জেনারেল রাইটিংঃ- গ্রামীণ সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। বিষয় হচ্ছে গ্রামীণ সৌন্দর্য


IMG_20250408_133422_730.jpg


গ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। গ্রামের মানুষগুলো সবসময় গ্রামে থাকে বলে হয়ত বিষয়গুলো ঠিকভাবে উপলব্ধি করতে পারেনা। কিন্তু যারা শহরবাসী মানুষ, বেশিরভাগ সময় শহরে কাটায়, তারা যখন গ্রামে যায় তখন গ্রামের এই সৌন্দর্য তাদেরকে বিমোহিত করে।

এবারে ঈদের ছুটিতে আমি লম্বা সময়ের জন্য গ্রামে এসেছি। দুটি দিন আমি চরাঞ্চলের মত এলাকায় ছিলাম। সেখানে আমার বেশ ভালো লেগেছিল। বিশেষ করে দুপুরবেলাতে, যখন চারিদিকে নিঝুম ছিল, তখন ঘুঘু পাখির ডাক আমার মনোযোগ কেড়ে নেয়। আমি বসে বসে নির্মল পরিবেশে ঘুঘু পাখির ডাক শুনতে থাকি। এই ডাক আমাকে উদাস করে দেয়। মনেহয় আমি যেন অন্য কোন এক জগতে আছি। যেখানে রয়েছে শুধুমাত্র নির্মল প্রশান্তি।

গ্রামে এখন কাঁচা কাঁচা ধান গাছ জেগেছে। চারদিকে সবুজের সমারোহ। দেখলেই মনটা ভালো হয়ে যায়! এর মধ্যে আবার প্রতিনিয়ত ভাই কথা ক পাখির ডাক! তীব্র গরমে দখিনা বাতাস। সে যেন এক অন্যরকম জগৎ!

আমাদের এই অঞ্চলের পুকুরগুলোতে এখন পানি কম। তার উপর সারাদিন কাঠফাটা রোদ। তীব্র গরম সহ্য করতে না পেরে অল্প পানিতে মাছগুলো ভেসে ওঠে। এই মাছগুলো ধরার জন্য গ্রামের মানুষরা ছোট ছোট মাছ ধরার যেসব উপকরণ আছে সেসব নিয়ে পুকুরে নেমে যায়, মাছ ধরে। এই মাছ ধরতেও যেমন আনন্দ, মাছগুলো দেখতেও আনন্দ, খেতেও আনন্দ। যদিও মাছের এই জীবন চক্র নিয়ে ভাবলে হতাশা লাগে, কিন্তু এগুলো যেহেতু আমাদের খাবার তাই সেই চিন্তা করলে ভালো লাগে।

আমার বাংলা ব্লগবাসি, আমি গ্রামে বেশ ভালই সময় কাটাচ্ছি। আশা করি, আপনারাও ঈদের ছুটি দারুণ ভাবে কাটিয়েছেন।


IMG_5055.jpg

Sort:  
 15 days ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে খুব ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন হারিয়ে যায়। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই ‌ ।