।

PhotoCollage_1749453328458.jpg

অষ্টম

এখন নিচের অংশে বর্ডার করে নিয়েছি ও ডিজাইন করে নিয়েছি সুন্দর করে।

IMG_20250609_132011.jpg

IMG_20250609_132101.jpg

IMG_20250609_131653.jpg

নবম ধাপ

ঘটের মুখে লতানো ডিজাইন করেছি।

InShot_20250609_142455680.jpg

ফাইনাল লুক

InShot_20250609_142455680.jpg

InShot_20250609_142455680.jpg

InShot_20250609_142455680.jpg
এই ছিলো আমার মাটির ঘট চিত্রাঙ্কন পদ্ধতি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীপেইন্টিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250604_161643.png

IMG_20250604_161632.png

Sort:  
 last month 

মাটির ঘটের খুব সুন্দর চিত্র অংকন করেছেন। চিত্র অংকন টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের কাজগুলো করতে যেমন ভালো লাগে দেখতেও খুব সুন্দর দেখায়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। সুন্দর একটি কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

মাটির ঘটটি আপনি যেমন সুন্দর করে চিত্রাংকন করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। মাটির ঘটে এমন সুন্দর ডিজাইন করলে ভীষণ আকর্ষণীয় লাগে দেখতে। আর আপনি তো ভীষণ সুন্দর করে মাটির ঘটের উপর কারুকার্য করেছেন। ভীষণ সুন্দর হয়েছে দেখতে।

 last month 

মাটির ঘটের উপরে এমন সাদা রংয়ের সুন্দর ডিজাইন দেখতে বেশ ভালো লাগে। আপনি ভীষণ সুন্দর করে ডিজাইন করে ঘটটি অনেক সুন্দর করে তুলেছেন। বেশ ভালো লাগলো আপনার ঘটের চিত্রাংকন দেখে।