পরিবেশের অকৃত্তিম বন্ধু ।। নিম গাছ
প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি । |
---|
মুখে তিতা অন্তরে মিঠা এমন উদাহরণ কি এর চেয়ে বেশী মানানসই কি আছে এই গাছটি ছাড়া । আমি ত কখনো দেখিনি একমাত্র তাকে ছাড়া । বুঝছেন তো কার কথা বলছি । হ্যাঁ বন্ধুরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি বলছিলাম নিম গাছের কথা । আমাদের চারিপাশের পরিবেশে হয়তো এমন অনেক গাছ আছে যার থেকে আমরা অনেক রকম উপকার পায় । কোনটা দেয় ফল, কোনটা ফুলের সুবাস, কোনটা থেকে তরকারী, আবার কাঠ থেকে আসবাব পত্র বানিয়ে ফেলি কোন কোন বৃক্ষ থেকে জ্বালানি হিসেবে তো সব সময় পাশে আছেই কিছু বৃক্ষ । কিন্তু আপদ মস্তক সব কিছুই যার কাজের জিনিস প্রকৃতিতে সহজে জন্মে এবং বিনা খরচায় যার উপকার পেয়ে যাবেন তেমনি এক উদাহরণ হলো নিম গাছ ।
আমি আমার এই ছোট জীবনে অনেককে অনেক বৃক্ষ রোপন করতে দেখেছি । হোক সেইটা ফলজ, বনজ, অথবা ঔষধি । কিন্তু এই বৃক্ষ কখনও দেখিনি কেউ রোপন করছে । বরং এটা দেখেছি একটা সুস্থ সবল নিমগাছের মাঝ থেকে ভেঙ্গে মেসওয়াক করতে শুরু করতে । দেখেছি বলা একটু অতুক্তি হবে এমন কাজ আমিই গত পরশুদিন করেছি । আচ্ছা তাহলে ভাবুন তো এর প্রাচুর্যতা কি জন্য ?
এ সম্পর্কে আমার নিজ চোখে বিভিন্ন সময়ে দেখা অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছি ।
প্রথমত এর যে ফল হয় এটা অন্য প্রাণীকে কখনো খেতে দেখিনি এর মাত্র খাদক হচ্ছে পাখি । আর পাখি যে সব ফলের খাদক তার বীজ যদি ছোট হয়ে থাকে তবে এর বিসতৃতি যে খুব সুদুর প্রসারী হবে এটা ১০০ ভাগ ঠিক । আর নিম ও এর ব্যাতিক্রম নয় । নিম গাছতলা থাকে ছায়া যুক্ত স্থান এবং অনেকটা অনুর্বর তাই এর ফল গাছের নীচে পড়ে নতুন গাছ জন্মানো অনেকটা কঠিন ছিল । কিন্তু এই কাজটার সমাধান দিয়েছে পাখি গুলো ।
দ্বিতীয়ত এর পাতা অতিরিক্ত তিতা হওয়ার কারণে কোন প্রাণীকে খেতে দেখিনি । যদিও ছাগল তার ঐতিহ্য "ছাগলে কি না খায়" এটা ধরে রাখার জন্য মাঝে মাঝে অল্প বিস্তর খেয়ে থাকে । তবে মুড়িয়ে খেয়ে যাবে এমন দৃশ্য দেখা যায় না ।
একটা গাছ পরিবেশে ঠিকঠাক বেড়ে ওঠার জন্য প্রকৃতপক্ষে এই দুইটার ই বেশি প্রয়োজন ছিল যা সে পেয়ে গেছে ।
এখন আসি এর উপকারিতায়, নিমের শিকড়, বাকল, পাতা এবং ফল। সব গুলোর মাঝেই আছে দারুণ সব ঔষধি গুণ । পাতা খাবার হিসেবে খাওয়া যায় তরকারী কিংবা চা পাতার মত করে ।এছাড়াও নিম পাতা গরম পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে গোসল করতে ও দেখেছি । এটা প্রাকৃতিক এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। পাকা ফলে আছে মিষ্ট ভাব যা খাওয়া সম্ভব ।