🌸 আমার পরিচয় 🌸

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000002437.jpg

‌আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আমার নাম sifat দীর্ঘ এক বছর ধরে আপনাদের সাথে steemit কমিউনিটিতে কাজ করে যাচ্ছি। আমি আমার sifat420 নামে একাউন্ট দিয়ে প্রায় এক বছর ধরে এই প্লাটফর্মে কাজ করেছি। সেখানে আমি আমার সম্পর্কে সবকিছু খুব সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে উপস্থাপন করতাম। দীর্ঘ কিছুদিন আগে আমি একবার কিছু সমস্যার জন্য পাওয়ার ডাউন দিয়েছিলাম। বেশ কিছুদিন পাওয়ার ডাউন দেওয়ার জন্য আমার পোস্ট করা বন্ধ ছিল।

বেশ অনেকটা দিন পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসি। খুব সুন্দরভাবে প্রতিদিনের পোস্ট প্রতিদিনই করার চেষ্টা করতাম। আমার কাছে এখানে কাজ করতে খুবই ভালো লাগে। দীর্ঘ কিছুদিন পোস্ট না করায় অনেকটা দিন আপনাদের সাথে কোন লেখাও শেয়ার করতে শেয়ার করতে পারেনি। তারপর আবার খুব সুন্দরভাবে আপনাদের সাথে কাজে যুক্ত হয়েছিলাম।

হঠাৎ একটা সমস্যার কারণে আমার মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। তোর মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আমার ফোন সার্ভিসিং এর দোকানে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর আমার ফোন তারা কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ ফেলার দিয়ে দেয়। যার জন্য ওই ফোনে থাকা যত ডকুমেন্ট সব আমি হারিয়ে ফেলি। পরে অন্য আরেকটা ফোনে আমি আমার steemit লগইন করতে যাই। তো আমার পুরনো gmail এ আমার steemit এর সবকিছু রাখা ছিল। PDF রাখা ছিল আমার পুরনো gmail to Gmail সেন্ড করা। হঠাৎ করেই সেই gmail অন্য একটা ফোনে লগইন করে দেখি আমার PDF নেই।

1000002274.jpg

তখন আমি আমার পুরনো যত তথ্য ছিল Gmail এর মধ্যে সেভ করা‌। সবগুলো খুব সুন্দরভাবে খুঁজে খুঁজে দেখতে থাকে। পরে আমি একটা active key খুঁজে পাই। যার মাধ্যমে আমি সেখানে থাকা আমার কিছু steem পাওয়ার ডাউন দিতে পারি। কিন্তু অন্য কোন key খুঁজে না পাওয়ায় আমি সেই পুরনো একাউন্টে পোস্ট করতে পারছি না। মানে আমি আমার অ্যাকাউন্ট সেটাকে হারিয়ে ফেললাম। অনেক চেষ্টা করেছি তারপরও আমি কোনভাবে আমার পুরানো একাউন্টের PDF বের করতে পারছিলাম না।

তারপরে আমি দিদিদের সাথে সবকিছু শেয়ার করি। পরে আপনাদের সাথে কাজ করার জন্য নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করি। আমার এখন নতুন একাউন্টের নাম হচ্ছে sifat421 এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি আপনাদের সাথে আবারও যুক্ত হতে চাচ্ছি। আমাকে আপনাদের সাথে আবারো কাজ করার সুযোগ করে দিবেন আশা করি। আমি আবারও আগের মত নিয়মিত পোস্ট করতে চাই আপনাদের মাঝে। নিয়মিত আপনাদের সাথে কাজ করতে চাই আমি। অনুগ্রহ করে আমাকে ভেরিফাই করে দিবেন আমার এই অ্যাকাউন্টে। আমি যেন আপনাদের সাথে খুব সুন্দর ভাবে দীর্ঘ দিন কাজ করতে পারি দোয়া করবেন আমার জন্য।

https://steemit.com/@sifat420/posts

আমার পুরানো একাউন্ট ছিল এটা এখন আর এই অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করতে পারছি না। এ বিষয়ে বিস্তারিত সবকিছুই আমি আমার লেখায় উপস্থাপন করেছি। এই অ্যাকাউন্টের PDF file হারিয়ে ফেলেছি তার জন্য অ্যাকাউন্ট লগইন করতে পারছি না। এখন নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছি। অনুগ্রহ করে আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিবেন। আমার এই অ্যাকাউন্ট ভেরিফাই করে আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিবেন।

Sort:  
Loading...