ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ২৯ ই মার্চ ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।
বট গাছের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি বট গাছের ফটোগ্রাফি। এই বট গাছ টি আমাদের মাঠের মধ্যে অবস্থিত।এটি বেশ পুরনো একটি বট গাছ। আমাদের এলাকা জুড়ে বেশ কয়েকটি পুরাতন বট গাছ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বট গাছ টি। এই বট গাছ টি আমাদের মাঠের একটি উপকারী বট গাছ। যখন কৃষকেরা মাঠের মধ্যে কাজ করা অবস্থায় একদম হাঁফিয়ে যায়, তখন কৃষকেরা এই বট গাছের নিচে এসে বিশ্রাম নিতে পারেন। বছরের পর বছর ধরে এই বট গাছ টি আমাদের মাঠের মধ্যে রয়েছে।
পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি।পড়ন্ত বিকেলের সৌন্দর্য প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। যখন সূর্যের সোনালি আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে ম্লান হয়ে আসে, তখন প্রকৃতিতে নেমে আসে এক নীরব শান্তি। আকাশের রঙে লাল, কমলা এবং হলুদের এক অপূর্ব মিশেল তৈরি হয়, যা হৃদয়কে মোহিত করে। নদীর জলে বা পুকুরের পানিতে সূর্যের শেষ আলোর প্রতিফলন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করে।আমি এই ফটোগ্রাফি টি আমাদের মাঠ থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধান ক্ষেতের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধান ক্ষেতের ফটোগ্রাফি।প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধানক্ষেতের ফটোগ্রাফি প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য প্রকাশ। বাংলাদেশের গ্রামীণ জীবনের হৃদয়স্পর্শী চিত্র হলো ধানক্ষেত, যেখানে সবুজের সমারোহে প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় কথা বলে। ফসলের মৌসুমে যখন বাতাসে ধানের সুবাস ভেসে বেড়ায়, তখন ধানক্ষেতের মাঝে ফটোগ্রাফি হয়ে ওঠে স্নিগ্ধতা ও প্রাণবন্ততার এক সুন্দর নিদর্শন।আমি এই ফটোগ্রাফি টি আমাদের মাঠ থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
নাটারম ব্রিজের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত নাটারম ব্রিজের ফটোগ্রাফি ।এটি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাটারম নামক এলাকায় অবস্থিত। এই ব্রিজ টি বদরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া যমুনাশ্বরী নদীর উপর অবস্থিত। আমাদের রংপুর জেলার মধ্যে বেশ কয়েকটি বড় বড় ব্রিজ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্রিজ। বেশ কয়েক দিন আগে আমি গিয়েছিলাম এই ব্রিজের মধ্যে ঘোরাঘুরি করার জন্য। আসলে বিকাল বেলা এই ব্রিজের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। সেদিন বিকেলে এই ব্রিজের মধ্যে ঘুরতে গিয়ে বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম।
নাগেরহাট টু বদরগঞ্জ রোডের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত নাগেরহাট টু বদরগঞ্জ রোডের ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে আমি এই রোড দিয়ে বদরগঞ্জ উপজেলা যাওয়ার পথে এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। আসলে এই রাস্তা টি গ্ৰামের মধ্য দিয়ে বয়ে গিয়েছে।আর এই রাস্তার চার দিকে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল। আসলে গ্ৰাম এলাকার এরকম সুন্দর সুন্দর রাস্তা গুলো দিয়ে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আমার শেয়ার করা ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1905969455391551886?t=4aBAmokKXHCjNY5tUR5nPw&s=19
https://x.com/Riyadx2P/status/1905969859198107855?t=4aBAmokKXHCjNY5tUR5nPw&s=19
https://x.com/Riyadx2P/status/1905970655797068102?t=4aBAmokKXHCjNY5tUR5nPw&s=19
https://x.com/Riyadx2P/status/1905971042469978574?t=4aBAmokKXHCjNY5tUR5nPw&s=19
https://x.com/Riyadx2P/status/1905971578745364491?t=4aBAmokKXHCjNY5tUR5nPw&s=19
https://x.com/Riyadx2P/status/1905968765642351069?t=YxEbSQRP6ZXFwL8Z1ahWcw&s=19
SS
আপনি আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। প্রথম দুইটা ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।