তবে আগেই বলেছি এর ফলের মুল খাদক হলো পাখি । কান্ড ব্যবহৃত হয় উতকৃষ্ট মানের কাঠ হিসেবে । এর তৈরি আসবাব পত্র যেমন সুন্দর দেখতে তেমনি টেকসইও । নতুন এবং চিকন ডাল্ গুলো থেকে সহজেই করা যায় মেসওয়াক মুখের স্বাস্থ্য ভাল রাখতে যার অবদান অনস্বীকার্য । সব চেয়ে বেশি উপকার করে এর ত্যাগ করা অক্সিজেন গুলো । কথিত আছে বাড়ির উপরে একটি নিম গাছ থাকলে অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা যায় ।
আমাদের চারপাশের পরিবেশে এর দুই রকমের প্রাজাতি সচারাচর দেখতে পাওয়া যায় । একটি কে নিম বলেই জানি । আরেকটি হলো "মহানিম" নামে পরিচিত ।
বন্ধুরা আমার বাড়ির চারপাশে প্রাকৃতিক ভাবে জন্মানো এবং বেড়ে ওঠা এই অকৃত্তিম বন্ধুদের নিয়ে কয়েকদিন থেকেই ভাবছিলাম কিছু লিখবো । আজ ভাবনাটাকে বাস্তবতায় রুপ দেওয়ার চেষ্টা করলাম । আজকে এখানেই সমাপ্ত করছি । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |

ভাই আপনি অনেক সুন্দর ভাবে নিম গাছের উপকারিতা আপনার পোস্টের মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া । যেটুকু জানতে পাই সেটুকু ছড়িয়ে দেওয়ার ও চেষ্টা থাকে ।
নিমগাছ সত্যি অনেক উপকারী একটি গাছ যার সব কিছুই আমাদের কাজে লাগে। আমার গ্রামের বাড়িতে বড় একটা নিম গাছ ছিলো তবে এখন কেটে ফেলা হয়েছে।
আমাদের উঠানে এর আগে কয়েকটি গাছ ছিল এখন আর একটিও নেই । তবে বাড়ির পাশে আছে ।
নিম গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ছোটবেলায় আমাদের বাড়িতে অনেক নিম গাছ দেখেছি তখন এটার গুরুত্ব বুঝতে পারিনি। নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে দাঁতের অনেক সমস্যা দূর হয় এটা আগে থেকেই জানতাম কিন্তু কখনো করা হয়নি। ধন্যবাদ ভাইয়া আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
আমি এই এক সপ্তাহ ধরে নিমের ডাল দিয়ে মেসওয়াক করার চেষ্টা করছি । দেখি রেজাল্ট কি আসে ।
উপরে তিতা ভিতরে মিঠা এটা সম্পূর্ণ আল্লাহ তায়ালার একটা কুদ রত। তবে হ্যাঁ বিভিন্ন ধরনের ফল গাছ রোপন করলেও নিম গাছটা মানুষের খুব কমই লাগায়। তবে আমাদের সাথে আপনি খুব সুন্দর করে বনজ সম্পদের উদাহরণ গুলো তুলে ধরেছেন। খুবই ভালো লেগেছে, আপনার মনের ভাবগুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
কম লাগায় তো বটেই । তবে আমি আজ পর্যন্ত কখনো এটা লাগাতে দেখিই নি । আশে পাশে যা আছে সব এমনিই হওয়া।
আপনি খুব সুন্দর করে নিম গাছ উপকারিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। পড়ে আমার কাছে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু । একটু চেষ্টা করলাম উপকারী বৃক্ষটি নিয়ে কিছু লেখার । আপনার মতামত পেয়ে ভাল লাগলো ।