নতুনের খোঁজে!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
২০১৮ সালে জিনেদিন জিদান যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে গেল তারপর কয়েক বছরে রিয়াল মাদ্রিদ বেশ কয়েক কোচ পরিবর্তন করেছে। কিন্তু কোন কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে ২০২১ সালের জুনে কার্লো আনচেলওি দীর্ঘ ৭ বছর পরে আবার রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসে। কার্লো যখন কোচ হয়ে আসে মাদ্রিদের অবস্থা খুব একটা ভালো না। তবে অন্যদের মতো খেলোয়ার কিনে না কার্লো আনচেলওি হাঁটলেন একটু ভিন্ন পথে। সুযোগ দেওয়া শুরু করলেও তরুনদের। শুধু সুযোগ দেওয়া না নিজে গড়ে তুললেন কয়েকজন কে। যার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র ছিল প্রধান। ২০২১-২২ সিজেনে অসাধারণ খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। কার্লো এসে যেন মাদ্রিদকে তার চিরচেনা রুপে ফিরিয়ে নিয়ে যায়।
ঐ সিজেনে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন লীগ, লা লীগা সহ আরও কয়েকটা শিরোপা জিতেছিল। যদিও পরবর্তী সিজেন টা বেশ বাজে কাটে। কিন্তু ২০২৩-২৪ সিজেনে কার্লোর অধীনে আবার দারুণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। এই সিজেনে রিয়াল মাদ্রিদে কোন নাম্বার নাইন ছিল না বলা যায়। ক্লাব কতৃপক্ষকে কার্লো কোনরকম ফোর্স করেনি। যা আছে সেটা নিয়েই এগিয়ে যায়। সিজেনের শুরুতেই দলের তিন প্রধান খেলোয়ার থিবো কর্তোয়া, এডার মিলিটাও এবং ডেভিড আলাবা ইঞ্জুরিতে পড়লেও সিজেন টা অনেক টা স্বপ্নের মতো কাটাই রিয়াল মাদ্রিদ। এই সিজেনে জয় করে চ্যাম্পিয়ন লীগ, লা লীগা, উয়েফা সুপার কাপ সহ আরও কয়েকটা শিরোপা। কিন্তু এই বতর্মান সিজেন টা খুব একটা ভালো করতে পারেনি রিয়াল মাদ্রিদ।
ইতিমধ্যে চ্যাম্পিয়ন লীগ থেকে এলিমিনেটলিমিনেট হয়ে গিয়েছে। লীগে দ্বিতীয় অবস্থানে থাকলেও লীগ জয়ের সম্ভাবনা কম। এমন অবস্থায় অনেক মিডিয়া সহ অসংখ্য রিয়াল মাদ্রিদ সাপোর্টার কার্লোকে দোষারোপ করছে। তার ট্যাকটিক্স নিয়ে সমালোচনা করছে। তাদের উদ্দেশ্য বলতে চাই গত তিন সিজেনে কার্লোর অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লীগ জিতেছে দুইবার। যেটা কীনা অনেক ক্লাব বিলিয়ন ডলার খরচ করে খেলোয়ার কিনেও জিততে পারেনি। কার্লো কখনোই ক্লাবকে খেলোয়ার কেনার জন্য জোর দেয়নি। খেলোয়ার ইঞ্জুরিতে পড়লে অভিযোগ করেনি। গতদিন আর্সেনালের সাথে হারার পর কার্লোর বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। অর্থাৎ রিয়াল মাদ্রিদে এটাই ছিল তার শেষ সিজেন। যদিও শেষটা মোটেই আশানুরুপ হয়নি।
ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হবে এট নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মিডিয়ায়। তবে এখন পযর্ন্ত সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে জাবি আলোনসো এবং জার্মান মাস্টারমাইন্ড সাবেক লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ। জাবি আলোনসো এর কোচিং ক্যারিয়ার খুব বেশি দিনের না। সে যে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসবে এটা মোটামুটি সবাই নিশ্চিত। তবে ঠিক কবে আসবে এটাই দেখার বিষয়। তবে কার্লোর পরে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আমি চাই ইয়্যুর্গেন ক্লপকে। ক্লপ আসলে বেশ দারুণ কিছু উপহার দেবে রিয়াল মাদ্রিদ কে। এবং এখন পযর্ন্ত জোর গুঞ্জন রয়েছে এই বিষয়ে। যদি রিয়াল মাদ্রিদ থেকে অফিশিয়াল অফার দেওয়া হয় তাকে তাহলে সে অবশ্যই সেটা গ্রহণ করবে। তবে চুক্তি না হওয়া পযর্ন্ত কিছুই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
https://x.com/Emon423/status/1913151480414245323?t=mM4hSioxm0D0HEC-ee9JLA&s=19
https://x.com/Emon423/status/1913151673696149600?t=Qp2C1BNVbhMErwD57cUPdw&s=19
https://x.com/Emon423/status/1913151817988608064?t=1f87iQz3HnoieecXSziDlw&s=19
https://x.com/Emon423/status/1913152018325336573?t=MJgH1DxgVd7gTz0osivJ7w&s=19
https://x.com/Emon423/status/1913152223892435252?t=gXb2QP0h8OCDwkfkl7pg6w&s=19
https://x.com/Emon423/status/1913152434714903026?t=94NwJkv-YXNnRaSYCLZwOw&s=19
https://x.com/Emon423/status/1913152657889563117?t=IaMjl3eLK4gpVV0ER292oA&s=19
https://x.com/Emon423/status/1913152937951629327?t=jnOthVHS3xIDMLDDatRnDQ&s=19
https://x.com/Emon423/status/1913153164800610582?t=1rBIayGOQkQjira4vmRMDg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.